Re: জব প্রিপারেশন ও চাকরির অভিজ্ঞতা নিয়ে আলাপ-আলোচনা-গল্প-আড্ডা
সব সাবজেক্ট থেকে পড়ে বিসিএস বা অন্যান্য এই ধরনের ইন্টারভিউ গুলাতে সাধারণ জ্ঞান নিয়ে সবার যে প্রস্তুতি শুরু হয়
আমরা ভাল আছি
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » কর্ম খালি আছে » জব প্রিপারেশন ও চাকরির অভিজ্ঞতা নিয়ে আলাপ-আলোচনা-গল্প-আড্ডা
সব সাবজেক্ট থেকে পড়ে বিসিএস বা অন্যান্য এই ধরনের ইন্টারভিউ গুলাতে সাধারণ জ্ঞান নিয়ে সবার যে প্রস্তুতি শুরু হয়
আমরা ভাল আছি
দারুন টপিক। আশা করি এই টপিকে সবাই আলোচনা করে সমৃদ্ধ করে রাখবে।
পোল অনুসারে বাংলায় লোকজনের ভীতি সবচেয়ে কম। ভাই, আপনারা সাধারণ জ্ঞান আর অংকের উপরে কিছু দেন।
নিজের একটা অভিজ্ঞতা শেয়ার করি।
একটা প্রতিষ্ঠানে (সঙ্গত কারণেই নাম বলছি না) কমার্শিয়াল এক্সিকিউটিভ হিসেবে ভাইবা দিতে গেলাম। আমার ভাইবা নিচ্ছিল ঐ প্রতিষ্ঠানের ইন্টারনাল অডিট এর ম্যানেজার, কমার্শিয়াল ম্যানেজার আর এইচআরএম ম্যানেজার। এক পর্যায়ে অডিট ম্যানেজার আমাকে প্রশ্ন করল, "মোট লাভ কিভাবে বের করা যায়?" আমি তেমন না ভেবে ঝটপট উত্তর দিলাম, "টোটাল সেলস থেকে কষ্ট অফ গুড'স সোল্ড বাদ দিলে মোট লাভ পাওয়া যায়।"
উনি আমাকে এমন ধমক দিলেন, বলার মত না। তারপর বেশ কিছু কথা শুনিয়ে দিলেন। খালি নকল করে সার্টিফিকেট বাগালেই হয় না। একটু পড়াশোনাও করতে হয়। মোট লাভ কিভাবে বের করে, সেইটা জানি না! আবার দাবী করছি এমবিএ করেছি...........................।
আমার মেজাজ খারাপ হয়ে গেল। তবুও অত্যন্ত বিনয়ের সাথে বললাম, "স্যার, আমার জানায় ভুল থাকতে পারে। আপনি যদি শিখিয়ে দিতেন তবে হয়ত এই ভুলটা আর করতাম না।" তিনি কাগজ কলম হাতে আমকে শেখাতে শুরু করলেন। "টোটাল সেলসে এর সাথে সমাপনী মজুদ যোগ করবেন সেখান থেকে প্রারম্ভিক মজুদ বাদ দিবেন....................................।"
কি করব বুঝে উঠতে পারি নি। মনে মনে গালি দিয়েছি, "শালা গাধা, তুই তোর এই জ্ঞান নিয়ে ম্যানেজার হইছিস!!!"
অনেক ভালো একটা টপিক খোলার জন্য স্বপ্নীলকে ধন্যবাদ
জীবনে এখন পর্যন্ত তিনটা ইন্টারভিউ দিছি জব এর লাইগা। প্রথম দুইটা আছিলো পার্ট-টাইম জব। কাজেই ইন্টারভিউতে হাই-হ্যালো কইরাই জব দিয়া দিছিলো। তেমন কিছু জিগায় নাই। আর লাস্ট ইন্টারভিউতে অনেক কিছু জিগাইছে। সবকিছু একাডেমিক লাইনের। কাজেই সাধারণ জ্ঞান টাইপের পেইন প্রশ্ন আমি ফেস করি নাই। তবে ছোটখাটো যে অভিজ্ঞতা হইছে তা থেইকা বলবার পারি যে, ইন্টারভিউতে ক্যান্ডিডেট কি পারলো আর না পারলো সেইটার সাথে সাথে ক্যানডিডেটের স্মার্টনেস, আদব-লেহাজ সবই দেখা হয়। কেউ সব-প্রশ্নের উত্তর দিলো, কিন্তু ঔদ্ধত্যের সাথে। এই টাইপ পাবলিকের লাইগা জব পাওয়াটা একটু কষ্টকর বৈকি। ইংরেজীতে ফ্লুয়েন্সী থাকাটা জরুরী। এর মানে এই না যে একদম চোস্ত বৃটিশ এক্সেন্টে ইংলিশ কওয়া লাগবো। মোটামুটি আটকায় না যাওয়ার মত ফ্লুয়েন্সী থাকলেই চলবে। তবে প্রশ্ন বাংলায় করলে সেইটার উত্তর ইংরেজীতে দেওয়া ঠিক না। প্রশ্ন বাংলায় হলে উত্তর বাংলায়, ইংরেজীতে হলে ইংরেজী। নিজে যেটা না, সেটা জাহির করার চেষ্টা না করাই ভালো। অনেক সময় বোর্ডে একজন সাইকোলজিস্ট থাকেন। উনি এই ব্যপারগুলো লক্ষ্য করেন। ইন্টারভিউ দিতে যাবার সময় নিজের পোষাকের দিকে একটু মনোযোগী হতে হবে। জিন্স, টি-শার্ট আর পায়ে চামরার চপ্পল পরে ইন্টারভিউতে গেলে চাকরি না পাওয়ার সম্ভাবনাই বেশি। সবশেষে নিজের উপর আস্থা রাখতে হবে এবং নিজে সৎ থাকতে হবে।
এই হইলো আমার তরফ থেইকা দেওয়া পরামর্শ (পাকনামী)
অংকে আমি খুব কাঁচা। সাধারন জ্ঞানেরও অবস্থা বেশি ভালো না। হায় হায়... আমার কি হইবে
টপিক স্টিকি করা হোক।
এই পর্যন্ত দুটা জব ইন্টারভিউ দিয়েছি। আমার প্রফেশনের একটা সুবিধা, বাইরের উরা ধুরা কোন প্রশ্ন নাই। দুইটাতেই জব পেয়েছিলাম।
এই পর্যন্ত ইন্টারভিউ দিয়েছি একটা। ভাইভাতে তেমন কিছু জিজ্ঞেস করে নাই। কি কি পারি সেইটা জানতে চাইছে শুধু। তারপর ট্রায়ালে ছিলাম একমাস। ট্রায়ালটার প্রস্তাবটা অবশ্য আমি নিজেই করেছিলাম। আমার বস আমাকে নিয়ে কিছুটা কনফিউশনে ছিল। তবে খুব বেশী কথা বোধহয় ফেলেছিলাম প্রথম দিনে
প্রজন্ম ফোরাম » কর্ম খালি আছে » জব প্রিপারেশন ও চাকরির অভিজ্ঞতা নিয়ে আলাপ-আলোচনা-গল্প-আড্ডা
০.০৫৮০৩৭৯৯৬২৯২১১৪ সেকেন্ডে তৈরী হয়েছে, ৬০.৯৭৩৮৪২২২৯১৫১ টি কোয়েরী চলেছে