Re: লিনাক্স বা ওপেনসোর্সপ্রেমী বলেই যে মাইক্রোসফটের বিরোধিতা করি, তা নয়
ইসসস , যদি এদেশের মানুষের windowsটা টাকা দিয়ে কেনা লাগত তাহলে বুঝতাম এদের কত মায়া ।
আসলে লিনাক্স যে কি একটা জিনিস এটা সে কোনদিনও বুঝবেনা যে এটার সম্পর্কে ভালভাবে জানেনি।
আমি লিনাক্সের নতুন ইউজার না। অনেকদিন ধরেই এটা use করছি। শুধু আবেগের জন্য বলছিনা।
আমার আগের কম্পিউটার ব্যাবহারের experience আর এখনকার experienceএর মধ্যে বিস্তর পার্থক্য।
এখন অনেক শান্তিতে আছি।
আমরা প্রত্যেকেই ম্যাচের কাঠির মতো।
আগুনটা বের করতে শুধু একটা ঘষা দরকার।
৬৫ ১৭-০৮-২০১১ ১৪:০৯ সর্বশেষ সম্পাদনা করেছেন কলম কবির (১৭-০৮-২০১১ ১৪:১০)
Re: লিনাক্স বা ওপেনসোর্সপ্রেমী বলেই যে মাইক্রোসফটের বিরোধিতা করি, তা নয়
Re: লিনাক্স বা ওপেনসোর্সপ্রেমী বলেই যে মাইক্রোসফটের বিরোধিতা করি, তা নয়
@যারা জানালা ছাড়তে পারেন না তাদেরকে
আমিও একসময় উইন্ডোজ ব্যবহারকারী ছিলাম। লিনাক্স যখন ব্যবহার শুরু করি তখন অনেক কিছুই জানতাম না। এমনকি প্রোগ্রামিং করার জন্যও ভিজুয়াল বেসিক ছাড়া অন্য কিছুর কথা চিন্তা করতে পারতাম না। আর এখন লিনাক্সেই প্রোগ্রামিং করি। কষ্ট করে হলেও পিএইচপি, জেকুয়েরী, কোডইগনাইটার শিখে নিয়েছি।
আপনারা এডোবির প্রোডাক্ট ব্যবহার করেন তাই হয়তো উইন্ডোজের বিকল্প পাচ্ছেন না কিন্তু লিনাক্সের বিকল্প প্রোডাক্ট গিম্প, স্ক্রাইবাস ব্যবহার করতে থাকুন পাশাপাশি। লিনাক্স ও.এস যেমন উইন্ডোজের পাশাপাশি শিখে গেছেন তেমনি এগুলিও পারা সময়ের ব্যাপার মাত্র। এখানে মাইক্রোসফটের কৃতিত্ব নেই।
যেমন আমি মাঝে মাঝে ডেস্কটপে গেম খেলি-ওয়ারক্রাফট, এজ অব এম্পায়ার - উইন্ডোজে। মোটামুটি সব বিকল্প ব্যবহারে অভ্যস্ত হলেও গেমের ক্ষেত্রে পারিনি। তাই উইন্ডোজ আমার কাছে এখন গেমিং কনসোল ও.এস. কারন সব কোম্পানি গেম ডেভেলপ করে উইন্ডোজের জন্য। ফাকে ফাকে লিনাক্সের গেমগুলি ও খেলি। আশা করি যখন কোম্পানিগুলি লিনাক্সে তাদের গেম পোর্ট করবে তখন আর উইন্ডোজে বসা লাগবে না। অবশ্য উইন্ডোজে বসি সপ্তাহে হয়তো ১/২ ঘন্টা।
Re: লিনাক্স বা ওপেনসোর্সপ্রেমী বলেই যে মাইক্রোসফটের বিরোধিতা করি, তা নয়
প্রথমদিকে আমিও জানালা ছাড়তে পারতাম না।
আস্তে আস্তে লিনাক্সে দাখিল হয়েছি। এখন আর কোন কাজেই জানালাতে ঢুকতে হয়না।
আমরা প্রত্যেকেই ম্যাচের কাঠির মতো।
আগুনটা বের করতে শুধু একটা ঘষা দরকার।
Re: লিনাক্স বা ওপেনসোর্সপ্রেমী বলেই যে মাইক্রোসফটের বিরোধিতা করি, তা নয়
এক একজন এক এক কারণে মাইক্রোসফটের বিরোধিতা করে। কেউ লিনাক্স ভালো লাগে বলেই ঝোঁকে পড়ে করে, কেউ মনোপলির কারণে, কেউ বা পাইরেসি এড়ানোর জন্য, কেউ বা রেড হ্যাট অ্যাফিলিয়েটেড কোন সংস্থার কাজে, কেউ বা নিজস্ব কিছু অসুবিধার জন্য।
আমার কথা বলতে গেলে পাইরেসি এড়ানো, এবং ইউস করার ক্ষেত্রে কিছু ঝামেলা দেখা দেয়। তুলনায় লিনাক্সে অনেক কাজ সহজে হয়। তার মানে এই না যে উইন্ডোজ খারাপ, উইন্ডোজ আমার ক্ষেত্রে স্যুটেবল নয়, যার যেমন পছন্দ। তবে পাইরেসির ক্ষেত্রে এই নিজস্ব পছন্দের অপশানটা থাকা উচিত নয়, লিনাক্সে ওয়াইনে ক্র্যাকড ফটোশপ চালানোও পাইরেসি। কিন্তু এর জন্য দোষ তো লিনাক্সের নয়, দোষ ব্যবহারকারীর।
অতএব শুধু পাইরেসি ইস্যুতে নয়, যদি বিরোধিতা করতে হয় তাহলে আমজনতার সুবিধা বুঝে কারণ দেখাতে হবে, যে সুবিধা উইন্ডোজ থেকে লিনাক্সে কিছু বেশিই আছে।
৬৯ ১৭-০৮-২০১১ ১৮:২৩ সর্বশেষ সম্পাদনা করেছেন মুশাফ (১৭-০৮-২০১১ ১৮:২৫)
Re: লিনাক্স বা ওপেনসোর্সপ্রেমী বলেই যে মাইক্রোসফটের বিরোধিতা করি, তা নয়
Re: লিনাক্স বা ওপেনসোর্সপ্রেমী বলেই যে মাইক্রোসফটের বিরোধিতা করি, তা নয়
আমরা প্রত্যেকেই ম্যাচের কাঠির মতো।
আগুনটা বের করতে শুধু একটা ঘষা দরকার।
৭১ ১৭-০৮-২০১১ ২৩:৩৬ সর্বশেষ সম্পাদনা করেছেন রিং (১৮-০৮-২০১১ ০০:২৬)
Re: লিনাক্স বা ওপেনসোর্সপ্রেমী বলেই যে মাইক্রোসফটের বিরোধিতা করি, তা নয়
Re: লিনাক্স বা ওপেনসোর্সপ্রেমী বলেই যে মাইক্রোসফটের বিরোধিতা করি, তা নয়
রিং ভাই চমৎকার লিখেছেন।
আমরা প্রত্যেকেই ম্যাচের কাঠির মতো।
আগুনটা বের করতে শুধু একটা ঘষা দরকার।
৭৪ ১৮-০৮-২০১১ ২২:৩৩ সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (১৮-০৮-২০১১ ২২:৫১)
Re: লিনাক্স বা ওপেনসোর্সপ্রেমী বলেই যে মাইক্রোসফটের বিরোধিতা করি, তা নয়
৭৬ ১৮-০৮-২০১১ ২৩:০০ সর্বশেষ সম্পাদনা করেছেন আশিকুর_নূর (১৮-০৮-২০১১ ২৩:০৫)
Re: লিনাক্স বা ওপেনসোর্সপ্রেমী বলেই যে মাইক্রোসফটের বিরোধিতা করি, তা নয়
আমি নিজেও বন্টু ইউসার, আর ইউনিটি ন্মোম ৩ কোনটাই ভাল লাগে নাই, ইউনিটি আনস্টেবেলিটি এবং ন্মোম ৩ চালাতে বেশি হিমশিম খেতে হয় তাই এখন ন্মোম ২ এই খুশি আছি, এটাতেই থাকব ১২.০৪ আসার আগ পর্যন্ত।
ওরাকল কন্ট্রিবিউট করে তাদের তো নিজেদেরই একটা কমার্শিয়াল ওএস আছ যারা তার আনব্রেকেবল কার্ণেল বলত, এটা নিয়ে মনে হয় তারা ভরাডুবি খাওয়ার পর শুরু করছে কন্ট্রিবিউট করা।
কেননিক্যাল কন্ট্রিবিউট না করলে কোন সমস্যা আমি দেখছি না, ওরা লিনাক্সকে ডেস্কটপ কম্পিউটিং এর জন্য যে পর্যায়ে নিয়ে যাচ্ছে তা কম কী?
Re: লিনাক্স বা ওপেনসোর্সপ্রেমী বলেই যে মাইক্রোসফটের বিরোধিতা করি, তা নয়
Re: লিনাক্স বা ওপেনসোর্সপ্রেমী বলেই যে মাইক্রোসফটের বিরোধিতা করি, তা নয়
Re: লিনাক্স বা ওপেনসোর্সপ্রেমী বলেই যে মাইক্রোসফটের বিরোধিতা করি, তা নয়
কেউ কি জাফর ইকবালের "লাবু এল শহরে " পড়েছেন? সেখানে উইন্ডোজকে স্যার চরম পচানি দিছেন
ঝুম্পা খালা আর লাবু গেল কম্পিউটার কিনতে, কিন্তু তারা কম্পিউটারের কিছুই বুঝে না।দোকান্দারের কাছ থেকে জানতে পারল কম্পিউটার টাকা দিয়ে কিনতে হলেও সফটওয়ার কিনতে হবে না, চোরাই মাল দেয়া হবে।তখনই ঝুম্পা খালা আর লাবু মুখ শক্ত করে বল্ল, তারা চোরাই মাল নিবে না।
দোকানী যতই বলুক মন্ত্রী মিনিস্টাররাও এটা ইউজ করে, তারপরেও তারা চোরাই মাল নিবে না।
তখন একজন এসে বল্ল, সে চোরাই মাল ইউজ করে না।
"আমার কমিউটারে লিনাক্স অপারেটিং সিস্টেম।মাইক্রোসফট উইন্ডোজের বাবা-বাঘের বাচ্চা অপারেটিং সিস্টেম।... পৃথিবীর সবাই মিলে তৈরি করছে একেবারে ফাটাফাটি জিনিস। মাইক্রোসফটের এখন বদনা নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে।"
গল্পের শেষে দেখা যায় লাবু উবুন্টু ইউজ করছে।
অ.ট. আরে, invarbrass ভাই দেখি বহুতদিন পর।
তাই আমার মনে হয়,খারাপ অবস্থায় থাকলেও, আমাদের কারোরই হতাশ হওয়া উচিত না।
