টপিকঃ ভার্চুয়াল বক্স টিউটোরিয়াল (লিনাক্স উবুন্টু ইন্সটল সহ)
[justify]আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো। আজ আমি আপনাদের মাঝে একটি অতি প্রয়োজনীয় টিউটোরিয়াল শেয়ার করবো, যা দ্বারা আপনারা অনেকেই উপকৃত হবেন বলে আমার বিশ্বাস। তাহলে কথা না বাড়িয়ে কাজ শুরু করে দেওয়া যাক, কি বলেন?[/justify]
![]()
আজ আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো - ভার্চুয়াল বক্সে লিনাক্স (উবুন্টু) সেটাপ করা। এজন্য এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করা হবে। আলচনাটি নিচের মত করে সাজানো হল:
১. ভূমিকা
২. ডাউনলোড
৩. ভার্চুয়াল বক্স ইন্সটল
৪. ভার্চুয়াল মেশিন তৈরি
৫. লিনাক্স উবুন্টু সেটাপ করা
৬. কিছু টিপস।তাহলে শুরু করা যাক-
আমি নিজে প্রথমবারের মত লিনাক্স সেটাপ করলাম। তাই পদ্ধতিগত কোন ভুল হলে তা ধরিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
যেহেতু টপিকটি একটি বিশাল টিউটোরিয়াল তাই এতে ৩৯ টি (jpg) পিকচার ব্যবহার করা হয়েছে। তাই এই টপিকটি লোড হতে কিছু সময় নিতে পারে।
এখানে একেবারে আগা-গোড়াঁ সব কিছু বলা হয়েছে যা সকলের দরকারে নাও আসতে পারে, তাই আপনার যেটুকু দরকার ঠিক সেটুকুই পড়ুন।[size=14] ১. ভূমিকা[/size]
বর্তমানে আমাদের দেশে বিভিন্ন মুক্ত অপারেটিং সিস্টেম এর ব্যবহার ও জনপ্রিয়তা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে তরুণ সমাজের ভুমিকাই বেশি। তাই আমাদের মধ্যে বিভিন্ন মুক্ত ওএস (মিন্ট, উবুন্টু, ওপেন সুস ইত্যাদি) ব্যবহারের ইচ্ছা জাগ্রত হচ্ছে। কিন্তু বহু দিনের অভ্যাস জানালা ছেড়ে মুক্ত দরজায় পা রাখা আমাদের জন্য বিশাল ঝামেলার। এমন অনেক লোক আছেন যারা পিসির সব কাজ জানালায় করে এতটাই অভ্যস্ত হয়ে পড়েছেন যে ইচ্ছা থাকা সত্ত্বেও লিনাক্স ভীতিতে এবং কাজের প্রয়োজনে তারা মুক্ত ওএস এর দুনিয়ায় আসতে পারছেন না। তাই তাদের মুক্ত ওএস দেখার-শেখার ও জানার আশা পুরনেই আমার এ ক্ষুদ্র প্রয়াস।
ভার্চুয়াল বক্স কী: ভার্চুয়াল বক্স এমন একটি সফটওয়্যার যা আপনার পিসিতে হোস্ট ওএস এর ভিতরে অন্য একটি গেস্ট ওএস চালাতে সাহায্য করে। এটি আপনার হোস্ট ওএস এর মধ্যে একটি ভার্চুয়াল কম্পিউটার তৈরি করে যার মধ্যে আপনি একটি অম্পিউটারের সকল কাজ করতে পারেন। এটি আপনার হোস্ট হার্ড ডিস্ক, র্যাম, ও প্রসেসর থেকে কিছু অংশ ভার্চুয়ালাইজড করে এবং আপনার মূল ওএস, বুট বা কোন ইনফরমেশন এর সাথে যুক্ত হয় না। এটি একটি ফ্রী এবং ওপেন সোর্স সফটওয়্যার। আরও জানতে অফিশিয়াল সাইটে ঘুরে আসতে পারেন।
লিনাক্স উবুন্টু কী?: এই সম্পর্কে আপনারা সবাই জানেন। তাই খুব সংক্ষেপে বললে " লিনাক্স উবুন্টু একটি কমিউনিটি ডেভেলপড ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। এটি সম্পর্কে জানতে এখানে যেতে পারেন।[size=14]২. ডাউনলোড[/size]
আমরা যেহেতু আজ ভার্চুয়াল বক্সে উবুন্টু সেটাপ করবো তাই আমাদের কাছে অবশ্যই এই দুটি সফট থাকতে হবে।
আমি নিজে ভার্চুয়াল বক্স ৪.০.৬ এবং উবুন্টু ১১.০৪ ডেস্কটপ এডিশন ব্যবহার করেছি। অবশ্য বর্তমানে ভার্চুয়াল বক্স ৪.০.৮ রিলিজ হয়েছে যা আসলে মেইন্টেইন্স এর জন্য। আমি নিজে এটা টেস্ট করি নাই তাই কাজের সুবিধার্থে ৪.০.৬ ব্যবহারের পরামর্শ দিব। নিচ থেকে ডাউনলোড করে নিন।VirtualBox 4.0.8 for Windows hosts
VirtualBox 4.0.6 for Windows hosts (রিকমান্ডেড){৭৯.৪১ মেগাবাইট}ঝটপট ডাউনলোড করে ফেলুন। তবে উবুন্টু সিডি হিসাবে লোকাল সপ থেকে কেনাই ভালো।
[size=14]৩. ভার্চুয়াল বক্স ইন্সটল[/size]
১. ভার্চুয়াল বক্স ডাউনলোড শেষে ডাউনলোড কৃত ফাইলটি রান করুন।
২. ওয়েলকাম স্ক্রীন এ নেক্সট চাপুন।
৩. সব ফিচার সিলেক্ট করে নেক্সট চাপুন।
৪. অপশন সিলেক্ট করে নেক্সট চাপুন।
৫. এখন আপনাকে একটি সতর্ক বার্তা দেখানো হবে এবং বলা হবে আপনার ইন্টারনেট সংযোগ রিসেট হবে। এক্ষেত্রে আপনার সকল ইন্টারনেট এর কাজ সেভ করুন এবং তারপর ইয়েস চাপুন।
৬. এখন পরপর ২ বার নেক্সট চাপুন।
৭. ইন্সটল শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
৮. ইন্সটল শেষে ফিনিশ চাপুন। অটোমেটিক লাঞ্চ এ টিক দিলে তা প্রোগ্রাম টি চালু করবে।
[size=14]৪. ভার্চুয়াল মেশিন তৈরি[/size]
১. প্রোগ্রাম চালু করতে "Oracle VM VirtualBox" আইকনে ক্লিক করুন।২. ভার্চুয়াল বক্সের ওয়েলকাম স্ক্রীন আসবে।
৩. এখন উপরে বামদিকে New এ ক্লিক করুন।
৪. ওয়েলকাম স্ক্রীন আসবে। এটা হচ্ছে নতুন মেশিন তৈরি করার উইজার্ড। নেক্সট চাপুন।
৫. এখানে আপনার মেশিনের নাম এবং কোন ওএস টা ঠিক মত দিন। নেক্সট চাপুন।
৬. আপনার ভার্চুয়াল মেশিন আপনার হোস্ট মেশিন এর সর্বোচ্চ কতটুকু মেমোরী ব্যবহার করতে পারবে তা নির্ধারন করে দিন। উবুন্টুর জন্য ডিফল্ট ৫১২ এমবি রাখতে পারেন, আবার আপনার RAM বেশি থাকলে তা বাড়িয়েও দিতে পারেন। তবে আপনার মোট মেমোরির ৫০% এর বেশি ভার্চুয়াল মেশিনের জন্য নির্ধারণ করা উচিত নয়।
৭. এখন ভার্চুয়াল মেশিনে হার্ড ডিস্ক সংযোগ করতে বলা হবে, চিত্রের মত রেখে নেক্সট চাপুন।
৮. নতুন ভার্চুয়াল ডিস্ক তৈরি করার উইজার্ড আসবে, নেক্সট চাপুন। (২ বার)য়া
৯. আপনার ভার্চুয়াল ডিস্ক এর তথ্য আপনার হোস্ট ডিস্ক এর কোথায় রাখা হবে এবং আপনার ভার্চুয়াল ডিস্ক এর সর্বোচ্চ ধারণক্ষমতা নির্ধারন করে নেক্সট চাপুন।
১০. ডিস্ক তৈরি করার উইজার্ড ফিনিশ করুন।
১১. ভার্চুয়াল মেশিন তৈরির উইজার্ড ফিনিশ করুন।
[size=14]৫. লিনাক্স উবুন্টু সেটাপ করা[/size]
সব ঠিক আছে তো? এই পর্যন্ত আসতে পারছেন? গুড! আপনাদের দিয়াই হবে। তাহলে আসেন, বাকীটা করে ফেলি-১. মেশিন তৈরি হয়ে গেলে ভার্ছুয়াল মেশিনটি সিলেকট করে স্টার্ট এ ক্লিক করুন।
২. নিচের মত ওয়ার্নিং আসবে, পড়ুন, বুঝে নিন এবং টিক দিয়ে ওকে করুন।
৩. মেশিনটি প্রথমবারের মত চালু করায় একটি ওএস ইন্সটল মিডিয়া চেয়ে একটি উইজার্ড খুলবে। আপন যদি উবুন্টুর সিডি কিনে থাকেন তবে এখন তা আপনার পিসিতে প্রবেশ করান। নেক্সট চাপুন।
৪. আপনার ইন্সটলেশন মিডিয়া দেখিয়ে দিন। আপনি সিডি ইমেজ ডাউনলোড করে থাকলে তা ব্রাউজ করে দেখিয়ে দিন। নেক্সট চাপুন।
৫. ফিনিশ করুন।
৬. ২/৩ টা ওয়ার্নিং পেতে পারেন। সব টিক দিয়ে ওকে করে দিন।
৭. এখন উবুন্টু সেটাপ প্রস্তুত হবে। একটু অপেক্ষা করুন।
৮. চাষা নির্বাচন করে উবুন্টু ইন্সটল করুন এ ক্লিক করুন। এক্ষেত্রে যেকোন ভাষা সিলেক্ট করতে পারেন। একই স্থানে ক্লিক করলেই হবে।
৯. চিত্রের মত করে চালিয়ে যান এ চাপুন।
১০. আবারও চালিয়ে যান চাপুন। (এটা শুধু ভার্চুয়াল মেশিনে করবেন, অন্যসময় ড্রাইভ সিলেক্ট করে দিতে হবে)
১১. চিত্রের মত চাপুন।
১২. লোকেশন নির্ধারন করুন এবং চালিয়ে যান চাপুন।
১৩. কীবোর্ড সিলেক্ট করে চালিয়ে যান (নেক্সট) চাপুন।
"যারা প্রভাত কীবোর্ড ব্যবহার করেন, তারা কীবোর্ড সিলেকশনের সময় কান্ট্রি লিষ্ট থেকে বাংলাদেশ এবং কীবোর্ড লেআউট "প্রভাত" সিলেক্ট করে নিন। সেটাপ হয়ে যাওয়ার পর আপনি প্যানেলে কীবোর্ড লে আউট অপশন পাবেন এবং ওখানে ইংরেজী ও প্রভাত দুইটাই থাকবে।কনফিগারেশনে গিয়ে কীবোর্ড শর্টকাটও ম্যানেজ করে নেয়া যায়।
"
১৪. আপনার ব্যাক্তিগত তথ্য দিয়ে নেক্সট চাপুন।
১৫. এখন ইন্সটল শুরু হবে। অপেক্ষা করুন।
১৬. ইন্সটল শেষে নিচের বার্তা আসবে, রিস্টার্ট করুন চাপুন।
১৭. এখন নিচের স্ক্রীন আসলে সিডি বের হয়ে যাবে। ট্রে বন্ধ করে এন্টার চাপুন( সিডি যেন ভিতরে না থাকে)
[size=24]বাস! হয়ে গেলো উবূন্টু সেটাপ!!![/size]
[size=14]৬. কিছু টিপস[/size]
১. আপনি ভার্চুয়াল মেশিনের সেটিং পরিবর্তন করে তা আরও সুন্দর করতে পারেন।
২. ফাস্টার এক্সেস এর জন্য ভার্চুয়াল মেশিনের শর্ট কাট ডেস্কটপে রাখতে পারেন।
৩. আপনার ভার্চুয়াল মেশিনের ডিফল্ট হোস্ট কী "Right Ctrl" ।কেমন লাগলো এবং কাজ হলো কিনা তা জানাবেন। সেই সাথে যেকোনো প্রশ্ন বা উপদেশ দিয়ে টপিকটাকে আরও তথ্যবহুল করে তুলবেন এটাই প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে।