টপিকঃ অনুগল্প- নৈশব্দ
বর্ষা মানেই রোদ আর বৃষ্টির লুকোচুরি খেলা। ঝমঝম করে নেচে যাওয়া বৃষ্টির পরই হাসি মুখে হাজির সোনা ঝরা রোদ। যেন একজনের আগমনে অন্য জনের লুকিয়ে পরা..
বারান্দায় বসে বসে এই অসাধারণ দৃশ্য দেখছি..।কয়দিন হলো আমরা নতুন এই বাসায় এসেছি। সামনের বাগানে বড় একটা কদম গাছ ... ফুলে ফুলে ভরা। বৃষ্টি থেকে বাচতে একজোড়া টুনটুনি এসে আশ্রয় নিযেছে গাছে। থেমে যাওয়া বৃষ্টির পর প্রকৃতি নতুন রুপে সেজেছে.. সামনের ভেজা রাস্তায় জমে যাওয়া পানিতে ছোট ছোট ছেলেমেয়েরা খেলায় ব্যস্ত।
পাশের বাড়ির বারান্দায় দাড়ানো একটি মেয়ে... আমারই বয়সই.।আমাদের বারান্দার দিকে তাকিয়ে, প্রকৃতির রুপে মুগ্ধ হয়ে এতক্ষন খেয়াল করিনি...। চোখ পড়তেই হাসি দিয়ে মনোযেগ আকর্ষন করি। প্রতি উত্তরে সেও হাসি দেয়....
নতুন এসেছেন? তার এই প্রশ্নে মাথা নাড়াই....
কি নাম আপনার, আমি পলা?একটু চুপ করে থাকি...
চোখে প্রশ্ন নিয়ে সে তাকিয়ে থাকে...
আমি চুপ...
ভেতর থেকে আমার বোন তিতলি এসে পরায় উত্তরটা সেই দেয়.. ওর নাম লাবণ্য।ও কথা বলতে পারে না।
তবে মুখ নাড়ানো দেখে কথা বুঝে নিতে পারে...
আকাশে মেঘ জমতে শুরু করেছে। যে কোন সময় বৃষ্টি শুরু হবে... তার শব্দ আমি শুনতে পাইনা...
মনটা অসার হয়ে গেছে....
ঝমঝম করে বৃষ্টি পড়ছে.. আমি পা বাড়িয়ে যাই সেইদিকে...
বৃষ্টিতে... চোখের জল আর বৃষ্টি এক হয়ে যায়....
আমার জগতটা শব্দহীন....
নি:শব্দে ভরা....
সেখানে শুধু অনুভূতিদের বাস...