Re: প্রজন্মে ধর্ম নিয়ে আলাদা উপবিভাগ চাই
আহমাদ মুজতবা লিখেছেন:সবাই দেখি ইমোশনালি দেখছে ব্যাপারটা এটা একটা পাবলিক ফোরাম সো আশা করি সবাই আরেকটু রেশনালি ভাববেন ব্যপারটা..
এখানে ঠিক কোথায় দেখলা সবাই ইমোশনালি দেখছে
আমি তো উল্টো আরো দেখলাম, তোমার লেখাতেই যুক্তিহীন কিছু ইমোশন ছিল। আমরা সবাই বেশ ভালভাবে যুক্তি সহকারে নিজেদের মতামত উপস্থাপন করছি। কমেন্টগুলো ভাল মত পড়েছ তো?
উহু এখানে যুক্তি খাটানোটাই ইমোশনের পরিচয়, কারণ আগেই এডমিন স্ট্রিক্টলি না করে দিয়েছে যে নীতি অনুযায়ী এটা পসিবল না, এর মধ্যে নানান ইমোশনাল যুক্তি দেখিয়ে (যে আমরা ভালো হচ্ছি, আমরা মুমিন হচ্ছি, আমরা শিখছি আরো ব্লা ব্লা) এটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা মোটেও ভালো লাগে নি আমার কাছে। ব্যপারটা অনেক টা বোকামির পর্যায়েও যায় সবচেয়ে মজা পেয়েছি লিনাক্স-উইন্ডোজের ব্যপারটার সাথে মিলিয়েছেন ধর্ম কে।
পুরা টপিকটা শুরু থেকেই আমি পড়ছি সো এটা পুরা পুরিই অযৌক্তিক কারণ লিনাক্স বা উইন্ডোজ কোনো কিছুকে বিশ্বাস-অবিশ্বাস নিয়ে কথা বলে না, এটা পুরোপুরিই যৌক্তিক ব্যপার নিয়ে লেবু কচলানো, কারো একান্ত বিশ্বাস কে হার্ট করা না। আমার প্রথম কমেন্ট যারা বুঝার তারা বুঝে নিবে আশা করি, যদিও এখন আগের মত গুছিয়ে লিখতে পারি না, এনিওয়েজ আমি অফ