আর্জেন্টিনা এখন ‘টাইটানিক’
সার্জিও বাতিস্তার সঙ্গে খুব ভালো মিল খুঁজে পাওয়া যাচ্ছে এডওয়ার্ড স্মিথের। কে এই স্মিথ? টাইটাইনিক জাহাজের ক্যাপ্টেন! স্মিথের টাইটানিক যেমন হিমবাহে ধাক্কা খেয়ে তলিয়ে গিয়েছিল অতল আটলান্টিকে, আর্জেন্টিনা দলের ক্যাপ্টেন বাতিস্তাও ধেয়ে চলেছেন ব্যর্থতার বিশাল এক হিমবাহের দিকে। ধাক্কা এই লাগল বলে!
এএস-এর অনুমান এমনটাই। স্প্যানিশ ক্রীড়া দৈনিকটি লিখেছে, ‘তিনি টাইটানিককে আইসবার্গের দিকে নিয়ে যাচ্ছেন।’ শুধু এই পত্রিকাটিই নয়, পরপর দুই ম্যাচে ছন্নছাড়া ফুটবল খেলা আর্জেন্টিনার সমালোচনায় মুখর আরও অনেক পত্রিকাই। ক্লারিন লিখেছে, কোপা আমেরিকা প্রায় মাঝপথে গড়ালেও এখনো ঘুম ভাঙল না আর্জেন্টিনার। পত্রিকাটি এ-ও মনে করিয়ে দিয়েছে, কলম্বিয়ার বিপক্ষে নিতান্তই ভাগ্যগুণে একটা পয়েন্ট পেয়েছে স্বাগতিকেরা, ‘আর্জেন্টিনার আরও একটি বাজে পারফরম্যান্স। কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র। ম্যাচে কলম্বিয়াই বেশি সুযোগ পেয়েছে, জয়টা তাদেরই প্রাপ্য ছিল।’
সমর্থকেরাও যে এই আর্জেন্টিনার ওপর ভীষণ বিরক্ত, সেটাও লিখেছেন ক্লারিন-এর ফুটবল প্রতিবেদক, ‘সান্তা ফেতে কিছু একটা হয়েছে, সমর্থক আর দলের মধ্যে সুরটা যেন কেটে গেছে।’ লিখেছেন, দলের ভাবমূর্তিও এখন ভীষণ সংকটে। সান্তা ফের স্থানীয় পত্রিকা দিয়ারিও উনো লিখেছে, ‘জাতীয় দলের আরেকটি ফ্লপ প্রদর্শনী, সার্জিও বাতিস্তার দল আবারও ব্যর্থ, আবারও দুয়ো শুনেছে দর্শকদের।’
আর্জেন্টিনার আরেকটি শীর্ষস্থানীয় দৈনিক লা ন্যাসিওনও কড়া সমালোচনা করেছে দলের, ‘কোনো ছন্দই নেই। ৯০ মিনিটের মধ্যেই আশাকে খুন করে সেটিকে হতাশা বানিয়ে ফেলল দল।’ পত্রিকাটির আশঙ্কা, হয়তো দ্রুতই দলের ওপর থেকে মুখ ফিরিয়ে নেবে সমর্থকেরা। কোস্টারিকার বিপক্ষে জিততে না পারলে হয়তো হিমবাহের ধাক্কায় ডুবে যাবে টাইটানিক, ‘জাতীয় দলের জন্য এই ম্যাচটা আসলেই খুব গুরুত্বপূর্ণ, যেভাবে খেলা হচ্ছে তাতে দলের প্রতি সাধারণ মানুষের যে আসক্তি, সম্মান, ভালোবাসা—সবই ধ্বংস হয়ে যাচ্ছে।’ অথচ এই আর্জেন্টিনাই গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্যর্থ হয়ে ফিরেও দেশের মানুষের ভালোবাসা পেয়েছিল।
শুধু পত্রিকাগুলোই নয়, সাবেক খেলোয়াড়েরাও মুখ খুলতে শুরু করেছেন। সাবেক গোলরক্ষক কার্লোস বসিয়োর কাছে মনে হচ্ছে, এই দলের নেতাই নেই, ‘মনে হচ্ছে না এই দলের এমন কোনো নেতা আছে, যার আছে নেতৃত্বগুণ।’ এ অবস্থায় সবচেয়ে মুখর থাকার কথা যাঁর, সেই ডিয়েগো ম্যারাডোনা আশ্চর্যজনকভাবে মুখে কুলুপ এঁটে বসে আছেন। হয়তো অপেক্ষা করছেন চূড়ান্ত ভরাডুবির জন্য। আইসবার্গের সঙ্গে টাইটানিকের দূরত্ব কিন্তু বেশি নয়!
আবারও ড্র করল উরুগুয়ে
টানা দুটি ম্যাচে ড্র করে এখন প্রথম রাউন্ডের বাধা পেরোনোই কষ্টকর হয়ে উঠেছে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট উরুগুয়ের। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পেরুর বিপক্ষে ড্র করার পর আজ চিলির বিপক্ষেও ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে উরুগুয়ে। এ নিয়ে কোপা আমেরিকার প্রথম নয়টি ম্যাচের ছয়টিই শেষ হলো অমীমাংসিতভাবে।
প্রথমার্ধে অনেকখানি আধিপত্য বিস্তার করে খেলেছিল উরুগুয়ে। ১৯ মিনিটের মাথায় গোল করার ভালো সুযোগ পেয়েছিলেন লুইস সুয়ারেজ। কিন্তু বলটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পাঠাতে পারেননি এই উরুগুয়ের স্ট্রাইকার। আট মিনিট পর আরেকটি গোলের সুযোগ নষ্ট করেন ডিয়েগো ফোরলান। প্রথমার্ধে উরুগুয়ের রক্ষণ ভাগের দুর্বলতার সুযোগে একটা গোলের দেখা পেয়ে যেতে পারত চিলিও। কিন্তু চিলির মিডফিল্ডার মরিসিও ইসরার শট ফিরে আসে গোলপোস্টে লেগে।
দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে উরুগুয়েকে এগিয়ে দেন আলভারো পেরেইরা। কিন্তু খুব বেশিক্ষণ তাঁদেরকে এগিয়ে থাকতে দেননি অ্যালেক্সা সানচেজ। ৬৪ মিনিটে চিলির পক্ষে সমতাসূচক গোলটি করে উরুগুয়ের সমর্থকদের হতাশায় ডোবান চিলির এ তারকা স্ট্রাইকার।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে উরুগুয়ে।
মেক্সিকোর বিপক্ষে পেরুর কষ্টার্জিত জয়
কোপা আমেরিকার প্রথম নয়টি ম্যাচের ছয়টিই শেষ হয়েছে ড্র দিয়ে। মেক্সিকো ও পেরুর মধ্যকার দশম ম্যাচটির ভাগ্যও সেদিকেই যাচ্ছে বলে ধরে নিয়েছিলেন অনেকে। কিন্তু ৮২ মিনিটে পাওলো গুয়েরোর গোল থেকে অবশেষে মেক্সিকোর বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে পেরু। এখন ‘সি’ গ্রুপের দুটি করে ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে চিলির সঙ্গে যৌথভাবে প্রথম স্থানে আছে তারা।
টানা দ্বিতীয় ম্যাচে হারার ফলে কোপা আমেরিকার প্রথম রাউন্ড থেকেই মেক্সিকোর বিদায়টা প্রায় নিশ্চিতই হয়ে গেছে। দ্বিতীয় রাউন্ডে যাওয়ার লড়াইয়ে অনেকখানিই এগিয়ে আছে পেরু ও চিলি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে এই দুই দল মুখোমুখি হবে ১৩ জুলাই। সেই ম্যাচে শুধু ড্র করলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাবে তাদের। অন্যদিকে প্রথম দুটি ম্যাচই ড্র করায় এ মুহূর্তে প্রথম রাউন্ড থেকেই হতাশাজনক বিদায়ের আশঙ্কা ভর করেছে উরুগুয়ের শিবিরে। দ্বিতীয় রাউন্ডের টিকিট পাওয়ার জন্য ১৩ জুলাই মেক্সিকোর বিপক্ষে জয় পেতেই হবে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্টদের।
আজকের খেলা
আজ খেলা আছে ব্রাজিল - প্যারাগুয়ে রাত ১টায় এবং ভেনেজুয়েলা - ইকুয়েডর রাত সাড়ে ৩টায়। খেলা বাংলাদেশ হতে দেখতে পারবেন নিও স্পোর্টস, কলকাতা টিভি এবং আরসিটিআই তে। নিও স্পোর্টস এ বিকাল সাড়ে পাচটায় পেরু - মেক্সিকো এবং রাত সাড়ে নয়টায় উরুগুয়ে - চিলির পুনঃপ্রচার দেখতে পারবেন।
আজ বিকাল চারটা পর্যন্ত সব দলের মোট পয়েন্ট
গ্রুপ এ
কলম্বিয়া - ৪
কোস্টা রিকা - ৩
আর্জেন্টিনা - ২
বলিভিয়া - ১
গ্রুপ বি
ব্রাজিল - ১
প্যারাগুয়ে - ১
একুয়েডর - ১
ভেনেজুয়েলা - ১
গ্রুপ সি
চিলি - ৪
উরুগুয়ে - ২
পেরু - ১
মেক্সিকো - ০
সাক্ষর কি আর দিমু, ডিফল্টটাই থাক-
Know More