হায় PHP! 
নিচে একটা বহুল বিক্রিত ওয়ার্ডপ্রেস প্লাগইনের কোডের স্কৃণশটঃ
মেথডটা কলাপ্স করেছি। লাইন নাম্বারগুলো দ্রষ্টব্য...

~১৭০০ লাইনের ফাংশন...
(অরিজিনাল লাইন কাউণ্ট আরো বেশি ছিলো, আমি স্টাডীর সুবিধার্থে কোড রিফরম্যাট করে নিয়েছিলাম, আমার কোড স্টাইলের কারণে লাইন কিছু কমেছে সম্ভবতঃ)
এমনিতে মেথডটা খুবই সিম্পল হবার কথা ছিলো। কিছু কনফিগারেশন সেটিংস রীড করে সে অনুযায়ী গুগল ম্যাপ জিওলোকেশন + মার্কার ও ওভারলে ডিসপ্লে করবে। ফাংশনের শুরুতেই বড় সাইযের ইনপুট এ্যারে-টাকে export() করে অজস্র লোকাল ভ্যারিয়েবল কৃয়েট করেছে এক ধাক্কায় - প্রতিটা ভ্যারিয়েবল আইডিই-তে লাল দাগে এরর দেখাচ্ছে। আর কয়েক লাইন পিএইচপির পরপরই অজস্র জাভাস্কৃপ্ট, হেইচটিএমেল মার্কাপ...

ডেভেলপমেণ্ট মেথডলজীর মায়রে বাপ! এই এক ব্যাটাই দুনিয়ার সমস্ত কম্প্যু সাইন্টিস্টের লাইন ধরে ইয়ে করে দিয়েছে... প্রায় পৌনে শতাব্দী ধরে সফটওয়্যার এঞ্জিনিয়ারিংয়ের অগ্রগতির পরে ২০১৭ সালে স্যাডোম্যাসোকিস্টিক পিএইচপি জগৎের এই নমুনা - দেখলে মনে হয় যেন প্রস্তর যুগে পাথর ঘষে প্রাগৈতিহাসিক আগুন জ্বালানোর সভ্যতায় আছি...
এ্যামাযন SES ভিত্তিক বাল্ক ইমেল মার্কেটিংয়ের একটা ব্যাপক জনপ্রিয় এ্যাপ আছে। ওটার কোড দেখলে মুখে বমি না, বরং ডায়রিয়া চলে আসে...
পোস্ট-সিম্ফনী, ল্যারাভেল, কম্পোযার, পিএসআর ইত্যাদি গালভরা নামের ফ্রেমওয়ার্ক/টুলসের যুগেও এমন মেজাজ টং-করা কোড... "PHP ডেভেলপার"রা কি চিরকাল "PHP ডেভেলপার"ই রয়ে যাবে? সুস্থ হবে না?
অবশ্য, শুধু পিএইচপিকে আলাদা দোষারোপ করাও ঠিক নয়। রেইলস জাতীয় স্বৈরতান্ত্রিক ফ্রেমওয়ার্কে হাতপা আষ্টেপৃষ্টে বেঁধে মাথায় পিস্তল, গলায় রামদা ঠেকিয়ে রাখে - বেশি ফৃডম দেয়া হয় না, তাই গড়পড়তা রেইলস প্রযেক্টগুলো মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ফলো করে। নইলে এ্যাভারেজ রেইলস ডেভেলপার হয়তো পিএইচপি প্রোগ্রামার থেকে খুব বেশি স্কিলড বলে মনে হয় না। পিএইচপি-র মতো "যেমন খুশি তেমন সাজো" গণতান্ত্রিক সুবিধা থাকলে রেইলস বা য্যাঙ্গোতেও হয়তো এমন চীজ পাওয়া যেতো। গিঠাবে প্রচুর আধ-ফিনিশড পার্সোনাল রেইল্স, য্যাঙ্গো প্রযেক্ট পাওয়া যায়, দু'চারটে কন্ট্রোলার/মডেল ক্লাস ঘাঁটলেই ওদের স্কিল লেভেল সম্পর্কে আঁচ করা যায়...
Calm... like a bomb.