৪২ ৩০-১২-২০১১ ২৩:৫৬ সর্বশেষ সম্পাদনা করেছেন স্বপ্নীল (৩০-১২-২০১১ ২৩:৫৭)
Re: কিছুক্ষণ উইথ স্বপ্নীল: পর্ব ৭ - অতিথি: অন্তিক
জেলাল লিখেছেন:তয়, মাইয়া আমেরিকা গিয়ে অন্তিকের রান্না-বান্না করে দিতে হবে, এজন্যই বেশি আর্জেন্ট।
লাভ নাই, ইম্পোর্ট করবি কেমনে তুই এখন?
আজিড়া মাইয়া দেখতে বলিস, লোকাল যোন আগে
হাহাহা..হাসতে অবস্থা খারাপ
অন্তিক, ইন্টারভুর সময় তো তোমার মান্থলি ইনকাম কত তা শুইনা কইসিলাম যে এহন চাইলে ৫ টা বউ একসাথে পালতে পারবা এই টাকা দিয়া। তা মাইয়া কি ৫টাই খুজুম?
একটায় রান্না করবো
২ নং টায় পা টিপবো
৩নং টায় গান শুনাইবো
৪নং টায় বাতাস করব
৫নং টায় স্টার প্লাস দেখবো
Re: কিছুক্ষণ উইথ স্বপ্নীল: পর্ব ৭ - অতিথি: অন্তিক
তয়, মাইয়া আমেরিকা গিয়ে অন্তিকের রান্না-বান্না করে দিতে হবে, এজন্যই বেশি আর্জেন্ট।
এক্স্যাক্টলি
আমি বহুত খাওয়ার কষ্টে আছি, এদিক সবকিছু মিষ্টি নাহলে নোনতা। মেয়েকে অবশ্যই ঝাল মুরগি আর গরু রান্না করতে জানতে হবে। অন্যান্য দেশি খাবার রান্নায় পারদর্শী মেয়েদের অগ্রাধিকার দেয়া হবে। আর হ্যাঁ, দেখতে একটু সুন্দর হতে হবে (এটুক না বললে আপনারা বউ না দেখে আমার জন্যে বাবুর্চী ধরে আনবেন )
Re: কিছুক্ষণ উইথ স্বপ্নীল: পর্ব ৭ - অতিথি: অন্তিক
আহমাদ মুজতবা লিখেছেন:লাভ নাই, ইম্পোর্ট করবি কেমনে তুই এখন?
আজিড়া মাইয়া দেখতে বলিস, লোকাল যোন আগে
হাহাহা..হাসতে অবস্থা খারাপ
অন্তিক, ইন্টারভুর সময় তো তোমার মান্থলি ইনকাম কত তা শুইনা কইসিলাম যে এহন চাইলে ৫ টা বউ একসাথে পালতে পারবা এই টাকা দিয়া। তা মাইয়া কি ৫টাই খুজুম?![]()
একটায় রান্না করবো
২ নং টায় পা টিপবো
৩নং টায় গান শুনাইবো
৪নং টায় বাতাস করব
৫নং টায় স্টার প্লাস দেখবো
মানুষ বেচে থাকলে বদলায় মরে গেলে পচে যায়। এখন দেশের সাথে ভাই বদলাইছে, তাই ৫ টা ৫ দেশী মেয়ে দেখেন। ১ জন ইমিগ্রেশনের জন্য, ১ জন রান্না, ১ জন অন্যান্য কাজ , ১ জন প্রেম করার জন্য, আরেকজন মপার দিয়া যত্ন নিবো
Re: কিছুক্ষণ উইথ স্বপ্নীল: পর্ব ৭ - অতিথি: অন্তিক
লাভ নাই, ইম্পোর্ট করবি কেমনে তুই এখন?
আজিড়া মাইয়া দেখতে বলিস, লোকাল যোন আগে
লোকালগুলান আমার ভাল্লাগে না
তা মাইয়া কি ৫টাই খুজুম? ghusi
ভুলেও না, বিপদ যত কম হয় ততই ভাল
Re: কিছুক্ষণ উইথ স্বপ্নীল: পর্ব ৭ - অতিথি: অন্তিক
স্বপ্নীল লিখেছেন:তা মাইয়া কি ৫টাই খুজুম? ghusi
ভুলেও না, বিপদ যত কম হয় ততই ভাল
বাহ বাহ, ৫ বউ মিল্লা মারামারি লাগসে, তাগো ক্যাচালের মাঝখানে পইড়া অন্তিক আলু- ভর্তা- আহা কি মনোহর দৃশ্য
Re: কিছুক্ষণ উইথ স্বপ্নীল: পর্ব ৭ - অতিথি: অন্তিক
লোকালগুলান আমার ভাল্লাগে না
তোর এক বিন্দু ভালোবাসা যে এমন এক বিরাট সাগরে পরিণত হৈবো এইটা আমি আগেই বুঝছিলাম। অর তোর সিটির মেয়ে সুন্দর না। ট্রাস্ট মি মিসৌরীতে ৯২ ভাগ মেয়েই সেই লেভেলের ছিলো। কিন্তু ভেস্টালে সব বুড়ি! সো আমি টানা ১ বছর ভেস্টালে থাকলেও এই কথা কমু হ্য়তোবা
Re: কিছুক্ষণ উইথ স্বপ্নীল: পর্ব ৭ - অতিথি: অন্তিক
অর তোর সিটির মেয়ে সুন্দর না। ট্রাস্ট মি মিসৌরীতে ৯২ ভাগ মেয়েই সেই লেভেলের ছিলো। কিন্তু ভেস্টালে সব বুড়ি! সো আমি টানা ১ বছর ভেস্টালে থাকলেও এই কথা কমু হ্য়তোবা
এদিককার মেয়েগুলান বেপুক হট, বাট কথা সেটা না। কথা হচ্ছে বাঙ্গালি মেয়েদের মধ্যে এমুন এক অদ্ভুত কারিশমা আছে যেটা অন্যদিক নাই। ঠিক করছি বাঙ্গালি ছাড়া বিয়া করুম না তুই এলা এখন যা বুঝার বুঝ। আমারে জালাইস না, আফটার অল আমি পব্লিক প্লেসে তোরে গালি দিতে পারতিসি না।
Re: কিছুক্ষণ উইথ স্বপ্নীল: পর্ব ৭ - অতিথি: অন্তিক
ধুর মিয়া এই টপিকেই গ্যাজানি শুরু করলেন
। আজিরা তে জান মিয়ারা ।