টপিকঃ আপনার পছন্দের প্লেয়ার নিয়ে স্বপ্নের টীম সাজান)
কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের রেজাল্ট সবার জানা আছে।বাংগালীরর দুই প্রিয় দল আর্জেন্টিনা ব্রাজিল বাদ।এখন কোপা আমেরিকার মজা অনেকটাই কমে গেল।সমস্যা নাই,সামনে আবার লীগ খেলা শুরু হইতেছে।তাই কেউ যদি ফ্রীতে একটা ক্লাবের মালিক হইতে চান এবং নিজের পছন্দমতো প্লেয়ার কিনে আপনার টিমে খেলাতে চান তবে এই টপিকের আসরে পোস্ট করেন।টাকা পয়সার দরকার নাই।সব কিছু কাল্পনিক।যাইহোক আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাকঃ
ফরোয়ার্ডঃ
১।কাউয়্যা(কাকা)
২।ব্রাজিলের রোনাল্ডোর ছোট ভাই,ক্রিস্টিয়ানো রোনালদো(ছোট রোনালদো
মিডফিল্ডারঃ
৩।মাছি(মেসি)
৪।ডি-মারিয়া
৫।চাবি(জাভি)
৬।ইনিইয়েস্তা
ডিফেন্ডারঃ
৭।লুসিও(প্রতিপক্ষ প্লেয়ারকে মারার বেলায় ওস্তাদ)
৮।পিকে
৯।রিকার্ডো ক্যারভালহো।
১০।পিউয়োল
গোলকিপারঃ
১১।কার্লো কুডিসিনি।
এবার আপনারাও আপনার পছন্দের টিম বানিয়ে এখানে সাবমিট করে দেন।