টপিকঃ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাই
আচ্ছা বিভিন্ন প্রাইভেট ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খুলতে নূন্যতম কত টাকা লাগে? আর কী কী জিনিসপত্র লাগে? আমার বয়স ১৮ হয়েছে, তবে আইডিকার্ড এখনো পাইনি। আমি কী ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারব?
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » অর্থনীতি » বিনিয়োগ » ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাই
আচ্ছা বিভিন্ন প্রাইভেট ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খুলতে নূন্যতম কত টাকা লাগে? আর কী কী জিনিসপত্র লাগে? আমার বয়স ১৮ হয়েছে, তবে আইডিকার্ড এখনো পাইনি। আমি কী ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারব?
ওই মিয়া সারাদিন আমার সাথে চ্যাটাও, বললেই তো হত কি কি লাগবে বলে দিতাম
জন্ম নিবন্ধন আর স্টুডেন্ট আইডি থাকলে আর কিছু লাগবে না, নাটোরে বাশ বাংলা নাই, ব্রাকে খুলতে হবে তবে ব্রাকে কিন্তু বছরে একগাদা চার্জ
বাশবাংলা রক্স পুরা ফ্রি
প্রাইম ব্যাংক ও ভালো। আমার একটা একাউন্ট আছে ওখানে।
ওই মিয়া সারাদিন আমার সাথে চ্যাটাও, বললেই তো হত কি কি লাগবে বলে দিতাম
জন্ম নিবন্ধন আর স্টুডেন্ট আইডি থাকলে আর কিছু লাগবে না, নাটোরে বাশ বাংলা নাই, ব্রাকে খুলতে হবে তবে ব্রাকে কিন্তু বছরে একগাদা চার্জ
বাশবাংলা রক্সপুরা ফ্রি
ধন্যবা্দ। তবে নূন্যতম ওপেনিং মানি কত? জানা দরকার।
আর অট: শুভ জন্মদিন
ডাচে স্টুডেন্ট করা যায়।আপনি ৫০০০ টাকার উপরে রাখলে চার্জ কাটবে।আর একাউন্ট করার সময় ৫০০ টাকা রাখলেই চলবে।১ বছরের জন্য আপনাকে এটিএম কার্ড ফ্রি দিবে।পরে আপনিও জেনারেল ইউজার হয়ে যাবেন।
তবে নূন্যতম ওপেনিং মানি কত? জানা দরকার।
নূন্যতম ৫০০ টাকা হলেই হয়।
আপনি ৫০০০ টাকার উপরে রাখলে চার্জ কাটবে।
আগে একটু হাইসা লই।
আর এদেশে এর উল্টো। ৩ হাজার দেহরাম রাখলে মাসির্ক ব্যাংক চার্জ ২৫ দেহরাম কাটবে না।
mizvibappa লিখেছেন:আপনি ৫০০০ টাকার উপরে রাখলে চার্জ কাটবে।
আগে একটু হাইসা লই।
আর এদেশে এর উল্টো। ৩ হাজার দেহরাম রাখলে মাসির্ক ব্যাংক চার্জ ২৫ দেহরাম কাটবে না।
আমিও হাইসা লই
ব্র্যাক ব্যাংক'ই ভালো ...................... টাকা রাখলে তার উপর ইন্টারেস্ট দেয় । বছরে দুইবার আমার ঠিকানাতে ব্যাংক স্টেটমেন্ট পাঠায় । এটিএম মেশিনে টাকা চেক করার সময় রিসিট নিলে কোন চার্জ নেয় না । ভিসা কার্ড । ফ্রি অনলাইন ইন্টারনেট ব্যাংকিং । সবকিছুর জন্য বছরে ৬৯০/= চার্জ করে । যদিও ব্যাংক একাউন্ট খোলার সময় ২০০০ টাকা লাগছিল যার মধ্যে ৬৯০ টাকা কাইটা রাখে সাথে সাথে , বাকি টাকা তুইলা নিছিলাম
।
আর এইটা ডিবিবিএল এর মত ৫০০ টাকা একাউন্টে জমায়া রাখে না । ব্যালেন্স ০ করা যায় । ডিবিবিএল এর যত ভন্ডামি, ৫০০ টাকা একাউন্টে রাইখা তারপরে বাকিটা তোলা যায় । আগে যদিও ডিবিবিএল ১০০ টাকা উঠাইতে দিত(অনেকের অনেক সুবিধা হইত) , এখন তাও দেয় না (ব্র্যাক কখনই ১০০ টাকা তুলতে দেয় নাই)। আরে ভাই আমার একাউন্টের টাকা আমি যখন খুশি তখন তুলুম যত আছে তত তুলুম তুই মানা করার কেডা ?
ধন্যবা্দ। তবে নূন্যতম ওপেনিং মানি কত? জানা দরকার।
৫০০ টাকা
ডাচে স্টুডেন্ট করা যায়।আপনি ৫০০০ টাকার উপরে রাখলে চার্জ কাটবে।আর একাউন্ট করার সময় ৫০০ টাকা রাখলেই চলবে।১ বছরের জন্য আপনাকে এটিএম কার্ড ফ্রি দিবে।পরে আপনিও জেনারেল ইউজার হয়ে যাবেন।
আমিতো বহু ঘেটেও এহেন ইনফরমেশন পাই নাই, স্টুডেন্ট একাউন্ট আজীবনই ফ্রি, কিন্তু মাসে ৪০০০০ টাকার বেশি উইথড্র করা যাবে না আর ৫০০০০ এর বেশি জমা দেয়া যাবে না। আপনি যেটার কথা বলছেন ওনা নরমাল সেভিং একাউন্ট।
উল্লেখ্য আমি ডাচে বেশ কয়েকদিন খোজ নিয়ে তারপর একাউন্ট করেছি, চার্জ কাটার সম্ভাবনা দেখতেছি না, আর চার্জ কাটলে লিমিট কেন?
কার্ড চার্জের কথা এখনো Excell একাউন্টে শুনি নাই।
ব্র্যাক ব্যাংক'ই ভালো ...................... টাকা রাখলে তার উপর ইন্টারেস্ট দেয় । বছরে দুইবার আমার ঠিকানাতে ব্যাংক স্টেটমেন্ট পাঠায় । এটিএম মেশিনে টাকা চেক করার সময় রিসিট নিলে কোন চার্জ নেয় না । ভিসা কার্ড । ফ্রি অনলাইন ইন্টারনেট ব্যাংকিং । সবকিছুর জন্য বছরে ৬৯০/= চার্জ করে
অবজেকশন!
ইন্টারেস্ট মুসলমানদের না দেয়াই ভাল, কারন এটা সুদের পর্যায়(অফটপিক এর জন্য দুঃখিত)
ডাচ ইন্টারেন্ট দেয়, চাইলে আমার স্টেটমেন্ট দেখাতে পারি
আর স্টেটমেন্ট বাসায় পাঠায় নাকি এটা জানি না তবে ফ্রিতে দেয় প্রতি জুলাই মাসে
৫০০ টাকা একাউন্টে রাইখা তারপরে বাকিটা তোলা যায় ।
একটা ফ্রি একাউন্ট দিতেছে ফ্রি কার্ড দিতেছে আর আপনার এই ৫০০ রাখতে সমস্যা কোথায় আমি বুঝলাম না, আপনার তো প্রতি বছরই শ্রাদ্ধ হয়
আগে যদিও ডিবিবিএল ১০০ টাকা উঠাইতে দিত(অনেকের অনেক সুবিধা হইত) , এখন তাও দেয় না (ব্র্যাক কখনই ১০০ টাকা তুলতে দেয় নাই)
ডাচ এখনো ১০০ টাকা ক্যাশ করতে দেয়, ঢাকায় পাবলিকের চাপ সামলানোর জন্য এটা তুলে দেয়া হইছে, সারাদেশে কিন্তু ঠিকই চালু আছে, উল্লেখ্য আমি ১০০ - ২০০ করেই ক্যাশ করি
আরে ভাই আমার একাউন্টের টাকা আমি যখন খুশি তখন তুলুম যত আছে তত তুলুম তুই মানা করার কেডা ?
মানা কে করল, সেইটাইতো বুঝতেছি তা
mizvibappa লিখেছেন:ডাচে স্টুডেন্ট করা যায়।আপনি ৫০০০ টাকার উপরে রাখলে চার্জ কাটবে।আর একাউন্ট করার সময় ৫০০ টাকা রাখলেই চলবে।১ বছরের জন্য আপনাকে এটিএম কার্ড ফ্রি দিবে।পরে আপনিও জেনারেল ইউজার হয়ে যাবেন।
আমিতো বহু ঘেটেও এহেন ইনফরমেশন পাই নাই, স্টুডেন্ট একাউন্ট আজীবনই ফ্রি, কিন্তু মাসে ৪০০০০ টাকার বেশি উইথড্র করা যাবে না আর ৫০০০০ এর বেশি জমা দেয়া যাবে না। আপনি যেটার কথা বলছেন ওনা নরমাল সেভিং একাউন্ট।
উল্লেখ্য আমি ডাচে বেশ কয়েকদিন খোজ নিয়ে তারপর একাউন্ট করেছি, চার্জ কাটার সম্ভাবনা দেখতেছি না, আর চার্জ কাটলে লিমিট কেন?কার্ড চার্জের কথা এখনো Excell একাউন্টে শুনি নাই।
আমার একাউন্ট ও স্টুডেন্ট কিন্তু সর্বোচ্চ ৪০০০০ টাকা উঠানো যাবে এ তথ্য মনে হয় ঠিক না। আমি তো ২৬ তারিখেই ৪৪০০০ হাজার টাকা তুললাম।
rahat70 লিখেছেন:ব্র্যাক ব্যাংক'ই ভালো ...................... টাকা রাখলে তার উপর ইন্টারেস্ট দেয় । বছরে দুইবার আমার ঠিকানাতে ব্যাংক স্টেটমেন্ট পাঠায় । এটিএম মেশিনে টাকা চেক করার সময় রিসিট নিলে কোন চার্জ নেয় না । ভিসা কার্ড । ফ্রি অনলাইন ইন্টারনেট ব্যাংকিং । সবকিছুর জন্য বছরে ৬৯০/= চার্জ করে
অবজেকশন!
ইন্টারেস্ট মুসলমানদের না দেয়াই ভাল, কারন এটা সুদের পর্যায়(অফটপিক এর জন্য দুঃখিত)
ডাচ ইন্টারেন্ট দেয়, চাইলে আমার স্টেটমেন্ট দেখাতে পারি
আর স্টেটমেন্ট বাসায় পাঠায় নাকি এটা জানি না তবে ফ্রিতে দেয় প্রতি জুলাই মাসে
স্টেটমেন্ট ফ্রি? আমার থেকে ১১৫ টাকা কাটে কেন?
স্টেটমেন্ট ফ্রি? আমার থেকে ১১৫ টাকা কাটে কেন?
জুলাই মাসে তুইলেন কোনটাকা নিবে না, আমি নিজে তুলে মানিবুকার ভেরিফাই করলাম
জুলাই বাদে অন্যমাসে চার্জ নিবে
আমি তো ২৬ তারিখেই ৪৪০০০ হাজার টাকা তুললাম।
একদিনে তুলছেন? আমি তো একদিনে ৪০ এর বেশি তুলতে পারি নাই আর মাসের লিমিটের কথাটা তো ব্যাংক থেকেই জানাইছে
বেশি কাহীনি করছে বাংকের অফিসারদের খবর আছে, এমনেতেই মানিবুকার ভেরিফাই এর ইনফো দিতে পারে নাই জন্য ঝাড়ি দিছি
ডাচে অ্যাকাউন্ট ছিল। ওদের ভাব দেখে বাদ দিছি। তাছাড়া, ডলারের রেট কম দেয়, টাকা আসতে সময় লাগে। স্টেটমেন্টে ডিটেইলস থাকে না। বুথে টাকা থাকে না। নেক্সাস ক্লাসিক দিয়ে অন্য ব্যাংকের বুথ আর পজ টার্মিনালে শপিং করা যায় না। নিজের অ্যাকাউন্টের চেক নিজে অন্য ব্র্যান্ঞ্চে জমা দিলে "অনলাইন চার্জ" কাটে। অন্য ব্র্যান্ঞ্চে টাকা জমা দিতে গেলে চার্জ নেয়, তুলতে গেলে চার্জ নেয়। ইন্টারনেট ব্যাংকিয়ের ২০০ টাকা চার্জ। এইটা কেমন অনলাইন ব্যাংকিং
ব্র্যাক রকস
। ৬৯০ টাকায় রাজকীয় সেবা। ডাচ সহ দেশের সব বুথ, পজ টার্মিনালে অ্যাক্সেস। ঝকঝকে বুথ। ডলারের রেট ভাল, সর্বোচ্চ ৩ দিনে মানিবুকারস থেকে টাকা আসে। ১ লাখ টাকা পর্যন্ত যেকোন ব্র্যান্ঞ্চে জমা-তোলা দুটোই ফ্রী। ফ্রী ইন্টারনেট ব্যাংকিং। ঘরে বসে বছরে ২ টা ডিটেইলড স্টেটমেন্ট। আমি এক অ্যাকাউন্টেই ডিপিএস, ফিক্সড ডিপোজিট আর কারেন্ট অ্যাকাউন্ট চালাই, আলাদা কোন চার্জ লাগে না।
মোট কথা, আপনি যদি সত্যিকারে ব্যাংকিং চান তাহলে ব্র্যাক ইজ দ্য বেস্ট। আর যদি নিজের ব্র্যান্ঞ্চে নিজে টাকা জমা দিয়ে নিজেই বুথ থেকে তুলতে চান তাহলে ডাচই ভাল ।
আর যদি নিজের ব্র্যান্ঞ্চে নিজে টাকা জমা দিয়ে নিজেই বুথ থেকে তুলতে চান তাহলে ডাচই ভাল
।
একদম হাচা কথা। বুথ এ টাকা থাকে না। যা থাকে ছেড়াকোড়া।
আমি ইসলামী ব্যাংকে ও ডাচ-বাংলা ব্যাংকে লেনদেন করি, তবে এ দুটোর মাঝে ইসলামী ব্যাংককে আমার সহজ ম্যাধম বলে মনে হয়েছে:
সুবিধা সমূহ:
১. ইচ্ছামত টাকা তোলা বা জমা দেওয়া যায়। (যখন যে পরিমাণ দরকার)
২. যে কোনও ব্রাঞ্জ থেকে তোলা ও জমা দেওয়া যায়।(ফ্রি-নিজের একাউন্টে)
৩. যখন দরকার "স্টেটমেন্ট" চাহিবা মাত্র পাবেন।
৪. মানিবুকার্স থেকে টাকা আসতে মাত্র ৩ দিন লাগে। (ফিক্সড)
৫. কার্ড ব্যবহার করলে ৩৪৫ টাকায় সারা বছর। (অতিরিক্ত চার্জ ছাড়া)
৬. ত্রৈমাসিক লেনদেন ২৫০০০ টাকা বা তার কম হলে কোন সার্ভিস চার্জ নাই। এর বেশী হলে মাত্র ৫০ টাকা।
৭. প্রতি ছয় মাস অন্তর মুনাফা পাবেন।(একাউন্টে থাকা টাকার বিপরীতে)
৮. ইন্টারনেট ব্যাংকিং ও এস.এম.এস ব্যাংকিং বিলকুল ফ্রি।
অসুবিধা সমূহ:
১. ডলারের রেট তুলনামুলক একটু কম।
২. সব জায়গায় বুথ নাই।
ওই মিয়া সারাদিন আমার সাথে চ্যাটাও, বললেই তো হত কি কি লাগবে বলে দিতাম
জন্ম নিবন্ধন আর স্টুডেন্ট আইডি থাকলে আর কিছু লাগবে না, নাটোরে বাশ বাংলা নাই, ব্রাকে খুলতে হবে তবে ব্রাকে কিন্তু বছরে একগাদা চার্জ
বাশবাংলা রক্সপুরা ফ্রি
ভাই ব্যাক ব্যাংকে আমার একটা একাউন্টে এক বছরে 3886 টাকা চার্জ এসেছে
<offtopic />পেয়োনীয়ার মাস্টারকার্ড দিয়ে ক্যাশ উইথড্র করা যাবে কোন ব্যাংকের এটিএম থেকে?
আমি ইবিএল এবং ব্র্যাক এটিএম ট্রাই করেছিলাম। ইবিএল তো কার্ড ঢোকানোর সাথে সাথে এরর দেখায়। ব্র্যাকর মেশিন কার্ড এ্যাক্সেপ্ট করে ঠিকই, তবে পিন কোডে এসে আটকে যাচ্ছি। আমার মাস্টারকার্ডের পিন কোড ৩ ডিজিটের, কিন্তু দেশী ব্যাংকগুলোর পিন কোড ৪ ডিজিটের। সাধারণতঃ ৪ ডিজিটের সঠিক কোড টাইপ করলেই অটোমেটিক এ্যাক্সেপ্ট করে ফেলে। কিন্তু মাস্টারকার্ডটাতে এরকম হচ্ছে না - ৩ ডিজিট টাইপ করার পর ইনপুটের জন্য মেশিন বসে থাকছে। আবার পিন কোড টাইপ করে অনেকবার ম্যানুয়ালী "এন্টার" বাটনটা চাপলাম - কিছুই হয় না
এটিএম ছাড়া ইন্টারন্যাশনাল কার্ড ব্যবহার করে ক্যাশ আউট করার আর কোনো পন্থা আছে কি?
<offtopic />পেয়োনীয়ার মাস্টারকার্ড দিয়ে ক্যাশ উইথড্র করা যাবে কোন ব্যাংকের এটিএম থেকে?
আমি ইবিএল এবং ব্র্যাক এটিএম ট্রাই করেছিলাম। ইবিএল তো কার্ড ঢোকানোর সাথে সাথে এরর দেখায়। ব্র্যাকর মেশিন কার্ড এ্যাক্সেপ্ট করে ঠিকই, তবে পিন কোডে এসে আটকে যাচ্ছি। আমার মাস্টারকার্ডের পিন কোড ৩ ডিজিটের, কিন্তু দেশী ব্যাংকগুলোর পিন কোড ৪ ডিজিটের। সাধারণতঃ ৪ ডিজিটের সঠিক কোড টাইপ করলেই অটোমেটিক এ্যাক্সেপ্ট করে ফেলে। কিন্তু মাস্টারকার্ডটাতে এরকম হচ্ছে না - ৩ ডিজিট টাইপ করার পর ইনপুটের জন্য মেশিন বসে থাকছে। আবার পিন কোড টাইপ করে অনেকবার ম্যানুয়ালী "এন্টার" বাটনটা চাপলাম - কিছুই হয় না
এটিএম ছাড়া ইন্টারন্যাশনাল কার্ড ব্যবহার করে ক্যাশ আউট করার আর কোনো পন্থা আছে কি?
<reply_to_offtopic>DBBL, Standard Chartered Bank</reply_to_offtopic>
<offtopic content="আপনার <offtopic /> ট্যাগের ফরম্যাট ঠিক নাই " />
পেয়োনীয়ার মাস্টারকার্ড দিয়ে ক্যাশ উইথড্র করা যাবে কোন ব্যাংকের এটিএম থেকে?
মাস্টারকার্ড লোগোসহ যে কোন এটিএম থেকে উইথড্র করা যাবার কথা। আমি প্রাইম ব্যাঙ্ক, সিটি ব্যাংক আর ডিবিবিএল এর এটিএম থেকে উইথড্র করেছি। তবে আমার পিন চার ডিজিটের, তিন ডিজিটের পিন দিয়ে কখনো চেষ্টা করি নি।
এটিএম ছাড়া ইন্টারন্যাশনাল কার্ড ব্যবহার করে ক্যাশ আউট করার আর কোনো পন্থা আছে কি?
এটিএম ছাড়া আমি স্ক্রিল এর মাধ্যমে পেওনার এর ফান্ড উইথড্র করেছি। স্ক্রিল এ কার্ড এড করে ফান্ড ডিপোজিট করা যায়।
এটিএম ছাড়া আমি স্ক্রিল এর মাধ্যমে পেওনার এর ফান্ড উইথড্র করেছি। স্ক্রিল এ কার্ড এড করে ফান্ড ডিপোজিট করা যায়।
হুম.. পেওনিয়ার কার্ড > স্ক্রীল > আপনার ব্যাংক (যেমন: ব্র্যাক ব্যাংক)। তবে, ২-৩ ধাপে কিছু চার্জ কাটা যাবে।
আমার কাছে ইস্টার্ন ব্যাংক কে বেস্ট মনে হয়। প্রতি লাখে ৩ মাস অন্তর অন্তর ২৫০০ টাকা ইন্টারেস্ট দেয় ।
প্রজন্ম ফোরাম » অর্থনীতি » বিনিয়োগ » ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাই
০.০৯১০০৪৮৪৮৪৮০২২৫ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৮.৬৮১৯২১৭০৮৫৫৮ টি কোয়েরী চলেছে