আমার এখনো মনে হচ্ছে ধর্ম বিষয়ক আলাদা বিভাগ হওয়া ঠিক না, কারণ তাহলে কিছুটা নিয়ন্ত্রণহীনতা আসবেই। নিঃসন্দেহে কয়েকজন ফোরামিকের ধর্মবিষয়ক পোস্ট খুবই সুন্দর হয়, কিন্তু ধর্মীয় বিভাগ থাকলে কি হতে পারে তার নিকৃষ্টতম দৃষ্টান্ত আমি প্রত্যক্ষ করেছি, যেটা প্রকাশ করতে আগ্রহী নই।
হ্যাঁ, নিশ্চই ধর্মীয় টপিকগুলি সাজানো গোছানো থাকবে, কিন্তু তার সাথে এই নিরাপত্তা কখনোই পাওয়া যাবে না যে সেখানে কখনই কোন প্রসঙ্গে কারো ধর্মকে আঘাত করা হবে না। কখনো কটু ইঙ্গিত করা হবে না অন্য ধর্মের দিকে। যেটা বর্তমানে অনেকটা নিয়ন্ত্রিত।
আমি যে কথা গুলো বলছি সবই আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় ধর্মীয় বিভাগ থেকেই আহরণ করা। ধর্মীয় বিভাগেই এই ঘটনা ঘটেছে।
নিশ্চই মডারেশান বিভাগের কাছে অভিযোগ করলে তাঁরা তৎক্ষণাৎ ব্যবস্থা নেবেন, কিন্তু যতক্ষণ তাঁরা উপস্থিত না আছেন ততক্ষণ সেই কমেন্ট বা পোস্ট জ্বাজ্জল্যমান থাকবে আমার চোখের সামনে, যাতে আমার আজন্মলালিত ধর্মের অস্তিত্ত্ব অস্বীকার করা হয়েছে, তাকে মিথ্যা বলা হয়েছে, কিংবা উদ্দেশ্যমূলক ভাবে পোষ্টের নির্দিষ্ট একটি অংশ, দুটি-তিনটি শব্দ বা একটি বাক্যাংশ বিশেষভাবে চয়ন করে এনে কোট করে ভিন্ন ধর্মীয়দের দেখাতে চাওয়া হয়েছে--- এই দেখো, তোমরা কত নিকৃষ্ট, আমাদের কাছে তোমার এই অবস্থান।
তখন মাথার যন্ত্রণা কমানোর জন্য একটা পেইনকিলার খেয়ে মানে মানে ফোরাম ত্যাগ করা ছাড়া আর কিছুই করার ক্ষমতা আমার থাকবে না।
নিঃসন্দেহে ফোরামিকদের অধিকাংশই শুভবুদ্ধির এবং মানবতার উন্নয়নের জন্যই ধর্মীয় সাবফোরামে ধর্মচর্চা করবেন। আমি দৃষ্টি ফেরাতে চাইছি কতিপয় ব্যক্তির দিকে যারা এই সাবফোরামকে ব্যবহার করবেন ছবি আঁকা নিষিদ্ধ ঘোষণা করতে, কাফেরদের সাথে বন্ধুত্ত্ব করা নিষেধ করতে, মন্দিরের উপর ক্রসচিহ্ন এঁকে পোস্টার দিতে এবং কয়েকজন আসবেন হিন্দু ছাড়া বাকি ধর্মীয়দের সাবস্পিসিস প্রমাণ করতে, এবং এটাকে নিয়ন্ত্রণ করা কঠিন হবে। তাই হয়ে এসেছে।
প্রজন্মে এগুলোর কোনটাই এখনো পর্যন্ত নেই। কিন্তু "ধর্মীয় বিভাগ" নামটা দেখেই কেন যেন এই ধরণের কাজ করতে কয়েকজন চুম্বকের টানে এগিয়ে আসেন। এখন যেমন ধর্মচর্চা হচ্ছে তেমনই হবে, কিন্তু "ধর্মীয় বিভাগ" নামটা আকৃষ্ট করে আনবে কয়েকজনকে যাঁদের কাজই হল ফোরামের পরিবেশ গরম করা। এবং মডারেশান করতে করতে মাঝে মাঝে খুব দেরি হয়ে যায়, সেই সময়ে ঘটনাস্রোত অনেকদূর বয়ে যায়।
[বড় কমেন্ট আমার নিজের কাছেই বিরক্তিকর লাগে, অতএব বিশাল সাইজের কমেন্ট করার জন্য ক্ষমাপ্রার্থী---]
"No ship should go down without her captain."