২১

Re: কিছুক্ষণ উইথ স্বপ্নীল: পর্ব ৯ - অতিথি: এডমিন স্বপ্নচারী

স্বপ্নচারী লিখেছেন:

(ততক্ষণে ক্রিকেট দেখার কথা ভুলেই গেছি। বাঙালি তো, ঐ যে গোল্ডফিশ!)

big_smile তা জা বলেছেন দাদা দারুন লাগল উক্তিটি আসলেই বাঙালি মানেই গোল্ডফিশ

অটঃ স্বপ্নিল ভাইকে ধন্যবাদ আর ও একটি সুন্দর চমৎকার ইন্টারভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য । আর স্বপ্নচারী ভাইকে ও  clap

নিবন্ধিতঃ১১/০৩/২০০৯ ,নিয়মিতঃ১০/০৩/২০১১, প্রজন্মনুরাগীঃ১৯/০৫/২০১১ ,প্রজন্মাসক্তঃ২৬/০৯/২০১১,
পাঁড়ফোরামিকঃ২২/০৩/২০১২, প্রজন্ম গুরুঃ০৯/০৪/২০১২ ,পাঁড়-প্রাজন্মিকঃ২৭/০৮/২০১২,প্রজন্মাচার্যঃ০৪/০৩/২০১৪।
প্রেম দাও ,নাইলে বিষ দাও

২২

Re: কিছুক্ষণ উইথ স্বপ্নীল: পর্ব ৯ - অতিথি: এডমিন স্বপ্নচারী

``সফটওয়্যার মুক্তি দিবস – ২০১১” তে বাংলাদেশে উৎসব আয়োজন এ শামীম ভাইয়ের প্রেসিডেন্সী বিশ্ববিদ্যালয়ের, বনানী ক্যাম্পাসে তিনি এসেছিলেন, কেউ পরিচয় করিয়ে দেয়নি; কয়েকবার চোখাচোখি হয়েছে। হটাৎ শুনি আমার নাম ধরে ডাক ! নিজে থেকে এগিয়ে এসে হাত মেলালেন  hug
এবং তখনই প্রথম দেখা হলো নাসিম ভাইয়ের সাথে  smile। অনুষ্ঠান শেষে বাইকে দু'জনে একত্রে বে্রিয়ে নাসিম ভাইকে তার বাসার সামনে নামিয়ে আমি বাসায় ফিরলাম ।

আর এখানে স্বপ্নীলের কারণে অনেক অজানা বিষয়াদি জানা হলো ।

এখানে নাসিম ভাইয়ের ছবিও আছে। একটু কষ্ট করে দেখে + চিনে নিতে হবে (কে স্বপ্নচারী)  wink

একজন মানুষের জীবন হচ্ছে - ক্ষুদ্র আনন্দের সঞ্চয়। একেকজন মানুষের আনন্দ একেক রকম ...
এসো দেই জমিয়ে আড্ডা মিলি প্রাণের টানে !
   
স্বেচ্ছাসেবকঃ  ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।

২৩

Re: কিছুক্ষণ উইথ স্বপ্নীল: পর্ব ৯ - অতিথি: এডমিন স্বপ্নচারী

masud3011 লিখেছেন:

``সফটওয়্যার মুক্তি দিবস – ২০১১” তে বাংলাদেশে উৎসব আয়োজন এ শামীম ভাইয়ের প্রেসিডেন্সী বিশ্ববিদ্যালয়ের, বনানী ক্যাম্পাসে তিনি এসেছিলেন, কেউ পরিচয় করিয়ে দেয়নি; কয়েকবার চোখাচোখি হয়েছে। হটাৎ শুনি আমার নাম ধরে ডাক ! নিজে থেকে এগিয়ে এসে হাত মেলালেন  hug
এবং তখনই প্রথম দেখা হলো নাসিম ভাইয়ের সাথে  smile। অনুষ্ঠান শেষে বাইকে দু'জনে একত্রে বে্রিয়ে নাসিম ভাইকে তার বাসার সামনে নামিয়ে আমি বাসায় ফিরলাম ।

আর এখানে স্বপ্নীলের কারণে অনেক অজানা বিষয়াদি জানা হলো ।

এখানে নাসিম ভাইয়ের ছবিও আছে। একটু কষ্ট করে দেখে + চিনে নিতে হবে (কে স্বপ্নচারী)  wink

  খুজে পেয়েছি উনাকে... উনি কি এখনও বাংলাদেশেই আছেন? thinking

Rhythm - Motivation Myself Psychedelic Thoughts

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত