টপিকঃ প্রাক-বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে আজ বাংলাদেশ লেবানন
বিশ্বকাপের প্রাক-বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে লেবাননের বিপক্ষে আজ বেঙ্গল টাইগাররা অ্যাওয়ে ম্যাচ খেলতে নামছে বৈরুতের ক্যামিলি চেমন স্পোর্টস সিটি স্টেডিয়ামে। বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় রাউন্ডের এই বাধা অতিক্রম করতে পারলেই বাংলাদেশ নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো পেঁৗছে যাবে গ্রুপ পর্বে। যেখানে মোট পাঁচটি গ্রুপে মুখোমুখি হবে এশিয়ার সেরা বিশটি দল। বাংলাদেশ ফিফার র্যাঙ্কিংয়ে ১৬৩ নম্বর দল। লেবাননের নম্বর এই ক্ষেত্রে আরও ১৪ ধাপ নিচে ১৭৭। দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ বঙ্গবন্ধু স্টেডিয়ামে দ্বিতীয় লেগের ম্যাচ খেলবে আগামী ২৮ জুলাই। প্রথম লেগের ম্যাচে জয় নিয়ে ফিরতে পারলে দ্বিতীয় লেগের সুবিধা পূর্ণাঙ্গই আদায় করতে পারবে বিপ্লবরা।