টপিকঃ ফোরামে পোস্ট করবেন তো? তার আগে একটু দেখে নিন।
প্রজন্ম ফোরাম হল মুক্ত আলোচনার একটি সুবিস্তৃত জায়গা। এখানে সকলেই অংশগ্রহণ করতে পারেন এবং কন্টেন্ট পোস্ট করতে পারেন। সেজন্য ফোরামের সৌন্দর্য লেখকদের ওপরই নির্ভর করে, এডমিন বা মডারেটরদের ওপর নয়। ফোরামের সৌন্দর্য বর্ধনের উপায় নিয়ে এই টপিকের অবতারণা।
১। টপিকের শিরোনামঃ টপিকের শিরোনাম আপনার পোস্ট করা টপিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কারণ, শিরোনাম দেখেই একজন ফোরামিক আপনার টপিক খুলে দেখবেন এবং উত্তর দেবেন। টপিকের বিষয়বস্তুর সঙ্গে যদি শিরোনামের মিল না থাকে, অনেক সময়ই আপনি প্রত্যাশিত ফলাফল পাবেন না এমনকি ঝাড়িও খেতে পারেন।
উদাহরণস্বরুপ আমরা বলতে পারি, আপনি জাভাস্ক্রীপ্ট নিয়ে সমস্যায় পড়েছেন। হয়তবা কোন কোড ডিবাগ করতে পারছেন না। আপনি টপিক লিখলেন এবং শিরোনাম দিলেন, "সাহায্য চাই"। তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ফোরামের জেলাল ভাই, সারিম ভাইয়ের মত এক্সপার্ট কোডাররা আপনার টপিক খুলেও দেখবেন না। ফলে, আপনার সমস্যার সমাধান নাও হতে পারে। বিশেষ করে নতুন ফোরামিকদের বেলায় এটা ঘটে বেশি। অতএব, টপিকের নাম নির্বাচনের বেলায় সাবধান হওয়া প্রয়োজন।
২। টপিকের বিভাগ ও ট্যাগঃ টপিকের বিভাগ এবং ট্যাগও অনেক গুরুত্ব বহন করে। আপনার টপিকটি যদি যথাযথ বিভাগে পোস্ট না হয়, তবে সংশ্লিষ্ট বিভাগ থেকে আপনি আপনার প্রত্যাশিত ফলাফল নাও পেতে পারেন।
এখানেও উদাহরণ দিয়ে বলতে পারি যেমন, আপনি লিনাক্সে nginX সার্ভার ঠিকমত কনফিগার করতে পারছেন না, সাহায্য লাগবে। এই ফোরামে একমাত্র সারিম ভাই-ই আছেন যিনি আপনাকে সাহায্য করতে পারেন। আপনি এই পোস্টটি করলেন "পরামর্শ ও সমস্যা সমাধান" বিভাগে, তাহলে আপনি উত্তর পাবেন না বলে আশা করতে পারেন।
বিঃদ্রঃ নতুন ফোরামিকদের প্রায়ই দেখা যায় তারা "ট্রাবলশুটিং" এর টপিক "পরামর্শ ও সমস্যা সমাধান" বিভাগে পোস্ট করে থাকেন। "পরামর্শ ও সমস্যা সমাধান" বিভাগটি কেবলমাত্র ফোরাম জনিত সমস্যার জন্য।
৩। বিষয়বস্তুর বিন্যাসঃ টপিকের বিষয়বস্তুর ফরম্যাটিংয়ের উপর একজন ফোরামিকের আপনার সম্পূর্ণ টপিকটি পড়ার ইচ্ছে নির্ভর করে। এই ধরুন, আপনি অনেক বড় টপিক লিখলেন, এতটাই তথ্যবহুল যে উইকিপিডিয়াও হার মানে। কিন্তু, আপনি এক প্যারাতেই সব লিখে দিলেন। এমনটা করবেন না, লেখা বড় হলে একাধিক প্যারায় ভাগ করে নেবেন। এতে ফোরামিকেরা টপিকের সাইজ দেখে ভয় না পেয়ে পড়তে উৎসাহিত হবেন।
৪। সঠিক যতিচিহ্ন ব্যবহারঃ সঠিক যতিচিহ্ন ব্যবহারের ওপর আপনার লেখা বাক্যের অর্থ নির্ভর করে। কিন্তু, নতুন ফোরামিকদের বেলায় দেখা যায় যে, তাঁরা (তাড়াহুড়ার কারণে হোক বা যে কারণেই হোক না কেন) যতিচিহ্ন না দিয়েই লিখে ফেলেন। ফলে, অর্থ গুলিয়ে যায়।
যেমন, মনে করি একজন ফোরামিক লিখেছেন, "এই ওষুধ খাবেন না খেলে মারা যাবেন"। এখন অন্য ফোরামিক বাক্যটিকে কিভাবে পড়বেন তা ওপর এর অর্থ নির্ভর করবে। কেউ এটাকে পড়বেন এভাবে, "এই ওষুধ খাবেন, না খেলে মারা যাবেন"। আবার কেউ এভাবেও পড়বেন, "এই ওষুধ খাবেন না, খেলে মারা যাবেন"। দেখলেন, অর্থ সম্পূর্ণরুপে বিপরীত হয়ে গেল?
তাছাড়া দাঁড়ি বা অন্য কোন ছেদচিহ্ন ব্যবহারের সময় প্রথমে ছেদ চিহ্ন লিখে তারপর স্পেস দিলে লেখাটি দেখতে সুন্দর হয়। যেমনঃ
এরপর দোকানে গেলাম ।বাসায় ফিরতে দেরি হল ।(আগে স্পেস)
এরপর দোকানে গেলাম। বাসায় ফিরতে দেরি হল। (পরে স্পেস)
৫। প্রতিবর্ণীকরণঃ কোন ইংরেজি শব্দের প্রচলিত বাংলা পরিভাষা থাকলে সেটা ব্যবহারের চেষ্টা করবেন। কারণ, এই বাক্যে ইংরেজি বাংলা জগাখিচুড়ি দেখতে দৃষ্টিনন্দন নয়। যেমনঃ
আমি আজ linux এ wine দিয়ে kaspersky antivirus install করেছি
না লিখে যদি লেখেনঃ
আমি আজ লিনাক্সে ওয়াইন দিয়ে ক্যাস্পারস্কি এন্টিভাইরাস ইন্সটল করেছি
তাহলে দেখতে সুন্দর লাগে না?
এছাড়াও ফোরামে কোন বিষয়ে পোস্ট করার আগে নিশ্চিত হয়ে নিন যে এটা রিপোস্ট কিনা, এজন্য ফোরামের সার্চ অপশন ব্যবহার করতে পারেন।
আর মাতব্বরি করলাম না, এখানেই ফিনিশিং দিলাম।