টপিকঃ [Boot-Repair] ১ ক্লিকেই পিসির গ্রাব ঠিক করুন!
আমরা অনেকেই ডুয়েল বুট বা ত্রিপল বুটে (আমি করি, তিনটাই লিনাক্স ডিস্ট্রো) ডেবিয়ান বা উবুন্টু বা তাদের কিছু ভ্যারিয়েন্ট চালাই। বিভিন্ন কারনে আমাদের যে ওপারেটিং সিস্টেমে গ্রাব ইন্সটল করা থাকে না নষ্ট হয়ে যেতে পারে। তখন আমাদের টার্মিনালে লিখে লিখে গ্রাব ঠিক করতে হয়। অনেকে এই ভয়ে পুনরায় ইনস্টল করা পছন্দ করেন বা বিভিন্ন উইন্ডোজের সফটওয়্যার দিয়ে এই কাজ করেন। আমি আজকে একটি গ্রাফিকাল উপায় বলব যা আপনি উবুন্টু বা তার কোন ভ্যারিয়েন্টকে লাইভ চালিয়েই গ্রাব ঠিক করতে পারবেন। এর নাম Boot Repair ।
পদ্ধতি:
প্রথমে উবুন্টু বা তার কোন ভ্যারিয়েন্ট কে লাইব চালান। তারপর টার্মিনালে এই কমান্ড গুলো চালান
sudo add-apt-repository ppa:yannubuntu/boot-repair
sudo apt-get update
sudo apt-get install -y boot-repair
তাহলে এটি ইনস্টল হয়ে যাবে।
এরপর boot-repair রান করুন (System-->Administration-->Boot Repair)।
এরকম একটি উইন্ডো আসবে
Recommended repair এ ক্লিক করলে আপনার পিসির হার্ডড্রাইভের যে সকল পার্টিশনে গ্রাব লোডার আছে, সে সকল গ্রাব লোডারে কোন সমস্যা থাকলে তা ঠিক করবে এবং একটি পার্টিশনে গ্রাব ইন্সটল করবে।
গ্রাব রিইন্সটল করা
Advance Options এ ক্লিক করলে এরকম আসবে:
Main Options ট্যাবের Reinstall GRUB চেক বক্সে চেক করুন। একাধিক লিনাক্স ডিস্ট্রো থাকলে কোন ডিস্ট্রোতে গ্রাব ইনস্টল করবেন তা বলার জন্য GRUB Location ট্যাবে গিয়ে Purge and Reinstall the GRUB of: থেকে আপনার ডিস্ট্রো টি নির্বাচন করে দিন। যে ওপারেটিং সিস্টেমটি প্রথমে বুট করতে চান তা OS to Boot by Default এ নির্বাচন করে দিন।
কার্নেলে কোন আলাদা অপশন যোগ করতে হলে GRUB Options ট্যাবে গিয়ে তা নির্বাচন করে দিন।
Apply বাটনে ক্লিক করুন কিছুক্ষণ অপেক্ষা করুন। কাজ হয়ে যাবে।
বি: দ্র: বার বার ডাউনলোড এবং ইন্সটল করার ঝামেলা থেকে মুক্তি পেতে Boot Repair কে ইন্সটল করে লাইভ সিডি বা ডিভিডি বানিয়ে নিয়েও কাজটি করা যাবে।