Re: আমি যেখানে থাকি : পর্ব ১ : অতিথি: ইলিয়াস ভাই
একদিন ইলিয়াস ভায়ের এলাকাতে বেড়াতে যেতে হবে।
ইলিয়াস ভাই, ইচ্ছা হচ্ছে আপনার এলাকাতে একবার ঘুরে আসি।
ইনশাআল্লাহ দু'জনই চলে আসেন ।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » আমি যেখানে থাকি : পর্ব ১ : অতিথি: ইলিয়াস ভাই
একদিন ইলিয়াস ভায়ের এলাকাতে বেড়াতে যেতে হবে।
ইলিয়াস ভাই, ইচ্ছা হচ্ছে আপনার এলাকাতে একবার ঘুরে আসি।
ইনশাআল্লাহ দু'জনই চলে আসেন ।
লেখাটা দারুন লাগল। ইলিয়াস ভাই সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম। আর বিক্রমপুরের মানুষদের নিয়ে নতুন করে কি বলব। খুব মাই ডিয়ার টাইপ লোক হয় এরা। আমার নিবাস জুরাইন হওয়াতে বিক্রমপুরের অনেক মানুষের সাথে মিশার সুযোগ পেয়েছি।
ধন্যবাদ স্বপ্নীল আর ইলিয়াস ভাই, দুজনকেই।
আমি তো কমিন্ট দিছি কিন্তু ২টা আসল চোখ আর ১টা প্রপিক ওয়ালা চোখ ভাই আমারে একবার থাঙ্কু ও দিলো না
![]()
![]()
![]()
আমি তো কমিন্ট দিছি কিন্তু ২টা আসল চোখ আর ১টা প্রপিক ওয়ালা চোখ ভাই আমারে একবার থাঙ্কু ও দিলো না
![]()
আমি কিন্ত আমার টপিকে "সবাইকে ধন্যবাদ" লিখেছি বোন।
আমার দেশী বর্তমানে প্রবাসী নাদিয়া জামানকে আন্তরিক ধন্যবাদ।
![]()
![]()
![]()
আমি তো কমিন্ট দিছি কিন্তু ২টা আসল চোখ আর ১টা প্রপিক ওয়ালা চোখ ভাই আমারে একবার থাঙ্কু ও দিলো না
![]()
আমিও তো সবাইরে এক সাথে থ্যাংকু দিলাম
সবাইরে এক সাথে শর্টকার্টে থ্যাংকু দেয়ার সিসটেম টা এখান থেকে মিতব্যয়ী মানুষ নাদিয়া@২০০..ডট.কম এর কাছ থেকে শিখে নেয়া হয়েছে
বেশ ভাল লাগল। স্বপ্নীল ভাই, ইলিয়াস ভাই দু জনকেই ধন্যবাদ।
ইলিয়াস ভাই এর এলাকার চমৎকার বর্ননা পড়ে খুব ভালো লাগলো ! আরো ভালো লাগলো সেই মুরুব্বিকে ইন্টারনেট বিষয়ক ভ্রান্ত ধারণা থেকে মুক্তি দেয়ায় !
দারুন একটি পোস্ট, স্বপ্নীল কে ধন্যবাদ, আমি ও মুন্সীগঞ্জের ছেলে যাকে বলে বিক্রমপুইরা পোলা
দারুন একটি পোস্ট, স্বপ্নীল কে ধন্যবাদ, আমি ও মুন্সীগঞ্জের ছেলে যাকে বলে বিক্রমপুইরা পোলা
পুরাটা তো লিখলেন না ৮০ টাকা তোলা
আকাশছোঁয়া লিখেছেন:দারুন একটি পোস্ট, স্বপ্নীল কে ধন্যবাদ, আমি ও মুন্সীগঞ্জের ছেলে যাকে বলে বিক্রমপুইরা পোলা
পুরাটা তো লিখলেন না ৮০ টাকা তোলা
কেই একজন বলে দিবে তাই...
শাহাদাত, প্রাতিভাসিক,সদস্য_১, RUSSEL13, আকাশছোঁয়া, shitol69 - সবাইকে অনেক অনেক ধন্যবাদ
shitol69, কেমুন হইছে কন পিলিজ চলকেট খাওয়ামুনে
নাদিয়া জামান লিখেছেন:পুরাটা তো লিখলেন না ৮০ টাকা তোলা
কেই একজন বলে দিবে তাই...
না এখন যেহেতু সব কিছুর দাম বাড়তি,তাই আমারা বিক্রম্পুইরা পোলারা আর ৮০ টাকার তোলা না,আর ও বেশি......... টাকার তোলা
আমার এলাকার আরো কিছু ছবি তুলেছি যা আগামি কাল আপনাদের উপহার দেয়ার ইচ্ছে আছে ।
আমার এলাকার আরো কিছু ছবি তুলেছি যা আগামি কাল আপনাদের উপহার দেয়ার ইচ্ছে আছে ।
অপেক্ষায় রইলাম !
আমি সারাদিন অপেক্ষা করলাম একটা বিশেষ টপিকে বিশেষ একজন সদস্যার কমেন্ট পাবার আশায়।
ইলিয়াস ভাইয়ের এই কমেন্ট পড়ে ইনভেস্টিগেশন করতে করতে এই টপিকে আসলাম তাড়াতাড়ি! যদিও আগে ইলিয়াস ভাইয়ের সম্মাননা ক্লিকাইছিলাম কিন্তু বুদ্ধুরামদের ঠেলায় বায়াস্ড না না কনফিউজড হয়ে গেছিলাম!
এবার মনে হয় বুদ্ধুরামরে ধরে বাঁশ দিতে হবে!
আমার গোয়েন্দাগিরিকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিন্নখাতে প্রবাহিত করার এই হীন অপচেষ্টা মেনে নেওয়া যায় না!
মেহেদী৮৩ লিখেছেন:কে ? কে ? কে ? কে সেই আলসের মহারাণী যে সারাদিনেও আপনার বিশেষ লেখা দেখে নি ?
টপিকটা ভাই আমি করিনি ভাই ।
অবশ্য সর্বপ্রকার চক্রান্তের পরেও, এই কমেন্টের আগেই আমি এই টপিকখানি আবিস্কার করতে সক্ষম হয়েছি! শুধু এখন এই আলসে মহারাণীটা যে কে, তাই জানার চেষ্টায় সফল হতে পারি নি! সমস্যা নেই, যেই মাত্র আসামী ধরা খাবে, সেই মাত্র তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে!
কিন্তু ইলিয়াস ভাইয়ের ঐ কমেন্টের আগেই ত ছবি আপু, আর নাদিয়া আপু কমেন্ট করে ফেলছে!
চমৎকার আরেকটা সিরিজ শুরু করায় স্বপ্নীলকে সালাম! আগামী বছর বেস্ট ফোরামিস্ট হিসেবে আমি স্বপ্নীলকেই দেখতে পাচ্ছি...।
কিঞ্চিত মাস্টারিং:
'ঔতিহ্যবাহী' হবে না, হবে 'ঐতিহ্যবাহী'!
'সহযোগিতা মনোভাবাপন্ন' না লিখে 'সহযোগী মনোভাবাপন্ন' লিখলে শুনতে বেশি ভাললাগে!
এই টপিকটা আমার খুব আগ্রহের একটা বিষয় নিয়ে করা। আমার খুব আগ্রহ ছিল ইলিয়াস ভাই যে জায়গায় থাকেন সেটা সম্পর্কে জানার। আমি দুজনকেই আন্তরিক ধন্যবাদ না জানিয়ে পারছি না! সত্যি, স্বপ্নীল, আমার ফোরামে নতুন হওয়ার পরেই ইন্টারভিউ টাইপের একটা আইডিয়া মাথায় ঘুর ঘুর করছিল, সাথে সাথে কারও কারও গ্রাম, কারও কারও ইউনিভার্সিটি সম্পর্কে জানার আগ্রহ জন্মেছিল! যাদের এলাকা সম্পর্কে জানার আগ্রহ ছিল, তারমধ্যে ইলিয়াস ভাই, শান্ত বালক ভাই, এস, এম, ও, রাজু, জাবেদ - এরা অন্যতম! আমার মনে হয়েছিল ইলিয়াস ভাইয়ের কাছ থেকে তার গ্রাম সম্পর্কে জেনে গল্প লিখব। আরও অনেক কিছু। তুমি আমার সেই ইচ্ছেগুলো অজান্তেই পূরন করে দিচ্ছ! অসংখ্য ধন্যবাদ!
ইলিয়াস ভাইয়ের সম্পর্কে জানতে পেরে খুব খুউব ভালো লাগল! মসজিদ, মাদ্রাসা, মক্তব - এই বিষয়গুলোই খুব হৃদয়স্পর্শী। মক্তবের ছোট শিশুদের দেখে শুধু একটা কথাই জানতে ইচ্ছে করছে, আমরা- ফোরামিক ভাই-বোনেরা তাদের জন্য কি করতে পারি! কি করতে পারি যাতে ইলিয়াস ভাইয়ের মহতি কাজের সাহায্য হয়!
আচ্ছা, ইলিয়াস ভাইয়ের বাসার ছবি নাই কেন? অবশ্য তাতে টপিকটা একটুও অপূর্ন হচ্ছে না, শুধু ব্যাপার হল আমার খুব দেখতে ইচ্ছে করছিল। আমি টপিকটা দেখেই প্রথমে ছবিগুলো দেখি আর ইলিয়াস ভাইয়ের বাসার ছবি খুজি, বার বার করে। আমার মনে হচ্ছিল, দক্ষিণের মাহবুবের মতো করে ইলিয়াস ভাইয়ের বাসার ছবি দেওয়া হবে বুঝি!
আমিও যেমন বুদ্ধু!
স্বপ্নীল, তোমার লেখনী চমৎকার গোছানো হয়েছে! আমি খুব মজা পেয়েছি পড়ে...।
অবশেষে উনাকে বুঝাতে পারলাম যে: "ইন্টারনেট এমন একটা জিনিস, আপনি যদি বেহেশতের রাস্তা খুজতে চান, তা পাবেন, তেমনি দোজখের রাস্তা খুজতে চাইলে সেটাও পাবেন। আপনাকে দেখাব দোজখের রাস্তা ??"
আমিও একটু এরকমই বলি কারন প্রথম প্রথম ইন্টারনেট সম্পর্কে আমার বাবারই খারাপ ধারনা ছিল আর বন্ধুবান্ধব তো আছেই।
সবশেষ বলব ইলিয়াস ভাইয়ের সরলতা আমার হৃদয় ছুয়ে গেল, আসলে আমরা সবাই যান্ত্রিক হয়ে যাচ্ছি আমারদের সবার উচিৎ সরল হওয়া
ইলিয়াস ভাই এবং স্বপ্নীল ভাইকে ধন্যবাদ।
চমৎকার আরেকটা সিরিজ শুরু করায় স্বপ্নীলকে সালাম!
আগামী বছর বেস্ট ফোরামিস্ট হিসেবে আমি স্বপ্নীলকেই দেখতে পাচ্ছি...।
এই টপিকটা আমার খুব আগ্রহের একটা বিষয় নিয়ে করা। আমার খুব আগ্রহ ছিল ইলিয়াস ভাই যে জায়গায় থাকেন সেটা সম্পর্কে জানার। আমি দুজনকেই আন্তরিক ধন্যবাদ না জানিয়ে পারছি না!
সত্যি, স্বপ্নীল, আমার ফোরামে নতুন হওয়ার পরেই ইন্টারভিউ টাইপের একটা আইডিয়া মাথায় ঘুর ঘুর করছিল, সাথে সাথে কারও কারও গ্রাম, কারও কারও ইউনিভার্সিটি সম্পর্কে জানার আগ্রহ জন্মেছিল! যাদের এলাকা সম্পর্কে জানার আগ্রহ ছিল, তারমধ্যে ইলিয়াস ভাই, শান্ত বালক ভাই, এস, এম, ও, রাজু, জাবেদ - এরা অন্যতম! আমার মনে হয়েছিল ইলিয়াস ভাইয়ের কাছ থেকে তার গ্রাম সম্পর্কে জেনে গল্প লিখব। আরও অনেক কিছু। তুমি আমার সেই ইচ্ছেগুলো অজান্তেই পূরন করে দিচ্ছ! অসংখ্য ধন্যবাদ!
আচ্ছা, ইলিয়াস ভাইয়ের বাসার ছবি নাই কেন?
অবশ্য তাতে টপিকটা একটুও অপূর্ন হচ্ছে না, শুধু ব্যাপার হল আমার খুব দেখতে ইচ্ছে করছিল। আমি টপিকটা দেখেই প্রথমে ছবিগুলো দেখি আর ইলিয়াস ভাইয়ের বাসার ছবি খুজি, বার বার করে। আমার মনে হচ্ছিল, দক্ষিণের মাহবুবের মতো করে ইলিয়াস ভাইয়ের বাসার ছবি দেওয়া হবে বুঝি!
আমিও যেমন বুদ্ধু!
স্বপ্নীল, তোমার লেখনী চমৎকার গোছানো হয়েছে! আমি খুব মজা পেয়েছি পড়ে...।
যাক বাবা, তোমার কমেন্ট অবশেষে পাওয়া গেল। এই সিরিজগুলোতে তোমার কমেন্ট যে কতটুকু গুরুত্বপূর্ন আমার কাছে তা বলে বোঝাতে পারব না। মনে হয় এই কদিন সাংসারিক ঝামেলায় ব্যস্ত ছিলে। তোমাকে প্রথমেই অনেক ধন্যবাদ। আমি এত প্রশংসা পেয়ে দিশেহারা, এসবের যোগ্য আমি নই। আমার চেয়েও ভালো ভালো ফোরামিক রয়েছে যার মধ্যে তুমি একজন।
বানান ঠিক করে দিলাম আর ইলিয়াস ভাইকে আরো ছবির কথা (তুমি যেগুলো দেখতে চেয়েছো) অনেক বলেছি। কিন্তু উনি সময় ও সুযোগ করে উঠতে পারেননি। আর বেশি চাপাচাপি করি নাই, কারণ উনার প্রাইভেসি সমস্যা থাকতে পারে, তবে আকারে- ইংগিতে অনেকবারই বলেছি এমন ছবি দিতে যাতে উনি যেখানে থাকেন সেটা যেন আরো ভাল করে ফুটে উঠে। দেখি, আজকে উনি বলেছেন আরো কিছু ছবি দিবেন।
আশিফ, তোমাকেও অনেক ধন্যবাদ
এক কথায় অসাধারণ
ধন্যবাদ দুজনকেই
আচ্ছা, ইলিয়াস ভাইয়ের বাসার ছবি নাই কেন?
বোনরে আমার বাসার ভাঙ্গা ঘরের ছবি দিতে মন চাইতেছে না। তারপরেও যদি আপনি চান তাহলে দিব।
গতকাল বলেছিলাম আরো কিছু ছবি দিব তাই দিয়ে দিলাম।
বাড়ির পাশের একটা দীঘি।
সবুজ গ্রাম
মাঠে পাট কাটছে কৃষক
মসজিদ হতে বাড়ি যাওয়ার রাস্তা
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » আমি যেখানে থাকি : পর্ব ১ : অতিথি: ইলিয়াস ভাই
০.০৯৩৫৩৬১৩৮৫৩৪৫৪৬ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৭.৩৯৫২৪৬১৭৪৬৬৯ টি কোয়েরী চলেছে