Re: জব প্রিপারেশন ও চাকরির অভিজ্ঞতা নিয়ে আলাপ-আলোচনা-গল্প-আড্ডা
মাহমুদ রাব্বি লিখেছেন:তিন বছরের জন্য সার্টিফিকেট রেখে দেবে যাতে ভালো কোন জায়গায় এপ্লাই করতে না পারি
স্ক্যান+লেমিনেটিং করে ২ নম্বর আসল সার্টিফিকেট বানিয়ে দিয়ে দেন। আমাদের সাথের সব পোলাপাইন এখনই এটাই করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ ধরা পড়ে নাই।
কোন কন্ট্রাক্ট পেপার সাইন করতে পারমু না যেখানে লেখা থাকে এত বছর আমাকে এখানে জব করতেই হবে। চাকরী ছাড়তে হলে তিন মাসের বেতন সারেন্ডার করা আমার পক্ষে অসম্ভব। এত শর্তের বেড়াজাল যেখানে সেখানে অবশ্যই এদের রেপুটেশন খারাপ এমপ্লোইদের কাছে। নির্ঘাত এদের আগের এপ্লোইরা ভেগে গেছে ইল ট্রিটের কারনে তাই এইসব কন্ট্রাক্ট সাইন করিয়ে শিকল দিয়ে বেধে রাখার বন্দোবস্ত। এমপ্লোইদের সাথে কথা বলে যা ধারনা পেয়েছি তা হলো এই সব শর্তের বেড়াজালে মধ্যে একবার পড়লে সেখান থেকে বেরিয়ে আসা কঠিন।
-------------
এখন আবার এমবিএ (৬০ ক্রেডিট) করতে দেড় / দুই বছর যাইবো (৫ সেমিষ্টার + ইন্টার্নশীপ)।