Re: এলোমেলো ছবিগুলো (আপনার Random ফটো শেয়ারিং)
Flower by Md. Borhan Uddin, on Flickr
Papaya by Md. Borhan Uddin, on Flickr
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » চারুকলা » আলোকচিত্র » এলোমেলো ছবিগুলো (আপনার Random ফটো শেয়ারিং)
Flower by Md. Borhan Uddin, on Flickr
Papaya by Md. Borhan Uddin, on Flickr
ধন্যবাদ বোরহান ভাই।
আপনার দেওয়া ফুলের ছবি দেখে আমারো একটা ছবির কথা মনে পড়লো !
Beauty of Color by Himomiya, on Flickr
সিলেট স্টেডিয়াম
মালিবাগেঃ
এই ছবিটা মিরপুরেঃ
She Goat and Date ! by Md. Borhan Uddin, on Flickr
Village View by Md. Borhan Uddin, on Flickr
আমি বিরিয়ানী খামু !!! কাতার ভাই আমারে কিছু মেইল কিরা দেন
আমিও একটা দিলাম। কিছুদিন আগে তোলা ।
IMG_1400 by Himomiya, on Flickr
হিমু ভাই আপনি কি ফটোগ্রাফির উপর পড়াশোনা করছেন? আর আপনি কি এর উপর জব করেন?
হিমু ভাই আপনি কি ফটোগ্রাফির উপর পড়াশোনা করছেন? আর আপনি কি এর উপর জব করেন?
নারে ভাই ! তবে আমি মাষ্টার্সটা ফটোগ্রাফিতে করবো। অলরেডি ডিপার্টম্যান্ট হেড এর সাথে এটা নিয়ে আলোচনাও হয়েছে। আর আমি এখনো ফটোগ্রাফিকে প্রফেশন হিসাবে নেইনি। আপাতত এমনিতেই বন্ধু বা পরিচিতদের ছবি তুলে দেই তখন হয়তো এটা সেটা গিফট পাওয়া যায়
ধন্যবাদ আপনাকে
অর্জুন লিখেছেন:হিমু ভাই আপনি কি ফটোগ্রাফির উপর পড়াশোনা করছেন? আর আপনি কি এর উপর জব করেন?
নারে ভাই ! তবে আমি মাষ্টার্সটা ফটোগ্রাফিতে করবো। অলরেডি ডিপার্টম্যান্ট হেড এর সাথে এটা নিয়ে আলোচনাও হয়েছে। আর আমি এখনো ফটোগ্রাফিকে প্রফেশন হিসাবে নেইনি। আপাতত এমনিতেই বন্ধু বা পরিচিতদের ছবি তুলে দেই তখন হয়তো এটা সেটা গিফট পাওয়া যায়
ধন্যবাদ আপনাকে
আসলে কথাটা জিজ্ঞেস করার কারন হচ্ছে আপনার ছবিগুলি অসম্ভব সুন্দর হয় । আমি আপনার একজন ফ্যান হয়ে গেলাম । বাই দ্যা ওয়ে আপনি কোথায় থাকেন ? আর অনার্স কিসের উপর করেছেন?
হিমু ভাই ফুলের ছবিটা পছন্দ হয়েছে
তবে আমি মাষ্টার্সটা ফটোগ্রাফিতে করবো। অলরেডি ডিপার্টম্যান্ট হেড এর সাথে এটা নিয়ে আলোচনাও হয়েছে। আর আমি এখনো ফটোগ্রাফিকে প্রফেশন হিসাবে নেইনি।
ফটোগ্রাফিতে পড়ালেখা না করেই এই অবস্থা... পড়লে জানি কি অবস্থা হবে আল্লাহ-ই জানেন।
আমি আরেকটা দিলাম
Baganbilash by s.r.shemul (offline 4 few months), on Flickr
হিমু ভাই, আপনার একটি ছবি আবার দেখতে নীচের লিঙ্কে ক্লিক করুন তো।
আমি কতটা বাজে ফটোগ্রাফার এটা হয়ত সবাই জানেন। তাও মাঝে মাঝে বেশী শখ হইলে একটা/দুইটা ক্লিক করি। নীচে দুইটা দিলাম।
টপিকটায় লাফাইতে লাফাইতে ফটো শেয়ার করতে আইসা মনটা দমে গেছে। সবাই কি সুন্দর ছবি তুলছে। আর আমি সারাবেলা বন্ধ একটা রুমে পড়ে থাকি, ছবি তোলাই ভুলে গেছি।
যাকগে, যেমন হয় হবে, ভাল না হইলে শেয়ার করা যাবে না এমন তো বলে নাই হিমু ভাই।
১. বৃস্টিস্নাত ঢাকাঃ
২.) প্রজন্ম, সব চাইতে বেশী দেখা জায়গা আমার।
৩. HDR করার চেষ্টার প্রথম ধাপ (যদিও নিজে কিছু করি নি, ক্যামেরা নিজেই করে নিয়েছে, কিছু সেটিংস শুধু আমাকে ডিফাইন করতে হয়েছিল)
৪. এলোমেলো কালার কম্বিনেশন
৫. আমার সাদাকালো আকাশ (সাথে জানালার গ্রীল ফ্রী )
৬. সাদামাটা আকাশ
৭. চন্দ্রবিন্দু ( ক্যামেরা বাজে, আগেই মাফ চাই )
৮. HDR কি জিনিস ভালো বুঝিনা, তাই ইচ্ছেমত টানাহেঁচড়া করলাম। তবে আমার পছন্দ হয়েছে।
আপডেটঃ যে ক্যামেরা দিয়ে তুললাম আর কি, ( ছবিরটা অবশ্য আমার না, ওটা মাইক্রোকাতার ভাইয়ের )
হিমু ভাই, আপনার একটি ছবি আবার দেখতে নীচের লিঙ্কে ক্লিক করুন তো।
বাহ ! দারুনতো ! ধন্যবাদ ভাই।
যাক ! অবশেষে সাইফ আর মেহেদী ভাইকেও দেখা গেলো ক্যামেরা হাতে !
মেহেদী ভাইয়ের কয়েকটা ছবি ভালো লাগিয়াছে। ৩/৭/৮ নাম্বার। ক্যারি অন
জাতি আরো ছবি দেখতে চায় ।
ফালতু একটা ছবি লন নতুন ক্যামেরা থেইক্যা আজ সকালে এই টপিকটা দেখে মন উশখুশ করছিলো নতুন কোন ছবি তোলার জন্য। মাথায় শেষ পর্যন্ত এই আইডিয়া আসল
ইহা আমার বর্তমান জিপি সিমের অবস্থা
মেহেদী ভাইয়ের কয়েকটা ছবি ভালো লাগিয়াছে। ৩/৭/৮ নাম্বার। ক্যারি অন
জাতি আরো ছবি দেখতে চায় ।
বাসা থেকেই তো বের হওয়া হচ্ছে না।
জাতি কি আনলিমিটেড হাইস্পিড ইন্টারনেট পেয়ে গেল নাকি ? এত ছবি দেখতে চায় ক্যান ?
সূর্যাস্তের আলোয় সমুদ্রতীরের কাঁকড়া...
সিলেটের দালানকোঠা
নাকিব ভাই দেখা যায় উপরতলার মানুষ। যত ছবি সব উপর থেকে।
সিলেটে ইবনে সিনা হাসপাতালের ৮ তলা থেকে তোলা, আমার নিজের বাসা দোতলাতেই
Guess who is that ? by Md. Borhan Uddin, on Flickr
Beautiful Sky by Md. Borhan Uddin, on Flickr
প্রজন্ম ফোরাম » চারুকলা » আলোকচিত্র » এলোমেলো ছবিগুলো (আপনার Random ফটো শেয়ারিং)
০.১০৩৩৫৪৯৩০৮৭৭৬৯ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৭.৭৮৯৬৪৮৮৪১২৯৭ টি কোয়েরী চলেছে