Re: প্রথম টুয়েন্টি - ২০ বি্শ্বকাপ জিতে নিল ভারত।
বিশ্বের সকল মুসল্মান যদি তাদের সাপোর্ট করে থাকে তাহলে কৃতজ্ঞতা না জানানোটা কি ভদ্রতা হবে?;q
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » প্রথম টুয়েন্টি - ২০ বি্শ্বকাপ জিতে নিল ভারত।
বিশ্বের সকল মুসল্মান যদি তাদের সাপোর্ট করে থাকে তাহলে কৃতজ্ঞতা না জানানোটা কি ভদ্রতা হবে?;q
তিনি বলেছেন কিনা আমি দেখিনি তবে বলে থাকলে বলব শুধু মুসলমানরাই তাদের সাপোর্টার নয় তিনি বলতে পারতেন সকল মুসলমান এবং সবাই তহলে কৃতজ্ঞতা টা কোন ধর্মের মধ্যে সীমাবদ্ধ থাকতো না
নাহরীন লিখেছেন:বাংলাদেশ 300 রান করেছে, আর অস্ট্রেলিয়া 299 রান করেছে। বাংলাদেশের ও অস্ট্রেলিয়ার অমুক ব্যাটসম্যান ' ' রান করেছে এবং অমুক বোলার ' ' উইকেট নিয়েছে।
ম্যাচ জয়ী: বাংলাদেশ।
যখন পাকিস্তান ও ভারতের মাঝে খেলা হয়, তখন প্রথমে মাথায় আসে কোন দল জিতেছে? প্রথমে কখনো মাথায় আসে না, আচ্ছা ভারত কত রানে জিতেছে?আসলে আমারই ভুল হয়েছে। বাংলাদেশে যে ভারতের অনেক সাপোর্টার আছে আমি তা ভুলেই গিয়েছিলাম। যাই হোক তানজিনা আপু আমি আপনার সাথে একমত পোষণ করছি। তবে কে জিতেছে সেটা জানার সাথে সাথে কিভাবে জিতেছে সেটাও জানতে চাই।
আচ্ছা নাহরীন আর তানজিনা কি একই ব্যক্তি? জানতাম নাতো!
নাকি আমার কোথাও ভুল হল;D
এটা তে অনেকেরই কনফিউশন
এটা তে অনেকেরই কনফিউশন
আমার মনে হয় সামিউল ভাই এ সমস্যার সমাধান করে দিতে পারে।
আচ্ছা, আপনারা কেউ কি লক্ষ্য করেছিলেন যে পাকিস্তানের অধিনায়ক শোয়েব মালিক ফাইনালের সেরেমনিতে বলেছেন তারা ধন্যবাদ জানাচ্ছেন বিশ্বের সকল মুসলমানদের তাদেরকে সমর্থন করার জন্য। এটা কেমন ধরণের হয়ে গেলো না? ভারতেও তো মুসলমান আছে, তারা কি পাকিস্তানকে সমর্থন দিয়েছিল, কে জানে? এমনকি ভারতীয় দলে পাঠান ভ্রাতৃদ্বয়ও তো আছে, তাই না? কই পুরো টুর্নামেন্টে কেউই তো এমন ধরণের ধর্ম নিয়ে কথা বলে নাই?
আপনারা কি মনে করেন? এটা কেমন দেখালো বিশ্ব পরিসরে?
এটা যদি সে বলেই থাকে তবে সংকীর্ণতার পরিচয় দিয়েছে।
তবে এটা খুবই দু:খের কথা ভারত পাকিস্তান ম্যাচগুলো মনে হয় যেন হিন্দু-মুসলমান মধ্যে খেলা; আবার ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ। দু:খজনক।
আচ্ছা, আপনারা কেউ কি লক্ষ্য করেছিলেন যে পাকিস্তানের অধিনায়ক শোয়েব মালিক ফাইনালের সেরেমনিতে বলেছেন তারা ধন্যবাদ জানাচ্ছেন বিশ্বের সকল মুসলমানদের তাদেরকে সমর্থন করার জন্য।
হ্যা লক্ষ করেছি এবং অবাক হয়েছি। এটা আসলেই দুঃখজনক যে আমরা খেলাটাকে এ পর্যায়ে নিয়ে এ এসেছি।
অনেকে ভারত পাকিস্তানের খেলাকে ধর্মযুদ্ধও (জিহাদ) বলে থাকে। খুব দুঃজনক।
সেভারাস লিখেছেন:এটা তে অনেকেরই কনফিউশন
আমার মনে হয় সামিউল ভাই এ সমস্যার সমাধান করে দিতে পারে।
ভাই আমি কিভাবে এ সমস্যার সমাধান দিব। আমি তো উনাদের (না কি উনাকে) চিনিই না। স্যরি ভুল বললাম এ ফোরামের মাধ্যমে চিনি। এছাড়া ব্যাক্তিগতভাবে তার সাথে আমার কোন পরিচয় নাই। :D
শোয়েব এ কাজটি অবশ্যই ভুল করেছে। কারণ অন্যান্য ধর্মের লোকেরাও পাকিস্তানের সমর্থক। এটা ওর বলা উচিত হয় নি।
আমি চেয়েছিলাম দক্ষিণ আফ্রিকা জিতুক।
আমি চেয়েছিলাম দক্ষিণ আফ্রিকা জিতুক।
তুমি চাইলেই জিতবে??
বলতাসি টাইম আছে ভালো হও
আমি চেয়েছিলাম দক্ষিণ আফ্রিকা জিতুক।
আমিও তাই চেয়েছিলাম। (y)(y)
আমি চেয়েছিলাম দক্ষিণ আফ্রিকা জিতুক।
আমিও তাই চেয়েছিলাম। (y)(y)
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » প্রথম টুয়েন্টি - ২০ বি্শ্বকাপ জিতে নিল ভারত।
০.০৪৯২৮৫৮৮৮৬৭১৮৭৫ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮২.২২৬১৪৯৮৪৫২০১ টি কোয়েরী চলেছে