টপিকঃ একি হলো!!!
আশরাফুল যেদিন খেলে ব্যাট হাতে নিয়ে সেদিনই বাংলাদেশ জেতে। এটা কী রকম! দলীয় অন্য খেলোয়াড়রা কী ম্যাচ জেতাতে পারে না? আশরাফুল 'প্রথম আলো'তে বলেছেন "এখনো সম্ভাবনা শেষ হয়ে যায়নি। শ্রীলংকাকে হারিয়ে আমরা ঘুরে দাঁড়াতে পারি।"পারলো তো না। খেলা দেখে মনে হলো বাঙ্গালীরা নিজেদের উইকেট যেন বিলিয়ে দিয়ে এলো।
আপনারা কী মনে করেন?