টপিকঃ আইফোনের লক খুললেন ঢাকার তরুণ
মা,
তোমার ভালবাসার কোন তুলনা নাই।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » মুঠোফোন » আইফোনের লক খুললেন ঢাকার তরুণ
আইফোনের কোন অফিসিয়াল প্রতিক্রিয়া পাওয়া গেলে জমতো
আমি তো ভাবলাম নতুন কোন পদ্ধতি আবিষ্কার করেছে! আইফোন লক খোলার এ পর্যন্ত ৪টি ভিন্ন পদ্ধতি বের হয়েছে। এর মধ্যে একটা ওপেনসোর্স প্রজেক্ট। সেগুলো ঘাঁটাঘাঁটি করেই ছেলেটা আনলক করেছে মনে হচ্ছে।
এ্যপল এ নিয়ে তেমন মাথা ঘামাচ্ছে বলে মনে হয় না। আইফোন লক করা হয়েছিল এটিএন্ডটি-র সাথে চুক্তির জন্য। কেউ যদি আনলক করে এটা অন্য সিম ব্যবহার করে তাহলে এ্যপলের কোন ক্ষতি নেই। আর লক করা হয়েছে এর প্রাথমিক মূল্য কম রাখার জন্য।
আজ ইউকেতে ঘোষণা দিল, ১১ই নভেম্বর থেকে এখানেও আইফোন পাওয়া যাবে। দাম কিছুটা কমালেও এখনও আমার নাগালের বাইরে
আমার মনে হয় এটা ধোকা দেয়ার জন্য। কারণ অনেকে আইফোন কিনে অন্য মোবাইল কোম্পানির সিম ব্যবহার করছে। এই খবর শুনে ওরা এই সব বলছে। কারণ ওদের এটিএন্ডটির সাথে চুক্তি রয়েছে।
হুমম...ম অমি কিনবা লিটন - এদের কথা আইফোন জানে তো !
আইফোন আমি চালিয়ে দেখেছি।
এটি খুব সহজেই সবাইকে আকর্ষণ করবে এর হাই রেজ্যুলেশন টাচস্ক্রিণ ডিসপ্লের কারণে।
তবে সার্বিকভাবে চিন্তা করে দেখলে এত টাকা খরচ করে আইফোন কেনার চেয়ে একটা পিডিএ কম্পিউটার কেনা ভাল, অনেক বেশি সুবিধা পাওয়া যাবে। আর বাংলাদেশে আইফোন চালিয়ে কোন লাভ নেই কারণ বাংলাদেশে ওয়াইফাই নেটওয়ার্ক নেই। ধীরগতির এজ ইন্টারনেটে আইফোন চালিয়ে মজা পাওয়া যাবে না।
প্রথম আলোতে হেডিঙ পড়ে আমি মোটামুটি টাসকি খেয়ে গিয়েছিলাম । পরে দেখলাম এক্সিসটিঙ টুল ইউজ করে একজন ফোন আনলক করেছে । যদি দেখতাম কেউ নিজেই একটা সল্যুশন বের করেছে তাহলে তাকে ক্রেডিট দিতে আমি রাজি । কিন্তু অন্যের সল্যুশন ব্যবহার করার মধ্যে কোন কৃতিত্ব দেখি না ।
সেদিন একজনের আই-ফোন নিয়ে চালিয়ে দেখলাম, আমার কাছে মনে হয়েছে আসলে এর hype ই বেশি... খাজনার চেয়ে বাজনা বেশি যাকে বলে আরকি।
এর চেয়ে sprint mogul ই অনেক ভালো।
ভাই কিসের সাথে কী তুলনা করলেন?
আইফোনের সাইজের তুলনায়, এর কার্যক্ষমতা অসাধারণ। এরকম সাইজের স্মার্টফোন দুনিয়াতে আর নেই। আর বাটন মাত্র একটা, পুরোপুরি টাচস্ক্রিন ডিভাইস। আর সাফারি তো মূল ইন্টারনেটই দেখায়, মোবাইল ভার্সন না।
তার দাম এর দিকে তো একটু তাকাতে হয় ...
যদি n-95 জাতীয় মোবাইল এর সাথে তুলনা করেন, তাহলে আই-ফোন ভাল, sprint mogul বা নতুন blackberry এর সাথে তুলনা করে দেখেন (t-mobile sidekick ও খারাপ না) ... এগুলো ভালই টক্কর দিতে পারবে মনে হয়।
- স্প্রিন্ট মুগল আর আইফোনের কম্পারিজন বিষয়ে একটা কথাই মনে হলো । কোথায় আগরতলা কোথায় চকিরতলা ।
- আইফোন আর এন৯৫এর তুলনা করাটাও ঠিক না । একটা এন্টারটেইনমেন্ট বেজড কনসেপ্ট । আরেকটা টেকস্যাভিদের জন্য তৈরী করা ফোন । এন৯৫এ এইচএসডিপিএ সাপোর্ট করে । এটা দিয়ে থিওরেটিকালি মোবাইল ফোনে ডিএসএল স্পিড পাবার কথা । প্রাকটিকালি দেড় এমবিপিএস পর্যন্ত সর্বোচ্চ পাওয়া যায় জার্মানীতে যদি আপনি টি মোবাইলেরর সিম ব্যবহার করেন । এটা ফাস্টেস্ট এস৬০ ফোন । জিপিএস আছে বিল্টইন । ক্যামেরা ৫ মেগাপিক্সেল ।
অন্যদিকে আইফোন সামান্য ২.৭৫জি ফোন । বেসিক ফাঙ্কশনালিটিজ ছাড়া আর কিছু নেই । এমনকি এমএমএসও করা যায় না ওটা দিয়ে । তবে আমি যেসব টেকনোলজি ব্যবহার করি সেগুলোর সবই আছে ওখানে । আমাকে দু'টো ধরিয়ে দিলে আমি আইফোনই বেছে নেব ।
সেটাই, ফ্যশন এবং hype (সেই সাথে কিছু টা all-in-one) কনসেপ্ট এ আই-ফোন।
আমি শুধুমাত্র নিজের ধারনা বলেছি, আমার কাছে blackberry 8800 series বা মুঘল অনেক ভালো মনে হয়েছে ব্যবহার করে। (যদিও আমি ব্যবহার করি সামান্য smt5600)
আইফোনের সফটওয়্যার এনিমেশন বা জুমিং এর মত সেক্সি জিনিষ দুনিয়াতে দ্বিতীয়টা নেই। প্রথমেই তো বললাম, আইফোনের সাইজের সাথে তুলনা করেন বাকি প্রোডাক্টের। স্প্রিন্ট আমাকে ফ্রি দিলেও নেব না। এত বিশ্রী দেখতে, আর এতগুলো বাটন। বড় সমস্যা স্ক্রল করতে গেলে, যদি ভিউ ল্যান্ডস্কেপ-এ থাকে।
ব্ল্যাকবেরি প্রফেশন্যাল জিনিষ, সেটার সাথে তেমন তুলনা করা যায় না। আর এগুলো তুলনা করা হয় ব্যবহারকারীর নিজস্ব পছন্দের উপর। কোন ফিচারটা তার দরকার সেটার উপর নির্ভর করবে কোন ফোন সে কিনবে।
টাচস্ক্রিনের যে ফিচারগুলো আইফোনে আছে, সেগুলো আর কোথাও নেই। শুধু এই এক ফিচারেই আমি কাইত! স্ক্রলিং, পিঞ্চিং, জুমিং অসাধারণ। ভেতরে টেকনোলজি যা আছে, সেগুলো বোনাস
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » মুঠোফোন » আইফোনের লক খুললেন ঢাকার তরুণ
০.০৪৯০৩৫০৭২৩২৬৬৬ সেকেন্ডে তৈরী হয়েছে, ৫৫.১৩৪১৫৪০৭৩৫৫৫ টি কোয়েরী চলেছে