টপিকঃ অ্যান্ড্রয়েড ফোন কিনতে পরামর্শ চাই
একটা অ্যান্ড্রয়েড ফোন কিনতে চাই ২০,০০০/- টাকার মধ্যে। অভিজ্ঞ ভাইয়েরা পরামর্শ দিন, কোনটা কিনব? আমি ঢাকার বাইরে থাকি তাই মার্কেট যাচাই করার সুযোগ আমার একটু কম।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » মুঠোফোন » অ্যান্ড্রয়েড » অ্যান্ড্রয়েড ফোন কিনতে পরামর্শ চাই
একটা অ্যান্ড্রয়েড ফোন কিনতে চাই ২০,০০০/- টাকার মধ্যে। অভিজ্ঞ ভাইয়েরা পরামর্শ দিন, কোনটা কিনব? আমি ঢাকার বাইরে থাকি তাই মার্কেট যাচাই করার সুযোগ আমার একটু কম।
এর চেয়ে মনে হয় HTC Wildfire ২০,০০০ অথবা Samsung Galaxy 551 ১৪০০০ টাকাটা ভাল হবে। কিবোর্ড আছে, আর বাকি সব কিছু খারাপ না।আমিও পরেরটাই ব্যবহার করি। আমার কোন অভিযোগ নেই।
এইচটিসি ওয়াইল্ডফায়ার এখন ১৬০০০, ১৭০০০ এ পাওয়া যায়।
ওয়াইল্ডফায়ার এস এর দাম ২৪০০০ এর মত। বাকি যা আছে কোনটাই ৩০ এর নীচে না।
তবে এন্ড্রয়েড কেনার আগে কিছু জিনিস দেখে নিলে বেটার
১. ডিসপ্লে রেজুলেশন এইচভিজিএ হলে ভাল, এর থেকে বেশী হলে আরো ভাল।
২. ব্যাটারী কমপক্ষে ১৩০০মিলিএম্পিয়ার কিংবা এর বেশী
৩. র্যাম বেশী পাওয়া যায় কিনা। কারন সামনে আপগ্রেড করলে র্যাম দরকার হবে, কাজেই যেটায় র্যাম বেশী আছে সেটাই কেনার ট্রাই করুন।
৪. প্রসেসর, স্পিড, ব্রাউজারে ফ্লাশ সাপোর্ট করে কিনা এসব দেখে নিতে পারেন।
৫. বাংলাদেশের মার্কেটে এন্ড্রয়েড নিয়ে প্রতিযোগীতা চলে এইচটিসি, স্যামসাং আর সনি এরিকসনের মধ্যে। এদের মধ্যে এইচটিসি ও স্যামসাঙ প্রায় একই দামে মিডরেঞ্জ সাপোর্ট দেয়। সনি এরিকসনের ফোনগুলো মিডরেঞ্জে ভাল মনে হয় না, হায়ার মিড রেঞ্জে গেলে এদের ফোনগুলা একেকটা ভয়াবহ কনফিগারেশন। যেমন এক্সপেরিয়া আর্ক, নিও ইত্যাদি।
তবে ক্যান এন্ড্রয়েড কিনবেন সেটা আগে ঠিক করে নিন। আপনার জন্য এন্ড্রয়েড একটি সঠিক সিদ্ধান্ত হতেও পারে, নাও হতে পারে। তাই কেনার আগে নিশ্চিত হয়ে নিন, আসলেই কেনা উচিত হবে কিনা, আপনি আপনার বাজেটের সর্বোচ্চ ব্যবহার করছেন কিনা।
ওয়াইল্ডফায়ার এস এর দাম ২৪০০০ এর মত
ওয়াইল্ডফায়ার এস এর দাম কমিয়েছে টেলিসেন্স, গতকাল একজন টেলিসেন্সে গিয়ে ফোন করে জানিয়েছে এস এর দাম এখন ২২ হাজার টাকা।
কিন্তু সমস্যা হল হোয়াইট নাই
Samsung gio s5660 এটি নিতে পারেন। আমার ভাই এটি দুমাস পূর্বে কিনেছে 300 SGD দিয়ে।
মাইক্রোম্যাকক্স নিতে পারেন।
এ ৭০
ফিচারসঃ http://www.gsmarena.com/micromax_a70-3930.php
Telesens এর নাম্বারটা আছে নাকি কারোর কাছে?
Telesens এর নাম্বারটা আছে নাকি কারোর কাছে?
Shop # 14, Level # 1, Block # B, Bashundhara City
Phone: 9132586, Mobile: 01713062656
Shop # 14, Level # 1, Block # B, Bashundhara City
Phone: 9132586, Mobile: 01713062656
Galaxy Ace এর দাম জিগাইলাম। ওয়ারেন্টি ছাড়া ২৩৫০০ এবং ওয়ারেন্টিসহ ২৭৫০০!
অপরিচিত লিখেছেন:Shop # 14, Level # 1, Block # B, Bashundhara City
Phone: 9132586, Mobile: 01713062656Galaxy Ace এর দাম জিগাইলাম। ওয়ারেন্টি ছাড়া ২৩৫০০ এবং ওয়ারেন্টিসহ ২৭৫০০!
Galaxy Ace এইটা আমারও পছন্দ কিন্তু কিনিবার সামর্থ্য নাই
এইচটিসি ওয়াইল্ডফায়ার এখন ১৬০০০, ১৭০০০ এ পাওয়া যায়। smile
ওয়াইল্ডফায়ার এস এর দাম ২৪০০০ এর মত। বাকি যা আছে কোনটাই ৩০ এর নীচে না। sadতবে এন্ড্রয়েড কেনার আগে কিছু জিনিস দেখে নিলে বেটার
১. ডিসপ্লে রেজুলেশন এইচভিজিএ হলে ভাল, এর থেকে বেশী হলে আরো ভাল।
২. ব্যাটারী কমপক্ষে ১৩০০মিলিএম্পিয়ার কিংবা এর বেশী
৩. র্যাম বেশী পাওয়া যায় কিনা। কারন সামনে আপগ্রেড করলে র্যাম দরকার হবে, কাজেই যেটায় র্যাম বেশী আছে সেটাই কেনার ট্রাই করুন।
৪. প্রসেসর, স্পিড, ব্রাউজারে ফ্লাশ সাপোর্ট করে কিনা এসব দেখে নিতে পারেন।
৫. বাংলাদেশের মার্কেটে এন্ড্রয়েড নিয়ে প্রতিযোগীতা চলে এইচটিসি, স্যামসাং আর সনি এরিকসনের মধ্যে। এদের মধ্যে এইচটিসি ও স্যামসাঙ প্রায় একই দামে মিডরেঞ্জ সাপোর্ট দেয়। সনি এরিকসনের ফোনগুলো মিডরেঞ্জে ভাল মনে হয় না, হায়ার মিড রেঞ্জে গেলে এদের ফোনগুলা একেকটা ভয়াবহ কনফিগারেশন। যেমন এক্সপেরিয়া আর্ক, নিও ইত্যাদি।তবে ক্যান এন্ড্রয়েড কিনবেন সেটা আগে ঠিক করে নিন। আপনার জন্য এন্ড্রয়েড একটি সঠিক সিদ্ধান্ত হতেও পারে, নাও হতে পারে। তাই কেনার আগে নিশ্চিত হয়ে নিন, আসলেই কেনা উচিত হবে কিনা, আপনি আপনার বাজেটের সর্বোচ্চ ব্যবহার করছেন কিনা।
ভাই, এইচটিসি ওয়াইল্ডফায়ার এস কেমন হবে? gsmarena তে দেখলাম যে "No Adobe Flash player, Flash Lite only" এবং "No Document viewer"। এর মানে কি ইউটিউবের ভিডিও এবং পিডিএফ/ওয়ার্ড ফাইল দেখা যাবে না?
ভাই, এইচটিসি ওয়াইল্ডফায়ার এস কেমন হবে? gsmarena তে দেখলাম যে "No Adobe Flash player, Flash Lite only" এবং "No Document viewer"। এর মানে কি ইউটিউবের ভিডিও এবং পিডিএফ/ওয়ার্ড ফাইল দেখা যাবে না?
নাহ। এইসবই আপনি করতে পারবেন। ইউটিউব প্লেয়ার আছে তা দিয়ে দেখতে পারবেন।পিডিএফ ভিউয়ার মার্কেট থেকে নামিয়ে নিতে পারবেন।
নাহ। এইসবই আপনি করতে পারবেন। ইউটিউব প্লেয়ার আছে তা দিয়ে দেখতে পারবেন।পিডিএফ ভিউয়ার মার্কেট থেকে নামিয়ে নিতে পারবেন।
আর ওয়ার্ড ফাইল দেখা যাবে?
এইচটিসি ওয়াইল্ডফায়ার এখন ১৬০০০, ১৭০০০ এ পাওয়া যায়।
কন কি ?
এর চেয়ে মনে হয় HTC Wildfire ২০,০০০ অথবা Samsung Galaxy 551 ১৪০০০ টাকাটা ভাল হবে। কিবোর্ড আছে, আর বাকি সব কিছু খারাপ না।আমিও পরেরটাই ব্যবহার করি। আমার কোন অভিযোগ নেই।
Samsung Galaxy 551
এর দামটা কেউ নিশ্চিত করতে পারবেন?এটায় ক্যামেরা কয়টা? ফ্লাশ আছে? রুটিং করে বাংলা চালু করা যাবে?আর মডেম হিসেবে ব্যবহার করলে সর্বোচ্চ কত স্পীড পাবো?এটা আর জিপির অ্যানড্রয়েডের(huawei u8500) মধ্যে কোনটা নেয়া ভালো হবে?
আর এটার রিভিউ তেমন সুবিধার মনে হচ্ছে না।
Samsung Galaxy 551
এর দামটা কেউ নিশ্চিত করতে পারবেন?এটায় ক্যামেরা কয়টা? ফ্লাশ আছে? রুটিং করে বাংলা চালু করা যাবে?আর মডেম হিসেবে ব্যবহার করলে সর্বোচ্চ কত স্পীড পাবো?এটা আর জিপির অ্যানড্রয়েডের(huawei u8500) মধ্যে কোনটা নেয়া ভালো হবে?
ধ্রুব ভাই এটা কিনেছিলাম সম্ভবত ২০হাজার দিয়ে, এখন একটু কম হবে হয়তোবা, কিন্তু স্পেক যেরকম তাতে খুব একটা কমবে না, ২০ এর কাছাকাছিই থাকবে হয়তোবা।
ক্যামেরা একটাই, কোয়ালিটি খারাপ হওয়ার কথা না, তবে ভিডিও কোয়ালিটি ভাল হবে না। ফ্ল্যাশ এলইডি নেই, ব্রাউজারেও ফ্ল্যাশ সাপোর্ট পাবেন না, তবে ইউটিউব ক্লায়েন্ট থাকার কথা। রুট করে অনেক কিছুই করা সম্ভব। এজ ক্লাশ সম্ভবত ১০/১২ হবে, স্পিড সেই হিসেবে খারাপ না,
জিপির এন্ড্রয়েডটা কনফিগের তুলনায় দাম অনেক কম, আবার ২ বছরের ওয়ারেন্টির তুলনায় অনেক বেশী ভাল বলা যায়, দেখতেই তো পাচ্ছেন, Galaxy Ace এর ক্ষেত্রে মাত্র এক বছরের ওয়ারেন্টি থাকা না থাকার তফাতে ৪হাজার টাকার দাম কম বেশী হচ্ছে।
হুমম। এখন মনে হচ্ছে জিপিরটাই কিনতে হবে। মেহেদী ভাইকে ধন্যবাদ
দুঃখের বিষয় Galaxy 551 এর দামটা আসলেই এখন ১৪০০০ হয়ে গেছে। আমি নিজেও কয়েক মাস আগে ২০ দিয়ে কিনেছিলাম। বসুন্ধরা সিটিতে অফিসিয়ালি বিক্রি হয় এই দামে। তবে মডেম হিসাবে ব্যবহার করলে আতংকজনক রকমের গরম হয়ে যায়। তাই করি না। আপনি স্কাইফায়ার বা এক্স স্কোপ বা মিরেন ব্রাউজার ব্যবহার করলে ফ্ল্যাশ সাপোর্ট পাবেন। যে কোন ধরনের ডকুমেন্ট ফাইলই দেখতে পারবেন প্রয়োজনমত এ্যাপ দিয়ে।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » মুঠোফোন » অ্যান্ড্রয়েড » অ্যান্ড্রয়েড ফোন কিনতে পরামর্শ চাই
০.০৭৭২৪২১৩৬০০১৫৮৭ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৮.১৫৪১৩৩৯০৪৫৬৭ টি কোয়েরী চলেছে