Re: প্রোগ্রামারদের আড্ডা!
নাসিম ভাই যেটা বলল, র্যাপারের কাজ র্যাপিং করা, আসলে ব্যাপারটা তাই।
কিন্তু র্যাপার আর লাইব্রেরির মাঝে পার্থক্য আছে। সাধারণত একটা লাইব্রেরীকে র্যাপিং করে অন্য কোন লাইব্রেরি বা ল্যাংগুয়েজের উপযোগী করে তৈরী করা হয়। এটা অনেকটা ব্রিজের মত কাজ করে। ইন্টারনালি মেইন লাইব্রেরীকে কল করে। এটাকে অনেক সময় বাইন্ডিংও বলে।
libcurl একটা লাইব্রেরী। পিএইচপিতে curl এর যে লাইব্রেরীটা আছে সেটা একটা র্যাপার। সেটা C এর libcurl এর র্যাপার। শুধু libcurl এর বিভিন্ন ল্যাঙ্গুয়েজের জন্য প্রায় ৪০ টা র্যাপার আছে। মেইন লাইব্রেরী কিন্তু একটাই। নিচে libcurl এর কিছু র্যাপারের নাম দিলাম।
C++ > curlpp
java > curl-java
PHP > PHP/CURL
Perl > WWW::Curl
Python > pycurl
C তে libgetopt বলে একটা লাইব্রেরী আছে। এটার C++ র্যাপারের নাম হল libgetopt++।
GTK+ লাইব্রেরীর কিছু বাইন্ডিং এর নাম হল Gtk#, gtkmm।
সাধারণতঃ লাইব্রেরীগুলো লেখা হয় C তে। অন্যান্য ল্যাঙ্গুয়েজে তা পরে পোর্ট করা হয়। এবং নতুন করে তার জন্য র্যাপার বা বাইন্ডিংস লেখা হয়।
৪৪ ২৭-০৮-২০১১ ০৫:৩৫ সর্বশেষ সম্পাদনা করেছেন concept (২৭-০৮-২০১১ ০৫:৪৩)
Re: প্রোগ্রামারদের আড্ডা!
তাই আমার মনে হয়,খারাপ অবস্থায় থাকলেও, আমাদের কারোরই হতাশ হওয়া উচিত না।

Re: প্রোগ্রামারদের আড্ডা!
C অল্প অল্প পারি । java পারি আরও কম ।
PHP শিখতে চাইলে কি কোথাও কোর্স করতে হবে? নাকি ঘরে বসে নিজেই শিখতে পারব? কোন সাজেশান দিবেন কেউ???
৪৮ ২৯-০৮-২০১১ ০১:৫৯ সর্বশেষ সম্পাদনা করেছেন apurba420 (২৯-০৮-২০১১ ০২:২৪)
Re: প্রোগ্রামারদের আড্ডা!
৪৯ ২৯-০৮-২০১১ ০৯:৩৪ সর্বশেষ সম্পাদনা করেছেন প্রাতিভাসিক (২৯-০৮-২০১১ ০৯:৪০)
Re: প্রোগ্রামারদের আড্ডা!
আমি বাংলাকে ভালোবাসি
Re: প্রোগ্রামারদের আড্ডা!
অনেকদিন পর প্রোগ্রামিং বিভাগে এমন একটা টপিক পড়ে খুবই ভালো লাগলো। সব পোষ্টই ওস্তাদের লেখা। সালাম। RSS Feed পেছনে রেখে sign in করলাম।
ইউনিভার্সিটি থেকে আমাকে একটা অনলাইন লাইব্রেরী ম্যানেজমেন্টের একটা প্রজেক্ট দেওয়া হয়েছে। আমি যতটুকু HTML, PHP, MySQL, JavaScript জানি সেগুলোর উন্নতির জন্য প্রজেক্টটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। প্রতিদিনই এই বিষয়গুলোর উপর কিছু না কিছু পড়াশুনা করছি। আজ হঠাৎ একটা ফোরামে একজায়গায় দেখলাম একজন লিখেছে শুধু কোডিং এর উপর নির্ভর করে ওয়েব ডেভেলপমেন্ট করা সম্ভব না। সিএমএস (CMS) অবশ্যই ব্যবহার করতে হবে। এব্যাপারে আপনাদের পরামর্শ চাচ্ছি।
Re: প্রোগ্রামারদের আড্ডা!
আচ্ছা, ভিবি.নেটে লেখা কোন প্রোগ্রাম কি দ্যা এমআইটি লাইসেন্সের আওয়ার প্রকাশ করা যাবে?
Re: প্রোগ্রামারদের আড্ডা!
৫৭ ০৫-০৯-২০১১ ০০:২৮ সর্বশেষ সম্পাদনা করেছেন apurba420 (০৫-০৯-২০১১ ১৮:০১)
Re: প্রোগ্রামারদের আড্ডা!
Re: প্রোগ্রামারদের আড্ডা!
এ্যাপলের একটি সফটওয়্যার আছে টাইম মেশিন নামে। এখন আমি যদি কোন সফটওয়্যারের নাম টাইম মেশিন দেই সেক্ষেত্রে কোন সমস্যা হতে পারে কি?