Re: দৃষ্টি আকর্ষনঃ এন্ড্রয়েড ইউজারদের প্রতি
নিচে প্রথম আলোর একটা স্ক্রিনশট দিলাম।
ছবিটা দেখতে পাচ্ছি না।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » মুঠোফোন » অ্যান্ড্রয়েড » দৃষ্টি আকর্ষনঃ এন্ড্রয়েড ইউজারদের প্রতি
নিচে প্রথম আলোর একটা স্ক্রিনশট দিলাম।
ছবিটা দেখতে পাচ্ছি না।
আমার মোবাইলে প্রথম আলো ব্লগ
নিচে প্রথম আলোর একটা স্ক্রিনশট দিলাম।
হুম, ফন্ট তো একই রকম দেখা যাচ্ছে।
সম্পূর্ণ থ্রেড দেখে মনে হল সবচেয়ে ক্রিস্টাল ক্লিয়ার ফন্ট রয়েছে আমার মোবাইলে
দ্রুত সিয়াম রূপালী ইন্সটল করে চকচকে বাংলা দেখুন
আমার মোবাইলের স্ক্রিণশট দিলাম। দেখুন তো কতটা ক্লিয়ার লাগছে!!
জুম করে দেখুন-
সিয়াম ফন্টের সৃস্টিকর্তা যিনি উনার সাথে গতকালকে এইটা নিয়া কথাবার্তা হইলো। যেটুকু দেখলাম গ্যালাক্সি মিনি তেই সিয়াম রুপালি ফন্ট ভালো দেখায়, আমার গ্যালাক্সি এইস এ চিকন চিকন দেখায়, পছন্দ হয় না। তাছাড়া, আমার ফন্ট টুইক ফুইক কিছু করতে হয় নি, ফোনে বাংলা ফন্ট বিল্টভাবেই দেয়া ছিল।
সিয়ামের স্রষ্ঠাকে আমার অভিনন্দন জানাবেন। আমি তার ফন্টের একজন হার্ডকোর ফ্যান
গ্যালক্সি মিনির বাংলা সাপোর্ট খুবই ভালো। ফন্ট টুইক আমারও করা নেই, জাস্ট রুট করে ফন্ট রিপ্লেস করে দিয়েছি।
এই মাত্র পরখ করলাম। কাজ হচ্ছে। আমার সামস্যাং গ্যালাক্সি এস ২ জিবি ২.৩.৩
স্ক্রীণশট:
ফন্ট টা ইনস্টল করা হয়েছে ফন্টচেঞ্জার নামে একটা এ্যপ দিয়ে। এন্ড্রয়েড মার্কেটে পাওয়া যাবে। ড্রয়েডইন্ডিয়া ফন্টটি .ফন্টচেঞ্জার ফোল্ডারে কপি করতে হবে। তারপর একবার রিফ্রেশ করলে ফন্টচেঞ্জার লিস্টে ড্রয়েডইন্ডিয়া দেখা যাবে। তারপর এপ্লাই করে রিবুট করলে হয়ে যাওয়ার কথা।ফন্টটা ভালোলাগে নাই। খুবই জঘণ্য!
আমার সেটে অবশ্য রুপালি ফন্ট দিয়েও সুন্দর বাংলা দেখা যায়।
কয়দিন হইলে এইটাই খুজতাছি রাইতে প্রজন্মরে মিস করি । যাক আপনারে একখান চিমটি দিলাম কারন আপনেরটা এবং আমারটা একই
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » মুঠোফোন » অ্যান্ড্রয়েড » দৃষ্টি আকর্ষনঃ এন্ড্রয়েড ইউজারদের প্রতি
০.০৩৭৫৫০৯২৬২০৮৪৯৬ সেকেন্ডে তৈরী হয়েছে, ৭৮.৭৪৮৮৫৯৭৩৩৩৩৩ টি কোয়েরী চলেছে