টপিকঃ ঈদে বিভিন্ন চ্যানেলে যা যা দেখবেন (বাছাইকৃত অনুষ্ঠানসমূহ)
এটা সম্পূর্ণ আমার ব্যাক্তিগত পছন্দের ভিত্তিতে সাজানো নিজস্ব অনুমান নির্ভর একটি প্রচেষ্টা, যা কিছুক্ষণ আগে পত্রিকা ঘেটে ও অন্যান্য মাধ্যমের সহায়তা নিয়ে করেছি শুধু নিজের ও নিজের পরিবারের কথা ভেবেই। হঠাৎ করেই ভাবলাম প্রজন্মে শেয়ার করি, তাই দিলাম।
আমি অনেক টিভি প্রোগ্রামই এখানে বাদ দিয়েছি,তার মানে এই নয় সেগুলো খারাপ। যেগুলো বাদ দিয়েছি,সেসব সম্পর্কে একদমই হয়ত জানি না বা আমার কাছে গুরুত্বহীন । সুতরাং আমারটাকে পুরোপুরি অনুসরণ করলে আপনার পছন্দের বা আপনার দৃষ্টিতে ভাল এমন অনেক অনুষ্ঠানও মিস হয়ে যেতে পারে। সুতরাং এটাকে পুরোপুরি অনুসরণ করতে আমি নিষেধ করব । সময়সূচিতে বা অন্য জায়গায় কোন ভুল থাকলে ধরিয়ে দেয়ার জন্য অনুরোধ করছি।
টপিকটি আপনাকে অনুষ্ঠান বাছাই করে দেখতে কেমন সাহায্য করছে তা জানান, আর আপনি কোন কোন অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা করছেন তাও জানান এই টপিকে।
আমার বাছাই সিস্টেম:
১.নিজে খুব গুরুত্বপুর্ণ ভাবছি যেসব প্রোগ্রাম-- বোল্ড করা থাকবে + আন্ডারলাইন করা
২.নিজে মোটামুটি গুরুত্বপুর্ণ ভাবছি যেসব প্রোগ্রাম--শুধু বোল্ড করা থাকবে
৩.নিজে কম গুরুত্বপুর্ণ ভাবছি যেসব প্রোগ্রাম--স্বাভাবিকভাবে থাকবে।
ঈদের দিন
এনটিভি
১১-৩০ তিন পর্বের ধারাবাহিক নাটক : দেনমোহর (রচনায় মোশাররফ করিম, পরিচালনায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজ; অভিনয়ে মোশাররফ করিম, মিথিলা, হাসান মাসুদ, ম- ম মোর্শেদ, ডা- এজাজ, শামীমা নাজনীন, মিশু সাব্বির, নাফিজা জাহান, সীমানা, সাজু মুনতাসির)।
এটিএন বাংলা
৭-৪৫ নাটক : দেহরক্ষী
৮-৫০ ‘কর্মফলের মর্মকথা’লিখেছেন ও পরিচালনা করেছেন হানিফ সংকেত
চ্যানেল আই
৭-৫০ নাটক নিশিকাব্য রচনা ও পরিচালনায় হুমায়ূন আহমেদ
দেশটিভি
১০-৩০ ছায়াছবি : মনপুরা
৩-০০ টেলিফিল্ম : জোছনাময়ী
৯-৪৫ কে হতে চায় কোটিপতি, সেলিব্রেটি পর্ব, শাকিব খান ও অপু বিশ্বাস
বৈশাখী টিভি
৭-৪৫ খণ্ড নাটক : প্রেমের নাম বেদনা (পর্ব-১)
ঈদের দ্বিতীয় দিন
বিটিভি
৭-০০ লেস ফিতা
১০-৩০ ইত্যাদি
এনটিভি
৯.২০ টিভিসি শো-বিজ্ঞাপন ভুবন (প্রযোজনা স্বীকৃতি প্রসাদ বড়ুয়া, শিল্পী আফজাল হোসেন, অমিতাভ রেজা, মডেল সারিকা, নোবেল, দিঘী, পিদিম)
রাত ১১.৩০ তিন পর্বের ধারাবাহিক নাটক : দেনমোহর-২য় পর্ব
এটিএন বাংলা
৭.৪৫ নাটক ডাইনোসর
৮.৫০ বিশেষ নাটক স্বর্ণকল, রচনা ও পরিচালনা হুমায়ূন আহমেদ
চ্যানেল আই
১০.৩০ চলচ্চিত্র স্লামডগ মিলেয়নিয়ার (বাংলা ভাসায় ডাবিংকৃত প্রথম টেলিভিশন ওয়ার্ল্ড প্রিমিয়ার)
৫.১০ নাটক আমাদের ছোট নদী, রচনা ফারুক হোসেন
৭.৫০ নাটক আই হেইট মাই মাদার
৯.৩৫ নাটক চৌধুরী খালেকুজ্জামানের বিশ্বরেকর্ড, রচনা হুমায়ূন আহমেদ, পরিচালনা মেহের আফরোজ শাওন
আরটিভি
৯-২০ নাটক : অবিকল
একুশে টিভি
৭.৩০ নাটক মানি ব্যাগ
রাত ১১.৫০ নাটক বাজী
বাংলাভিশন
৮-০০ নাটক : জুতার বাক্স
দেশ টিভি
৯.৪৫ কে হতে চায় কোটিপতি, সেলিব্রেটি পর্ব, তিশা ও চঞ্চল চৌধুরী
বৈশাখী টিভি
বিকাল ৩.০০ ঈদের বিশেষ টেলিফিল্ম : গেন্দু চোরা এম নি বিএস
৬.১৫ কমেডি শো : কমেডিবাজ
সন্ধ্যা ৭.৪৫ প্রেমের নাম বেদনা (পর্ব-২)
রাত ৮.৩০ লাভ ব্যাংক
দিগন্ত
৩.০০ টেলিফিল্ম অতিষ্ঠ
ঈদের তৃতীয় দিন
বিটিভি
৭-০০ নাটক হপাই
এনটিভি
রাত ৮-১৫ নাটক : ঐখানে যেও নাকো তুমি
১১-৩০ তিন পর্বের ধারাবাহিক নাটক : দেনমোহর ৩য় পর্ব
চ্যানেল আই
১২-০৫ টেলিফিল্ম উত্তেজিত শ্বশুর আব্বা,
৭-৫০ নাটক : রেলগাড়ি ঝমাঝম, রচনায় হুমায়ূন আহমেদ, পরিচালনায় জুয়েল রানা,
আরটিভি
রাত ১১-৫০ আরটিভি স্টুডিও কনসার্ট মমতাজ, প্রযোজনায় সোহেল রানা, উপস্থাপনায় শমী কায়সার।
একুশে
রাত ৯-৩০ ঈদের বিশেষ অনুষ্ঠান: পাত্র চাই
রাত ১০-০০ ঈদের বিশেষ নাটক : ফোর সাবজেক্ট
রাত ১১-৫০ ঈদের বিশেষ নাটক : লাভ কনটেস্ট
বাংলাভিশন
৮-০০ বিশেষ নাটক : মামা মহব্বত জান
২-১০ মুদ্রাদোষ
বৈশাখী টিভি
বিকাল ৩-০০ টেলিফিল্ম : শোয়া বাবা
দিগন্ত
৯-০০ বিশেষ নাটক মাইন্ড গেম