টপিকঃ ১৬ ঘরের জাদুবর্গ তৈরির কৌশল
এর আগে আমরা দেখেছিলাম কি করে ৩X৩ = ৯ ঘরের জাদুবর্গ বা ম্যাজিক স্কয়ার তৈরি করতে হয়। আজ আমরা এখানে দেখব ৪X৪ = ১৬ ঘরের জাদুবর্গ বা ম্যাজিক স্কয়ার তৈরি কৌশল। মূলত এই ১৬ ঘরের জাদুবর্গটি তৈরি করা খুবই সহজ, সামান্য কয়েকটা ধাপেই এটি তৈরি করা যায়। এই জাদুবর্গে ঘরের সংখ্যা ১৬টি তাই এখানে সংখ্যাও লাগবে ১ থেকে ১৬ পর্যন্ত ১৬টি সংখ্যা। জাদুবর্গটি তৈরি হয়ে গেলে আমরা দেখতে পাব এর যেকোনো কলাম, সারি বা কোনের ৪টি সংখ্যার যোগ ফল হবে ৩৪।
তাহরে আসুন ৫ ধাপে ৫টি ছবি দেখে শিখে ফেলি কি করে ১৬ ঘরের জাদুবর্গ বা ম্যাজিক স্কয়ার তৈরি করতে হয়।
এক নজরে পুরটা...