Re: অ্যান্ড্রয়েড ফোন কিনতে পরামর্শ চাই
দুঃখের বিষয় Galaxy 551 এর দামটা আসলেই এখন ১৪০০০ হয়ে গেছে।
আপাত দৃষ্টিতে আপনার জন্য দুঃখের বিষয় হলেও, অন্যদের জন্য নিঃসন্দেহে গ্রেট নিউজ। কোয়ের্টী কিবোর্ড সাপোর্ট সহ এন্ড্রয়েড পেয়ে যাওয়া তাও এই দামে, অনেক অনেক গুড একটা নিউজ।
আর দুঃখ করে লাভ কি ? টেনকোলজী যেহারে আগাচ্ছে, তাতে কিছুদিন পরপরই দাম কমে যায়।