Re: কে হতে চায় ফকির : পর্ব ১ : অতিথি : হাঙ্গরিকোডার
পরবর্তী পর্বের হট সিটে কে বসবে
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » সাহিত্য-সংস্কৃতি » কে হতে চায় ফকির : পর্ব ১ : অতিথি : হাঙ্গরিকোডার
পরবর্তী পর্বের হট সিটে কে বসবে
ঝাক্কাস হইচে স্বপ্নীল ভাই।
দারুন দারুন, কিন্তু কোডিং বিষয়ক কোন প্রশ্ন নাই
স্ক্রীপ্ট ঠিকমত কাজ না করলে কি করা উচিৎ?
এর টাইপের কোশ্চেন নাই ক্যান জাতি জানতে চায়
এটা কি হইল ?
আরেকবার পড়া দেখি খারান
অবশ (দাঁতের সমস্যা জনিত) মুখে হাসতে হাসতে জান শেষ। ফকির কোডারকে অভিনন্দন আর উপস্থাপক স্বপ্নীলকে হাসানোর জন্য
অসাধারণ সাক্ষাতকার হইছে.......হাসতে হাসতে জান শেষ ।
স্বপ্নীল তুমি পারোও বটে..........কোডার ভাই এত মজার মানুষ বুঝতেই পারিনি......
হা হা হা, জটিল হয়েছে। মজা পাইলাম
হাসতে হাসতে অবস্থা খারাপ...। এই জন্যই খাওয়ার পর স্বপ্নীল ভাইয়ের পোস্ট দেখতে নাই!
কোডার ভাই কই ওনারে একটা ফোন দেন। আর সকিনা কে? জাতি জানতে যায়!
জটিল -এক কথায় চমঃকার.........
"কৌন বানেগা ফকির" -প্রতিযোগিতায় নির্বাচিত ফকির মশায় কর্তৃক প্রথম দিনের ভিক্ষা গ্রহন কার্য্যক্রম সবগুলো টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করার দাবী জানাচ্ছি।
হুম , এইটা মজা লাগলো।
হা হা হা। দারুণ হয়েছে। বেশ মজা পেলাম।
আচ্ছা পরবর্তী পর্বের হটসিটে কে বসতেছে?
ধন্যবাদ রাশ ও গৌতম।
সাইফ, পরবর্তী পর্ব এত জলদি আর আসছে না। পুরাই ফ্লপ খাইব আসলে। পাবলিক ঘনঘন দুই পর্ব এক সাথে পেলে খুব একটা মজা পাবে না।
প্রজন্ম ফোরাম » সাহিত্য-সংস্কৃতি » কে হতে চায় ফকির : পর্ব ১ : অতিথি : হাঙ্গরিকোডার
০.০৪৭৪৩৫০৪৫২৪২৩১ সেকেন্ডে তৈরী হয়েছে, ৫৯.৯৮৭৩৮৯২৭৫০৬৯ টি কোয়েরী চলেছে