টপিকঃ মিউজিক ভিডিও না চালালে ও কিছুই খেতে চায়না।
ইফ্তার করে ফিরছিলাম কলিগ্দের সাথে। হঠাৎ একজন কলিগের মেয়ে নিয়ে কথা উঠলো। জানেনিতো, আমি শিশু বাচ্চাদের লালন পালন বিষয়ে একটু আগ্রহী আর কে কিভাবে লালন পালন করছে সেই বিষয়গুলিও জানার চেষ্টা করি ও পরামর্শ দিয়ে থাকি প্রয়োজনে। তো, জানতে চাইছিলাম ওনার মেয়ের ডেভেলপমেন্ট নিয়ে। তো কথা প্রসংগে কলিগ্ (বাচ্চার বাবা) জানালেন যে, তার মেয়েকে সহজে ভালো মতো খাওয়ানো যায়না যদি না টিভিতে কিছু চালিয়ে না দেয়া হয়। এমনকি উনি মাঝে মাঝে ল্যাপটপেও মিউজিক ভিডিও চালিয়ে দিয়ে বাচ্চাকে খাওয়ায় থাকেন। আমি জানি এই বদঅভ্যেসটা আমরা হাজার হাজার মা বাবারা তাদের শিশুদের ভেতরে রপ্ত করিয়ে দিয়েছি আর পরে মা-বাবারাই অভিযোগ করি নিজ সন্তান সম্পর্কে, “টিভি না চালিয়ে দিলে ও কিছুই খেতে চায়না।”। তো সমস্যাটা কোথায়, তাই না? আমি খুব অবাক হয়েছি (কষ্টও পেয়েছি চরমে চরম) যখন বাবাটি অনেকটা এমন কথা বললেন, “আমার মেয়েকে খাওয়ানো সবচেয়ে সহজ হয় যখন মুন্নি বদনাম হুয়ি আর শিলাকি জাওয়ানি গান চালিয়ে দেয়া হয়।”
বোদ্ধা পাঠকদের হয়তো আর পড়ার দরকার নেই। আমি আর কি বলবো বা বলে থাকতে পারি তা আপনি সহজেই বুঝে গেছেন। তো, ঐ কথাটা শোনার সাথে সাথে আমি চরম হতাশা প্রকাশ করে তাকে কিছু কথা বলি, পরামর্শ দেই। উনি বললেন, “অন্য কিছু চালায় দিলে এতো সহজে খায়না। কিন্তু এই মিউজিক ভিডিও দুটি খুবি পছন্দ করে আমার মেয়ে।”
আমারতো বিশ্বাস হয়না যে, এই পৃথিবীতে এমন কোন বাচ্চা আছে কি, যে বলে রেখেছে, আইটেম সং না দেখালে সহজে খাবেনা? উফ্ আমি চরম কষ্ট পেয়েছি! তো যখন ওনাকে বোঝাচ্ছিলাম ওগুলি না দেখাবার জন্য, একটা পর্যায়ে আরেক কলিগ্ বললেন অনেকটা এই রকম, “শিবলী ভাই, তাও ভালো ওনার বাচ্চা এখন ছোট। এখন দেখলেও সমস্যা হবেনা।...” যে পাঠকগন এখনো পড়ছেন, আপনাদেরকে বিশেষভাবে বলছি যে, এই ধরনের বিশাল ভুলে ডুবে থাকবেন না। শিশুরা ছোট, বয়স মাত্র ২-৩ বা ৪ বছর, কিংবা হয়তো অল্প অল্প কথা ফুটেছে মাত্র, এখন ঐ সব দেখলে সমস্যা নেই বলে দেখাতেই থাকবেন এই ধরনের চিন্তাও করবেন না প্লীজ্ প্লীজ্ প্লীজ্। ওরা কিন্তু সব বোঝে, সব। ওরা কিন্তু এই জিরো বয়স থেকেই শিখছে। আপনি যা শেখান তাতো শেখেই, আর যাও বা না শেখান বলে আপনি মনে করছেন, আসলে সে সেগুলিও শেখে। কিন্তু কেমন করে সেগুলিও শেখে সেটাই হয়তো আমরা অনেকে বুঝিনা।
কার কাছে যেন শুনলাম, তার মেয়ে সবে স্কুলে ভর্তি হয়েছে। তো, টিচার জিজ্ঞেস করেছে, তোমার নাম কি? উত্তরে মেয়েটি বলেছিলো মাই নেম্ ইজ্ শিলা।
আজ হাতে সময় একদম কম বিধায় সমাধান নিয়ে লিখলাম না। তবে সমাধানের কিছুটা ড্রাফ্ট করা আছে। শিগ্রই প্রকাশ করবো। শিশুদের নিয়ে আমার আর সকল লেখাগুলি পেতে http://wp.me/P1aEoY-7w ভিজিট করুন। আর আপনার শিশু বিষয়ে কোন প্রশ্ন থাকলে এখানে ক্লিক্ করে http://wp.me/P1aEoY-bc প্রশ্ন করতে পারেন। আর মাত্র কয়েকদিন পরেই ঈদ। ঈদে শিশুকে কোন ধরনের প্রশ্ন করবেন না, সেটা জানা আছেতো? না জানা থাকলে এই লিংটি পড়ুন http://wp.me/p1aEoY-15