Re: দৃষ্টি আকর্ষনঃ এন্ড্রয়েড ইউজারদের প্রতি
Re: দৃষ্টি আকর্ষনঃ এন্ড্রয়েড ইউজারদের প্রতি
Re: দৃষ্টি আকর্ষনঃ এন্ড্রয়েড ইউজারদের প্রতি
অবশ্য হানিকম্ব থেকে নাকি বাংলার সব সমস্যা উড়ে গেছে (ডিফল্টলি ফুল ইউনিকোড সাপোর্ট উইথ কমপ্লেক্স ক্যারেকটার সাপোর্ট)। আর হানিকম্বে উড়ে যাওয়া মানে আইসক্রিম স্যান্ডউইচেও উড়ে যাওয়া!
Re: দৃষ্টি আকর্ষনঃ এন্ড্রয়েড ইউজারদের প্রতি
তো এই আইসক্রীম আসতে কতদিন লাগবে? এর থেকে দারুন আইসক্রীম মনে হয় আর হবে না, বুড়োড়া পর্যন্ত চেটেপুটে খাবে মনে হয়।
Re: দৃষ্টি আকর্ষনঃ এন্ড্রয়েড ইউজারদের প্রতি
আমারটায় রুপালী দিয়ে খুব বেশী সুন্দর আসে বলা যাবে না। চিকন চিকন আসে।
Re: দৃষ্টি আকর্ষনঃ এন্ড্রয়েড ইউজারদের প্রতি
মেহেদী৮৩ ভাই, কষ্ট করে আপনার সবগুলো ফন্ট একটু আপলোড করে দিন। আর system/xbin/ ফোল্ডারে loadfont এবং setfont নামের দুইটা ফাইল আছে। ঐগুলোও আপলোড করে দেন। দেখি রিপ্লেস করে কোন কাজ হয় কিনা।
৩৪ ১৬-০৮-২০১১ ১৩:১৮ সর্বশেষ সম্পাদনা করেছেন কাউছার আহমেদ (১৬-০৮-২০১১ ১৩:১৯)
Re: দৃষ্টি আকর্ষনঃ এন্ড্রয়েড ইউজারদের প্রতি
Re: দৃষ্টি আকর্ষনঃ এন্ড্রয়েড ইউজারদের প্রতি
Re: দৃষ্টি আকর্ষনঃ এন্ড্রয়েড ইউজারদের প্রতি
বাসতে হয়।। তাই কেউ বাসুক আর নাই বাসুক আমি তো ভালোবাসতে পারি।।