Re: ফোরামে পোস্ট করবেন তো? তার আগে একটু দেখে নিন।
আমি এইমাত্র এটা পড়লাম। এখন আমার প্রথম টপিক লিখতে যাচ্ছি।
গ্রেট! হ্যাপি ফোরামিং।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিবিধ » ফোরামে পোস্ট করবেন তো? তার আগে একটু দেখে নিন।
আমি এইমাত্র এটা পড়লাম। এখন আমার প্রথম টপিক লিখতে যাচ্ছি।
গ্রেট! হ্যাপি ফোরামিং।
আর বানানের ব্যাপারটা খেয়াল রাখতে হবেনা ?
সেটা ফোরামের উপরে দৃষ্টি আকর্ষণেই লেখা আছে!
অনিরুদ্ধ, কমেন্ট সুন্দর করার বিষয়েও কিছু বলুন। যেমন এখানে এবং ওখানে দেখুন "সি-গার্ল"- এর কমেন্ট। পুরো টপিক কোট করে নীচে শুধু একটি ইমো দিয়ে কমেন্ট করেছেন।
কমেন্ট মুছে ফেলা হয়েছে দেখা যাচ্ছে, যাই হোক বিষয়টি নীতিমালায় থাকায় নতুন করে লিখলাম না।
আসলেই এটা জানার দরকার ছিল...
symphony ft30 te kivabe set a wifi bebohar korbo. abong kivabe wifi setup korbo pls tell me.
আমি এই ফোরামে নতুন। ভেবেছিলাম এখান থেকে অর্থ উপার্জন করব। কিভাবে আমি এখান থেকে অর্থ উপার্জন করব? কেও কি সাহায্য করবেন?
আমি এই ফোরামে নতুন। ভেবেছিলাম এখান থেকে অর্থ উপার্জন করব। কিভাবে আমি এখান থেকে অর্থ উপার্জন করব? কেও কি সাহায্য করবেন?
![]()
অনুগ্রহ করে যথাযথ স্থানে পোস্ট করুন।
ইন্টারনেটে আয় করতে চাইলে যোগ্যতা থাকতে হবে। যোগ্যতা ছাড়া ইন্টারনেট কেন, কোথাও আয় করার চিন্তা করা বোকামি।
আমি এই ফোরামে নতুন। ভেবেছিলাম এখান থেকে অর্থ উপার্জন করব। কিভাবে আমি এখান থেকে অর্থ উপার্জন করব? কেও কি সাহায্য করবেন?
![]()
আপনি ফোরামিকদেরকে টাকা ধার দিতে পারেন। তারা সেই টাকা দিয়ে ব্যবসা করবেন এবং লাভের certain একটা অংশ আপনাকে দেবেন। এভাবে টাকা উপার্জন করতে পারেন।
তো, এইসব লেনদনের ক্ষেত্রে আগে সবার সাথে পরিচিত হতে হয়। আসুন, অনুগ্রহ করে অভ্যর্থনা কক্ষে এসে পরিচিত হোন।
আপনি টপিক লিখলেন এবং শিরোনাম দিলেন, "সাহায্য চাই"। তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ফোরামের জেলাল ভাই, সারিম ভাইয়ের মত এক্সপার্ট কোডাররা আপনার টপিক খুলেও দেখবেন না।
মহা সত্য
অফটপিকঃ @minhazul.haq, আপনার নামটা বাংলায় করে নিন। মিনহাজুল হক শাওন বা শুধু মিনহাজুল হক নিতে পারেন। দুটোই খালি আছে। নিচের লিংকে গিয়ে আপনার কাঙ্খিত নামটা চেয়ে পোস্ট করলে মডুরা পরিবর্তন করে দিবে
http://forum.projanmo.com/topic171.html
অফটপিকঃ @minhazul.haq, আপনার নামটা বাংলায় করে নিন। মিনহাজুল হক শাওন বা শুধু মিনহাজুল হক নিতে পারেন। দুটোই খালি আছে। নিচের লিংকে গিয়ে আপনার কাঙ্খিত নামটা চেয়ে পোস্ট করলে মডুরা পরিবর্তন করে দিবে
![]()
http://forum.projanmo.com/topic171.html
মাহবুব ভাই'র পরামর্শটা খারাপ না, ভেবে দেখুন।
অফটপিকঃ @minhazul.haq, আপনার নামটা বাংলায় করে নিন।
লিঙ্কের জন্য অসংখ্য ধন্যবাদ। আসলে আমি খুজছিলাম কিভাবে নাম বাংলা করতে পারবো। রেজিস্ট্রেশনের সময় ভেবেছিলাম যে এটা ইউজারনেম হবে। পরে দেখি সেটাই আসল নাম হয়ে গেছে। পোস্ট দিলাম, দেখা যাক মডারেটর ঠিক করে দেন কিনা!
symphony ft30 te kivabe set a wifi bebohar korbo. abong kivabe wifi setup korbo pls tell me.
প্রথম পোষ্ট সরাসরি এখানে তারপর আবার ইংরেজিতে
দারুন একটা টপিক আমাদের মত নতুনদের কাজে লাগবে!!
আমার প্রায়ই ভুল হয়, বিভাগ নির্বাচনের জন্য। যেমন : আমি এটা জানি আইটি ব্যাপারে কোন সাহায্য চাইলে কোন বিভাগ, কিন্তু অন্য কোন কিছুতে সাহায্য চাইলে কোন বিভাগে যেতে হবে সেটা বুঝতে পারি না। যেমন : আমি জানতে চাচ্ছি, আমার নামের এরাবিক অর্থ, এটা কোন বিভাগে হবে ?
আমার প্রায়ই ভুল হয়, বিভাগ নির্বাচনের জন্য। যেমন : আমি এটা জানি আইটি ব্যাপারে কোন সাহায্য চাইলে কোন বিভাগ, কিন্তু অন্য কোন কিছুতে সাহায্য চাইলে কোন বিভাগে যেতে হবে সেটা বুঝতে পারি না। যেমন : আমি জানতে চাচ্ছি, আমার নামের এরাবিক অর্থ, এটা কোন বিভাগে হবে ?
বিবিধ।
অসাধারণ । অনেক দরকারি পোস্ট দিয়েছেন ভাইয়া। আমার মত নবীনদের অনেক কাজে আসবে।
ধন্যবাদ। অনেক কিছু জানা গেল।
এখন নিয়ম গুলো পড়েছি আশা করি এর ভুল হবে না। তবে আমাকে ওয়ার্নিং দেয়াটি ঠিক হয়নি, আমি কোন বাক্তি, গুষ্টি বা জাতীকে অপমান বোধক কোন কথা বলিনি। আপি আপনাদের প্রত্যেকটি কথার পেছনে যুক্তি দেখিয়েছি। তাই আমার অনুরুধ থাকবে আমার ওয়ার্নিংটি তুলে নিলে আমি খুশি হব।
তবে আমাকে ওয়ার্নিং দেয়াটি ঠিক হয়নি, আমি কোন বাক্তি, গুষ্টি বা জাতীকে অপমান বোধক কোন কথা বলিনি। আপি আপনাদের প্রত্যেকটি কথার পেছনে যুক্তি দেখিয়েছি। তাই আমার অনুরুধ থাকবে আমার ওয়ার্নিংটি তুলে নিলে আমি খুশি হব।
এর থেকেই বোঝা গেল আপনি নিয়মগুলো পড়েননি বা পড়েও বোঝেননি। মডুরা যখন ওয়ার্নিং দেন তখন সেটা নিয়ম ভাঙ্গার জন্যই দেন- এটুকু বোঝা উচিত।
এখন নিয়ম গুলো পড়েছি আশা করি এর ভুল হবে না। তবে আমাকে ওয়ার্নিং দেয়াটি ঠিক হয়নি, আমি কোন বাক্তি, গুষ্টি বা জাতীকে অপমান বোধক কোন কথা বলিনি। আপি আপনাদের প্রত্যেকটি কথার পেছনে যুক্তি দেখিয়েছি। তাই আমার অনুরুধ থাকবে আমার ওয়ার্নিংটি তুলে নিলে আমি খুশি হব।
আমি প্রজন্মের প্রশাসন সংক্রান্ত কেউ না হলেও আপনার পোস্টটি দেখেছি। নিজের সাইটের ডাউনলোড লিংক না দিয়ে সরাসরি লিখে দিলে বা সারমর্ম লিখে ডাইরেক্ট ডাউনলোড লিংক দিলে ক্ষতি হত না।
প্রজন্ম ফোরাম » বিবিধ » ফোরামে পোস্ট করবেন তো? তার আগে একটু দেখে নিন।
০.০৮৮৯৪৪৯১১৯৫৬৭৮৭ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৭.৩৯৬৬৯৩৩৫৩৯২ টি কোয়েরী চলেছে