টপিকঃ সর্দিজনিত স্বাস্থ্য সমস্যা
আমার জন্ম আবুধাবিতে। আমার বয়স যখন ১, তখন আমাকে দেশে নিয়ে আসা হয় (এরপর আর কখনো দেশের বাইরে যাওয়া হয়নি
)। তো আসার পর থেকেই আমি ঠান্ডাজনিত সমস্যায় পড়ি। সর্দি লেগেই থাকতো সবসময়। হয়তো আবহাওয়ার সাথে খাপ খাওয়ানোর কোন ব্যাপার আছে এখানে। ডাক্তার দেখানো হয়, ডঃ এম, আর খান কে (অনেকেই হয়তো চিনে থাকবেন)। তো তাঁর পরামর্শেই না অন্য কোন যেন ডাক্তারের প্রেস্ক্রিপশন অনুযায়ী আমার ট্রিটমেন্ট চলতে থাকে। শুরু হয় আমার প্রতি রাতে ঘুমানোর আগে ওষুধ খাওয়া। ওষুধ টা হলো বেক্সিমকো ফার্মার Tofen।
ঠান্ডা আর সর্দি থেকে দূরে থাকার জন্য ওষুধটা দেয়া হয়েছিলো। প্রথম প্রথম যখন ট্যাবলেট গিলতে পারতাম না, তখন থেকে পানি তে গুলিয়ে হলেও খেতে হতো। আমার সেই টোফেন খাওয়া এখনো চলছে। এখন এমন অবস্থা যে একটা রাতে টোফেন না খেলে আমার সর্দিতে অবস্থা এত খারাপ হয়ে যায় যে রীতিমত কাহিল হয়ে পড়ি। টানা দুইদিন এই অবস্থা থাকে। নিয়মিত টোফেন খেলে আবার সর্দি চলে যায়। টোফেন ছাড়ার জন্য টানা এক সপ্তাহ ওষুধ টা খাওয়া বন্ধ রেখেছিলাম। কিন্তু কোন লাভ হয়নি। সর্দি লেগেই ছিলো। থাকতে না পেরে আবার টোফেন খাওয়া শুরু করলাম।
এখনো খেয়েই যাচ্ছি।
এখন আমার প্রশ্ন হলো, আমি কি টোফেন খেয়ে এটার প্রতি এডিক্টেড হয়ে পড়েছি?
যদি তাই-ই হয়, তাহলে তা ছাড়ার উপায় কী?
উল্লেখ্য, আমার এলার্জি এবং এজমার সমস্যা রয়েছে। এলার্জির কারণে আমার চোখ চুলকানো বাদে আর কোন সমস্যা হয় না, আর এজমা আছে তবে ইনহেলার নেয়ার মত না।