Re: স্টীভ জবস আর নেই...
তবে মানুষ একটা। এত আত্মবিশ্বাসওয়ালা মানুষ আর মনে হয় দ্বিতীয়টা নাই।
শুধু আত্মবিশ্বাস না। পার্সোনালিটি, বুদ্ধিমত্তা, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত...এরকম ইনোভেটিভ মানুষ খুব একটা দেখা যায় না।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » সংবাদ বিশ্লেষন » স্টীভ জবস আর নেই...
তবে মানুষ একটা। এত আত্মবিশ্বাসওয়ালা মানুষ আর মনে হয় দ্বিতীয়টা নাই।
শুধু আত্মবিশ্বাস না। পার্সোনালিটি, বুদ্ধিমত্তা, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত...এরকম ইনোভেটিভ মানুষ খুব একটা দেখা যায় না।
তবে মানুষ একটা। এত আত্মবিশ্বাসওয়ালা মানুষ আর মনে হয় দ্বিতীয়টা নাই।
আমার মনেহয় এর থেকে বিল গেটস এর আত্ববিশ্বাস বেশি, এত বাজে বাজে চিন্তাধারা এপ্লাই করার জন্য আমার মনেহয় ভাল আত্ববিশ্বাসী হতে হয়, স্কিল তেমন না থাকলেও এই লোকটা দেখায়া দিছে চিট করে আর রাজনীতি করে কিভাবে টেক্কা দেয়া যায়।
ভাবছিলাম তিনি মনে হয় এপল ছেড়ে দিছেন, পরে দেখি সম্ভবত ম্যানেজার হচ্ছেন।
সিইও পদ ছেড়ে কেউ ম্যানেজার হয় নাকি? উনি বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকবেন।
I hereby resign as CEO of Apple. I would like to serve, if the Board sees fit, as Chairman of the Board, director and Apple employee.
অয়ন খান লিখেছেন:ভয় পাইয়ে দিয়েছিলেন!
হেহে, এই কৌতুকটা মনে হয় ফোরামে আগেই প্রকাশিত হয়েছিলো - এক হকার পত্রিকা বিক্রি করার জন্য চেচামেচি করছিলোঃ "আজকের তাজা খবরঃ চার্চিল অমুক বলেছেন, চার্চিল তমুক উদ্বোধন করেছেন।" লোকজন পত্রিকা কেনা তো দূরের কথা ফিরেও তাকায় না।
তো একদিন সকালে হকার এক নতুন ফন্দি ধরলো। মোড়ে দাড়িঁয়ে চেঁচাতে লাগলোঃ "ব্রেকিং নিউজ! চার্চিলের কোনো খবর নাই! চার্চিলের কোনো খবর নাই!"
আধ ঘন্টার মধ্যে সমস্ত পত্রিকা বিক্রি হয়ে গেলো।
বলা বাহূল্য, সেদিন পত্রিকায় আসলেই চার্চিলকে নিয়ে কোনো সংবাদ ছাপা হয় নাই।
আমি কিন্তু পত্রিকা পড়েই কিনতে গেছি
concept লিখেছেন:ভাবছিলাম তিনি মনে হয় এপল ছেড়ে দিছেন, পরে দেখি সম্ভবত ম্যানেজার হচ্ছেন।
সিইও পদ ছেড়ে কেউ ম্যানেজার হয় নাকি? উনি বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকবেন।
ইসসিরে..., দুঃখিত ভাই, ভুল লিখা ফেলছি
উনি চেয়ারম্যান হচ্ছেন।যাই আগের কমেন্টে ঠিক কইরা দিয়া আসি।
নিউজটা আগেই জানতাম। তারপরও শিরোনাম দেখে ভড়কে গিয়েছিলাম! ভয় পেয়েছিলাম হঠাৎ করে কোন দূর্ঘটনা ঘটলো নাকি; কারন তিনি যে ক্যানসার আক্রান্ত...
আমার খুব প্রীয় একজন মানুষ।
আমি ঠিকটাই বুঝেছি,
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » সংবাদ বিশ্লেষন » স্টীভ জবস আর নেই...
০.০৫৩৩৪৭১১০৭৪৮২৯১ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮০.১৪৮৮৭৮০৭১৪৫৩ টি কোয়েরী চলেছে