টপিকঃ বাংলাদেশের ইতিহাসে সফল বিজ্ঞানী এবং স্থাপতিদের কয়েকজন কয়েকজন
জগদীশ চন্দ্র বসুঃ
জন্মঃ ৩০ নভেম্বর ১৮৫৮
মৃত্যুঃ ২৩ নভেম্বর ১৯৩৭
জন্মস্থানঃ ময়মনসিংহ, অবিভাক্ত ভারত।
বাসস্থানঃ অবিভক্ত ভারত।
শিক্ষাঙ্গনঃ কলকাতা বিশ্ববিদ্যালয়, ক্রাইস্ট কলেজ (কেমব্রিজ), কেমব্রিজ বিশ্ববিদ্যালয়।,লন্ডন বিশ্ববিদ্যালয়।
কর্মক্ষেত্রঃ প্রেসিডেন্সি কলেজ, কলকাতা।
গবেষণার বিষয়ঃ পদার্থবিজ্ঞান, জৈব পদার্থবিজ্ঞান,উদ্ভিদ ও তড়িৎ চৌম্বক।
যেজন্য পরিচিতঃ মিলিমিটার তরঙ্গ, বেতার, ক্রেসকোগ্রাফ।
ইউটিউবে
আজিজুল হক
জন্মঃ ১৮৭২
জন্মস্থানঃ ফুলতলা, খুলনা।
বাসস্থানঃ কলকাতা।
শিক্ষাঙ্গনঃ প্রেসিডেন্সি কলেজ, কলকাতা।
কর্মক্ষেত্রঃ পুলিশ কর্মকর্তা।
গবেষণার বিষয়ঃ গাণিতিক ফরর্মূলা-হেনরি ক্লাসিফিকেশান সিস্টেম অব ফিঙ্গার প্রিন্টি।
মোঃ জাফর ইকবাল
জন্মঃ ১৩শে ডিসেম্বর ১৯৫২
জন্মস্থানঃ সিলেট, বাংলাদেশ।
বাসস্থানঃ সিলেট, বাংলাদেশ।
শিক্ষাঙ্গনঃ বগুড়া জেলা স্কুল,ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়।
কর্মক্ষেত্রঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞানও প্রকৌশল, বেল কমিউনিকেশনস রিসার্চ (বেলকোর)।
যেজন্য পরিচিতঃ লেখক, পদার্থবিদ, ও শিক্ষাবিদ।
গ্রন্থমেলায়
ফজলুর রহমান খান
জন্মঃ ৩ এপ্রিল ১৯২৯
মৃত্যুঃ ২৭ মার্চ ১৯৮২
জন্মস্থানঃ ঢাকা, বাংলাদেশ।
বাসস্থানঃ বাংলাদেশ, যুক্তরাষ্ট্র।
শিক্ষাঙ্গনঃ শিবপুর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজে,বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়।
কর্মক্ষেত্রঃ ইউনিভার্সিটি অফ ইলিনয় এট আর্বানা-শ্যাম্পেইন।
যেজন্য পরিচিতঃ শিকাগোর সিয়ার্স টাওয়ার তার অনন্য কীর্তি, মক্কা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য মডেল অংকন, খান আন্তর্জাতিক গগনচুম্বী।
প্রফুল্ল চন্দ্র রায়
ডাক নামঃ পি সি রায়
জন্মঃ ২ আগস্ট ১৮৬১
মৃত্যুঃ ১৬ জুন ১৯৪৪
জন্মস্থানঃ সাবেক যশোর, বর্তমানে খুলনা জেলার পাইকগাছা উপজেলাধীন রাঢ়ুলি।
বাসস্থানঃ বাংলাদেশ, যুক্তরাষ্ট্র।
শিক্ষাঙ্গনঃ অ্যালবার্ট স্কুল, মেট্রোপলিটন কলেজে, প্রেসিডেন্সী কলেজে, স্কটল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়।
কর্মক্ষেত্রঃ প্রেসিডেন্সী কলেজ, বেঙ্গল কেমিক্যাল কারখানা।
যেজন্য পরিচিতঃ দেশীয় ভেষজ নিয়ে গবেষণা, মারকিউরাস নাইট্রাইট (HgNO2) আবিষ্কার, তিনি তার সমগ্র জীবনে মোট ১২ টি যৌগিক লবন এবং ৫ টি থায়োএস্টার আবিষ্কার করেন।
বিশেষ সম্মাননাঃ নাইট উপাধি।
[সংক্ষিপ্ত]