টপিকঃ উইন্ডোজ ৭ পার্টিশন প্রসঙ্গে ।
নতুন ১ টিবি হার্ডডিস্ক কিনেছি।উইন্ডোজ ৭ এ বুট থেকে আমি পার্টিশন করতে পারছি না ।সবার কাছে সাহায্য চাচ্ছি কিভাবে উইন্ডোজ ৭ বুট থেকে পার্টিশন করবো।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » উইন্ডোজ » উইন্ডোজ ৭ পার্টিশন প্রসঙ্গে ।
নতুন ১ টিবি হার্ডডিস্ক কিনেছি।উইন্ডোজ ৭ এ বুট থেকে আমি পার্টিশন করতে পারছি না ।সবার কাছে সাহায্য চাচ্ছি কিভাবে উইন্ডোজ ৭ বুট থেকে পার্টিশন করবো।
ঠিক বুঝলামনা। উইন্ডোজ ৭ ইনস্টল করার সময় পার্টিশন করতে পারছেন না? হার্ডডিক্স ডিটেক্ট করে? কোন এরর ম্যাসেজ দেয়?
লিনাক্স মিন্ট ব্যাবহার করলে ( আপনার স্ট্যাটাস তো তাই বলে ) জিপার্টেড দিয়া কাম সারেন
। সপ্তম জানালার পার্টিশনিং সিস্টেম টা আমার পছন্দ হয় নাই ।
উইন্ডোজ ৭ ইনস্টল করার সময় পার্টিশন করতে পারছেন না
হ্যা।কোনো এরর ম্যাসেজ দিচ্ছে না।৪টা ড্রাইভ করলাম সবগুলো প্রাইমারী দেখাচ্ছে। ফ্রী স্পেস থাকার পর ৪ টা ড্রাইভ পর আর কোনো ড্রাইভ করতে পারছি না।
৪টার বেশী প্রাইমারী পার্টিশন কখনো করা যায়না। আপনাকে এক্সটেন্ডেট পার্টিশন করতে হবে।
৪টার বেশী প্রাইমারী পার্টিশন কখনো করা যায়না। আপনাকে এক্সটেন্ডেট পার্টিশন করতে হবে।
আমি ১টা প্রাইমারী করতে চাচ্ছি আর বাকি গুলো এক্সটেন্ডেট করতে চাচ্ছি।আনএলোকেটেড অবস্হায় ৯৩১ জিবি আছে।এখন কিভাবে শুরু করতে হবে সেটাই বুঝত পারছি না।
বাকি অংশ পরুটা একটা প্রাইমারী পার্টিশন করেন, তারপর সেই পার্টশন সিলেক্ট করে এক্সটেন্ড এ ক্লিক করুন।
তবে সবচেয়ে ভাল হয় এইসব পরে করলে। আপনি সি ড্রাইভ যতটুকু রাখতে চান তটুটুকু দিয়ে একটা প্রাইমারী পার্টিশন করুন, বাকি জায়গা আন পার্টিশন রেখেদেন। এরপর উইন্ডোজ ইনস্টল হওয়ার পর ডিস্ক ম্যানেজমেন্ট ব্যাবহার করে বাকি যায়গা পার্টিশন করুন।
Windows 7 দিয়ে এক্সটেন্ড পার্টিশন বানানো যায় না। কাজেই বেটার হয়, আপনি লিনাক্স থেকে জিপার্টেড ব্যাবহার করুন কিংবা এক্সপি থেকে পার্টিশন করুন।
এক্ষেত্রে প্রথমে ২/৩টি প্রাইমারী পার্টিশন করুন। এবং একটা এক্সটেন্ডেন্ট পার্টিশন করে তার ভিতরে ইচ্ছেমত সাইজ দিয়ে ড্রাইভ বানান। সেক্ষেত্রে অনেকগুলো ড্রাইভ তৈরী করতে পারবেন।
যেমনঃ
পার্টিশন ১ / সি ড্রাইভ / প্রাইমারী / ১০০ গিগা
পার্টিশন ২ / ডি ড্রাইভ / প্রাইমারী / ১০০ গিগা
পার্টিশন ৩ / /এক্সটেন্ডেন্ট/৮০০ গিগা
ই ড্রাইভ / লজিক্যাল ড্রাইভ / ১০০ গিগা
এফ ড্রাইভ / লজিক্যাল ড্রাইভ / ১০০ গিগা
জি ড্রাইভ / লজিক্যাল ড্রাইভ / ১০০ গিগা
.........................................................(ইচ্ছেমত ড্রাইভ বানিয়ে নিন)
তবে সবচেয়ে ভাল হয় এইসব পরে করলে। আপনি সি ড্রাইভ যতটুকু রাখতে চান তটুটুকু দিয়ে একটা প্রাইমারী পার্টিশন করুন, বাকি জায়গা আন পার্টিশন রেখেদেন। এরপর উইন্ডোজ ইনস্টল হওয়ার পর ডিস্ক ম্যানেজমেন্ট ব্যাবহার করে বাকি যায়গা পার্টিশন করুন।
হুম এভাবেই আপনি করতে পারেন সহজ হবে । আমিও এভাবেই করি ।
তবে সবচেয়ে ভাল হয় এইসব পরে করলে। আপনি সি ড্রাইভ যতটুকু রাখতে চান তটুটুকু দিয়ে একটা প্রাইমারী পার্টিশন করুন, বাকি জায়গা আন পার্টিশন রেখেদেন। এরপর উইন্ডোজ ইনস্টল হওয়ার পর ডিস্ক ম্যানেজমেন্ট ব্যাবহার করে বাকি যায়গা পার্টিশন করুন।
আমি এইটা করি
ইদানিং জিপার্টেড শিখতেছি এবং অলরেডী এটা ইউজ করে সাহস হয় গেছে, জিপার্টেড এর সুবিধা হল এটা লিনাক্স উইন্ডোড সবখানেই কাজ করে
এক্সপি থেকে পার্টিশন করুন।
মেহেদী ভাই ধন্যবাদ, কাজ হয়েছে।আশিফ শাহো, অর্জুন, সদস্য সকলকে ধন্যবাদ এই টপিকের উওর দেওয়ার জন্য ।
প্রথমে আমি এই সমস্যায় পড়েছিলাম। তখন কি করলাম জানেন? সি ড্রাইভ প্রাইমারি, ১০০ মেগার দুইটা ড্রাইভ বানালাম, সেটাও প্রাইমারি। কাজেই বাকি একটা অবশ্যই লজিকাল হবে। এবার ১০০ মেগার ড্রাইভ দুইটা সি এর সাথে মার্জ করে দিলাম
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » উইন্ডোজ » উইন্ডোজ ৭ পার্টিশন প্রসঙ্গে ।
০.০৬৬৭৭৬০৩৭২১৬১৮৭ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৪.৪৮৫৪৫২৫১৮৭৫৪ টি কোয়েরী চলেছে