টপিকঃ প্রজন্মে ধর্ম নিয়ে আলাদা উপবিভাগ চাই
আমার অনেকদিন থেকেই মনে হচ্ছে ধর্ম নিয়ে প্রজন্মে আলাদা উপবিভাগ প্রয়োজন। ধর্ম সংক্রান্ত টপিক অন্য যেকোন বিষয়ের টপিক থেকে কোন অংশেই কম নয়, বরং গত ২-৩ মাসের টপিক দেখলে দেখা যাবে প্রচুর ধর্ম নিয়ে লেখালেখি হয়ে গিয়েছে। বর্তমানে ধর্ম সংক্রান্ত সব টপিক দৈনন্দিন বিভাগে স্থান পাচ্ছে। কিন্তু এত এত দৈনন্দিন বিভাগের টপিক আর ধর্মের অনেক টপিক মিলে আমার কাছে বেশ গোলমাল লেগে যাচ্ছে। এই সমস্যার কারণে ধর্ম বিষয়ক টপিকগুলো আমার সুবিধাজনক সময়ে খুজে পড়ে নিতে বেশ সমস্যা হচ্ছে।
এই সবকিছু বিবেচনা করে প্রজন্মে ধর্ম নিয়ে আলাদা উপবিভাগ খোলার জোর দাবি জানাচ্ছি।
আপনারা সবাই নিজেদের মতামত দিন এ ব্যাপারে।