Re: লিনাক্স বা ওপেনসোর্সপ্রেমী বলেই যে মাইক্রোসফটের বিরোধিতা করি, তা নয়
ভাল লিখেছেন। আমার কাছেও দুইটা সমান গুরুত্বপূর্ণ।
৩ ১৪-০৮-২০১১ ১৬:৩০ সর্বশেষ সম্পাদনা করেছেন মাহমুদ রাব্বি (১৫-০৮-২০১১ ০২:০৫)
Re: লিনাক্স বা ওপেনসোর্সপ্রেমী বলেই যে মাইক্রোসফটের বিরোধিতা করি, তা নয়
উইন্ডোজ হইলো বস জিনিস। ক্ষ্যাত অপারেটিং সিস্টেম লিনাক্স কখনো এর ধারের কাছে আসতে পারবে না যদি লিনাক্স মান উন্নয়ন না করে। উইন্ডোজ এমনিতেই অনেক উন্নত। উইন্ডোজের চাইতে ভালো অপারেটিং সিস্টেম বের হোক আগে। তারপর না হয় প্রশ্ন করা যাবে কোনটা সুস্থ আর কোন অসুস্থ প্রতিযোগিতা।
Re: লিনাক্স বা ওপেনসোর্সপ্রেমী বলেই যে মাইক্রোসফটের বিরোধিতা করি, তা নয়
৭ ১৪-০৮-২০১১ ২০:২৭ সর্বশেষ সম্পাদনা করেছেন অনিরুদ্ধ (১৪-০৮-২০১১ ২০:২৮)
Re: লিনাক্স বা ওপেনসোর্সপ্রেমী বলেই যে মাইক্রোসফটের বিরোধিতা করি, তা নয়
Re: লিনাক্স বা ওপেনসোর্সপ্রেমী বলেই যে মাইক্রোসফটের বিরোধিতা করি, তা নয়
Re: লিনাক্স বা ওপেনসোর্সপ্রেমী বলেই যে মাইক্রোসফটের বিরোধিতা করি, তা নয়
আচ্ছা উইন্ডোজ আর লিনাক্স নিয়ে কোন টপিক খুললে এরকম যুদ্ধ লেগে যায় কেন ? তো যাই হোক আমি আসলে দুইটার ই ব্যবহারকারি । কোনটাই পুরোপুরি স্বয়ং সম্পুর্ন নয় । হ্যা , তবে ৮৩ ভাইয়ের প্র্যত্যেক্টি যুক্তির সাথে সহমত প্রকাশ করছি।
Re: লিনাক্স বা ওপেনসোর্সপ্রেমী বলেই যে মাইক্রোসফটের বিরোধিতা করি, তা নয়
একজন কম্পিউটার ইউজার হচ্ছেন পিতা বা মাতা। উইন্ডোজ এবং লিনাক্স হচ্ছে তা'র দুই সন্তান। দুই সন্তানের একটি হয়তো খেলাধুলায় ভাল, অপরটি লেখাপড়ায় বা গান-বাজনায়। একটির হাতখরচ নেই বললেই চলে, অপরটিকে প্রতি বছর কিছু না কিছু দিতে হয়। একটি অল্পতেই অসুস্থ হয়ে পড়ে, অপরটির অসুখ-বিসুখ হয়-ই না বলতে গেলে।
তা'রা এক ঘরের মধ্যে পার্টিশন দিয়ে আলাদাও থাকতে পারে। আবার কোন পার্টিশন ছাড়া একই ঘরেও থাকতে পারে। দু'সন্তান নিজেদের মধ্যে কোন ঝগড়া-বিবাদ করে না।
হাতের পাঁচ আঙুল যেমন সমান হয় না, তেমনি দু'সন্তানের উভয়ই সর্বগুেণ গুণান্বিত হয় না জেনেও এদের বাপ-মায়েরা কেন যে এমন করে?
Re: লিনাক্স বা ওপেনসোর্সপ্রেমী বলেই যে মাইক্রোসফটের বিরোধিতা করি, তা নয়
ইয়ে, তাই বলে লিনাক্সও কিন্তু একদম সমস্যামুক্ত না। আমি নিজেও একগাদা সমস্যা ফীল করি। কিন্তু পারফেক্ট বলে কোন কিছু নেই ব্যাপারটা মেনে নিয়ে চালিয়ে যাই।
আর সাধারন ব্যাবহারকারীদের ৭০% ই লুক & ফীলকে প্রায়োরিটি দেয়। আর ৯০% ই দেয় ইউজেস কে। ১০% সম্ভবত নিজেরাও জানে না কম্পিউটার দিয়ে আসলে কি হয়, সাধারনত এদের দেখা যায় সারাদিন জোরে জোরে গান বাজাতে আর মিউজিক ভিডিও দেখতে।
১৬ ১৫-০৮-২০১১ ০২:১৫ সর্বশেষ সম্পাদনা করেছেন মাহমুদ রাব্বি (১৫-০৮-২০১১ ০২:২০)
Re: লিনাক্স বা ওপেনসোর্সপ্রেমী বলেই যে মাইক্রোসফটের বিরোধিতা করি, তা নয়
কেন যে আপনারা উইন্ডোজের সাথে উবুন্টু, ঝন্টু , মন্টুদের তুলনা করেন বুঝি না। খাড়ান , এক চোট হাইসা লই আগে।
শুনেন , হাজার বার বলেন লিনাক্স ভাইরাসমুক্ত তারপরেও মানুষ পথ ভুলে লিনাক্সে গেলেও ইউজার ফ্রেন্ডলীনেসের কারনে আবার ফিরে আসে উইন্ডোজের ছায়াতলে।
Re: লিনাক্স বা ওপেনসোর্সপ্রেমী বলেই যে মাইক্রোসফটের বিরোধিতা করি, তা নয়
Re: লিনাক্স বা ওপেনসোর্সপ্রেমী বলেই যে মাইক্রোসফটের বিরোধিতা করি, তা নয়
১৯ ১৫-০৮-২০১১ ০৭:২৭ সর্বশেষ সম্পাদনা করেছেন অলোক (১৫-০৮-২০১১ ০৭:৩৪)
Re: লিনাক্স বা ওপেনসোর্সপ্রেমী বলেই যে মাইক্রোসফটের বিরোধিতা করি, তা নয়
Re: লিনাক্স বা ওপেনসোর্সপ্রেমী বলেই যে মাইক্রোসফটের বিরোধিতা করি, তা নয়
লিনাক্স খারাপ ... বেশ ভাল পরিমান খারাপ .... .... কারণ জানতে চান ---
--- এইটার কারণে কম্পিউটার নষ্ট (ভাইরাস ধরেছে) বলে কাজে ফাঁকি দিতে পারছি না
--- পোলাপাইন এসে কপি করে নিয়ে যায়, ওদের এই সার্ভিস দিয়ে আমার বাসায় ফিরতে দেরী হয়ে যায়।
--- খাঁচার পাখি জন্য আমার এ্যাত স্বাধীনতা পছন্দ না। কেমন জানি পাগলা পাগলা লাগে
--- লিনাক্স শুধুই বঞ্চনা দিচ্ছে আমাকে - সফটওয়্যার কিনে টাকা খরচের আনন্দ থেকে বঞ্চিত হচ্ছি আবার চুরির থ্রিল থেকেও বঞ্চিত
--- নতুন নতুন ভাইরাস মারার কৌশল শেখার বদলে এখন নতুন নতুন গিকি জিনিস শেখা লাগতেছে; এ্যাত শিখতে কারো ভাল লাগে; হীরক রাজা বলে গিয়েছেন: জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। লিনাক্সের কারণেই এইসব বৃথা চেষ্টা করতে হচ্ছে
--- ক্ষুধার্ত এবং বোকা হয়ে থাকতে হচ্ছে। (অবশ্য এই ক্ষুধার্ত ও বোকা হয়ে থাকার কথাটা একজন ফলের ব্যবসায়ী বলেছিলেন; সেই আপেল ব্যবসায়ীর নাম স্টিভ জবস)