টপিকঃ গুডনাইট
সারাদিন কাজ করে ফিরি যেই ঘরে,
ঘুম ঘুম ভাব এসে তখনই যে ধরে।
ঘুম-টুম বাদ দিয়ে খেয়ে নেই আগে,
গিলে-টিলে পেট ভরি যতক্ষণ লাগে।
খাওয়া শেষে উঠে পড়ি, ছেড়ে দেই টিভি,
গান-নাচ সব মিলিয়ে লাগে হিবিজিবি।
তারপর খবরটা দেখি যেই আমি,
ভয় ধরানো সব খবরে বসে বসে ঘামি।
টিভি দেখা শেষ হলে প্রজন্মতে ঘুরি,
হাতে থাকে চানাচুর মিক্সড উইথ মুড়ি।
সবশেষে পেলে ঘুম নিভাই যে লাইট,
সবার মত আমিও বলি, "চলি, গুডনাইট"।