Re: কে হতে চায় ফকির : পর্ব ১ : অতিথি : হাঙ্গরিকোডার
না, আর মেনে নেয়া যায় না। এর একটা প্রতিকার করা চাই। এতদিন ভাবতাম হুমায়ুন আহমেদ কেন জন্ম নিল? সে একাই ভাল ভাল আইডিয়া গুলো নিয়ে গল্প লিখে আমাদের আর লেখার প্লাটই রাখে নাই।
এখন মনে হচ্ছে স্বপ্নীল ভাই কেন প্রজন্মে এল? একাই ভাল ভাল পোস্ট করে আমাদের জন্য ভাল কোন আইডিয়াই রাখে না।
অ:ট: পলাশ ভাই, কোথায় আছেন? চলেন- দুইজন মিলে স্বপ্নীল ভাইয়ের আইডিয়াগুলো ছিনতাই করি।