টপিকঃ "আমি যেখানে থাকি" সিরিজের সব পর্ব এক জায়গায় !!!
"আমি যেখানে থাকি" একটি সিরিজ যেখানে আমি একেক পর্বে একেকজন অতিথি যেখানে/যে এলাকায় থাকেন, সেই জায়গাটি সবার সামনে তুলে ধরার চেষ্টা করছি। সিরিজটি শুরু হয়েছিল ফোরামের ইলিয়াস ভাইকে অতিথি হিসেবে আনার মাধ্যমে। পরবর্তীতে সাজ্জাদ ও শান্তবালক সহ আরো বেশ কয়েকজনই অতিথি হয়ে এসেছেন
প্রতিটি পর্বে অতিথি অনেক শ্রম দেন যা আমি খুবই কৃতজ্ঞচিত্তে স্মরন করছি। তাদের মূল্যবান শ্রম থেকেই এত তথ্যবহুল একেকটা পর্ব বেড়িয়ে এসেছে, সেজন্য তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ
এই পর্বগুলো প্রজন্মের প্রিয় ফোরামিকদের মাঝে একটু ভিন্ন স্বাদ এনে দেয়ার প্রয়াস এবং আজীবন সেগুলো সবার মাঝে চমৎকার কিছু স্মৃতি হয়ে থাকবে বলেই আমি আশা করি।
সবার সুবিধার জন্য "আমি যেখানে থাকি" সিরিজের সব পর্ব এক জায়গায় করা হল যাতে সবার খুঁজে পেতে এবং পড়তে সুবিধা হয়।
"আমি যেখানে থাকি" সিরিজের সব পর্বের তালিকা ও লিংক নিচে দেয়া হল :
আমি যেখানে থাকি : পর্ব ১ : অতিথি: ইলিয়াস ভাই