টপিকঃ পাইরেটেড এক দিন
রোযার দিন তাই একটু দেরীতে ঘুম হতে সময় উঠলাম। তারপরে ফ্রেশ হয়ে পিসি অন করতেই মনিটরে ভেসে উঠলো পাইরেট করা এক্সপির লোগো । ইন্টারনেটে কানেক্ট হয়ে পাইরেট আইই-৮ দিয়ে পাইরেট-বে ওয়েব সাইটে ভিজিট করলাম। সেখানে দেখি পাইরেটস অফ দ্যা ক্যারিবিয়ানের চার নাম্বার মুভির ডিভিডিরীপের পাইরেট লিংক এসে গেছে । মনের আনন্দে পাইরেটেড ফাইল টি torrific এ নিয়ে আসি।
আর আরেক পাইরেটেড সফটওয়্যার আইডিএম দিয়ে মুভি ডালো করি। তারপরে পাইরেটেড পাওয়ার ডিভিডি দিয়ে মুভি চালু করার ১০ সেকেন্ডের মধ্যেই লোডশেডিং হাজির হয়েই পাইরেট করে ফেললো আমার এক ঘন্টা সময়। তারপরে কারেন্ট আসতেই ফুল ভলিউম দিয়ে মুভি দেখা শুরু করলাম। এরি মাঝে পাশের বাসায় আসল পাইরেট এসে মূল্যবান মালামাল নিয়ে গেল কিন্তু আমি তখন বেহুঁশ হয়ে পাইরেট 4 মুভি দেখছিলাম । মুভি শেষে পাশের বাসার ঘরে ঘটে যাওয়া পাইরেসির (!!?) ঘটনায় চরম মর্মাহত হলাম এবং ভয়ে সেই রাতের ঘুম আমার পাইরেটেড হয়ে গেল ।