Re: আমি যেখানে থাকি : পর্ব ৩ : অতিথি: শান্ত বালক
আমার কাছে কুষ্টিয়ার এবং যশোরের লোকদের কথা খুব ভালো লাগে, আমার কিছু বন্ধু আছে ভেড়ামারা, কুষ্টিয়ায়
এটা ঠিক ভাই। কুষ্টিয়া ও যশোর এলাকার মানুষ একেবারে শুদ্ধ ভাষায় ও খুব গুছিয়ে কথা বলেন।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » আমি যেখানে থাকি : পর্ব ৩ : অতিথি: শান্ত বালক
আমার কাছে কুষ্টিয়ার এবং যশোরের লোকদের কথা খুব ভালো লাগে, আমার কিছু বন্ধু আছে ভেড়ামারা, কুষ্টিয়ায়
এটা ঠিক ভাই। কুষ্টিয়া ও যশোর এলাকার মানুষ একেবারে শুদ্ধ ভাষায় ও খুব গুছিয়ে কথা বলেন।
চমৎকার উপস্থাপনা । শান্ত বালক ভাই অনেক সুন্দর এলাকায় থাকেন দেখি ।
এবার তো যেতেই হয় ।
সত্যিই অনেক সুন্দর আপনার এলাকাটা।
বিশেষ করে ধন্যবাদ স্বপ্নীল ভাইয়াকে এমন একটি সিরিজ টপিক করার জন্য। সেই সাথে ধন্যবাদ আসিফ ভাইয়াকেও সুন্দর ভাবে আপনার এলাকে তুলে ধরার জন্য। বিশেষ করে ছবি গুলো দিয়ে টপিকটি আরো পূর্ণতা পেয়েছে। দোয়া করেন যে আপনার এলাকাটা সবুজ-শ্যামলা নগরী থাকে।
এস,এম,ও,রাজু , আপনার কমেন্ট এতদিন চোখে পড়েনি, সরি। আপনাকে ধন্যবাদ।
এ ধরনের টপিকের কোনো মূল্য প্রজন্ম ফোরামে নেই,
এটা কেমন কথা হলো :?
একটা ছবিতেও কুনু ময়লা খুইজ্জা পাইলাম না শান্ত ভাই।
এতো সুন্দর জায়গা। খুব পছন্দ হইছে।
বর্ননা এক কথায় অসাম ....
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » আমি যেখানে থাকি : পর্ব ৩ : অতিথি: শান্ত বালক
০.০৬১৯৯০৯৭৬৩৩৩৬১৮ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৭.৪০১৩৯২১৬৭১৯৪ টি কোয়েরী চলেছে