Re: সর্দিজনিত স্বাস্থ্য সমস্যা
নাকিব ভাই কই
৪ ২৭-০৮-২০১১ ১৯:২৬ সর্বশেষ সম্পাদনা করেছেন অলোক (২৯-০৮-২০১১ ০৬:১১)
Re: সর্দিজনিত স্বাস্থ্য সমস্যা
৫ ২৭-০৮-২০১১ ২০:৪৩ সর্বশেষ সম্পাদনা করেছেন নাকিব (২৭-০৮-২০১১ ২০:৪৪)
Re: সর্দিজনিত স্বাস্থ্য সমস্যা
সমস্যাটা আমার কাছে Allergic Rhinitis মনে হচ্ছে , এটা যত না সর্দির সমস্যা, তারচে বেশি শরীরের ইমিউনিটি সিস্টেমের ওভার সেন্সিটিভিটির সমস্যা।
একজন নাক কান গলার ডাক্তার কে দেখিয়ে নিতে পারলে ভাল।
এইসব ক্ষেত্রে সাধারনত নাকে স্টেরয়েড স্প্রে নিলে এবং ভাল এন্টি হিস্টামিন খেলে এগুলো মোটামুটি কন্ট্রোলে থাকে, কিন্তু যেহেতু ইমিউনিটির সমস্যা , তাই এই সমস্যা সারাজীবন থাকবার সম্ভাবনাই বেশি
টোফেন এর বদলে একটা নতুন ওষুধ বলি, উপকার হবে বলে মনে হয়। Tab Ebatin 10 mg, দিনে একটা।
উপকার হয় কিনা জানিও।
Re: সর্দিজনিত স্বাস্থ্য সমস্যা
অনেক ধন্যবাদ নাকিব ভাই। অনেকদিন ধরে ভুগছি। ঈদের পরেই একটা এস্পার-ওস্পার করবো।
আপডেট জানাবো। কিন্তু ওষুধটা কয়দিন চলবে তা জানালে ভালো হত। আর একটানা ওষুধ চাচ্ছিনা।
Re: সর্দিজনিত স্বাস্থ্য সমস্যা
টানা খেতে হবেনা, আশা করি, কিন্তু এইটা বা অন্য কোন এন্টি হিস্টামিন মাঝে মধ্যেই খেতে হবে, সারাজীবনই। যে সব বিষয়ে এলার্জি, সেগুলো এভয়েড করা গেলে সিম্পটম ও কম কম দেখা দিবে।
Re: সর্দিজনিত স্বাস্থ্য সমস্যা
হুম আমারো সমস্যা আছে। কোনো ডাক্তার দেখাইনাই। এখন তো মুখও চুলকায়
Re: সর্দিজনিত স্বাস্থ্য সমস্যা
Re: সর্দিজনিত স্বাস্থ্য সমস্যা
এই স্টেরয়েড তো আপনি সরাসরি রক্তে নিচ্ছেন না। লোকালী স্প্রে করছেন শুধু। এবং এটা টানা ব্যবহারের জন্যও নয়।
Re: সর্দিজনিত স্বাস্থ্য সমস্যা
আমাকে একবার কি জানি একটা নাজাল স্প্রে দেয়া হয়েছিলো, নাম মনে পড়ছেনা। কিন্তু ওটা দেয়া হয়েছিলো আমার নাক বন্ধ হয়ে যেত, তার জন্য। ভালো কাজে দিয়েছিলো।
টোফেন এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি? যদিও আমি টের পাইনা এমন কিছু।
Re: সর্দিজনিত স্বাস্থ্য সমস্যা
ঘুম ঘুম ভাব, মাথা ধরা এইসব ছোট খাট কিছু পার্শ প্রতিক্রিয়া আছে, এবং এডিকশনের কোন সুযোগ নেই।
১৪ ২৯-০৮-২০১১ ০৬:১৯ সর্বশেষ সম্পাদনা করেছেন অলোক (২৯-০৮-২০১১ ০৬:১৯)
Re: সর্দিজনিত স্বাস্থ্য সমস্যা
হ্যালো ডক্টর-নাকিব, অামি নিতাম Allegra 120,এখনো জরুরী হলে নিই, এর সাইডএফেক্ট সম্পর্কে যদি কিছু বলেন তা ভালো হয়।
Re: সর্দিজনিত স্বাস্থ্য সমস্যা
আপনার ওষুধ টা ফেক্সোফনাডিন গ্রুপের। এটাও এন্টি হিস্টামিন, তবে এলার্জিক রাইনাইটিস এ খুব একটা কাজের নয়। তেমন কোন সাইড ইফেক্ট নেই।
Re: সর্দিজনিত স্বাস্থ্য সমস্যা
এই সর্দিজনিত সমস্যা্আমার পরিবারেও শুধমাত্র আমার নেই
আমার মনে হয় এটা বংশগতও হয়ে থাকে ।
আমার ছোট ছেলে কয়দিন যাবত হাচতে হাচতে শেষ
নাক লাল হয়ে যায় ........তার এ অবস্থা দেখে খুবই খারাপ লাগে । হিষ্টাল সিরাপ খাওয়াচ্ছি
সারছে না
এদিকে আমার বরের ও একই অবস্থা
Re: সর্দিজনিত স্বাস্থ্য সমস্যা
ভাই আপনাকে একটা টেবলেটের কথা বলি উপকার হলে জানাবেন কিন্ত ,কারন আমার সাইনোসাইটিসের সমস্যা আছে নিউসিলর টেবলেট এক পাতা ৩০টাকা নিবে ।
Re: সর্দিজনিত স্বাস্থ্য সমস্যা
আমার ও তো একই সমস্যা
আমি ১দিন এলসেট না খেলে পরেরদিন সর্দি লেগে যায়।
নাকিব ভাই এলসেট এর সাইডএফেক্ট সম্পর্কে যদি কিছু বলেন তাহলে ভালো হয়।
Re: সর্দিজনিত স্বাস্থ্য সমস্যা
ভাই আমার চরম সর্দির সমস্যা। নাকের ভেতরে চুলকায়। হাচি দিলে মুখ চুলকায়। গলা চুলকায়। দুবার মুখের ভেতরে ঘা হয়ে গিয়েছিল। একবার গলায় ঘা হইসিল। মাঝে মাঝে চোখ চুলকায়।