Re: কিছুক্ষণ উইথ স্বপ্নীল: পর্ব ৬ - অতিথি: jemsbond
দারুন। যতই পড়ছি ততই মুগ্ধ হচ্ছি। বন্ড ভাইকে তেমন চিনতাম না। এই এক পোস্টেই তাকে চিনিয়ে দিলেন স্বপ্নীল ভাই।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » কিছুক্ষণ উইথ স্বপ্নীল: পর্ব ৬ - অতিথি: jemsbond
দারুন। যতই পড়ছি ততই মুগ্ধ হচ্ছি। বন্ড ভাইকে তেমন চিনতাম না। এই এক পোস্টেই তাকে চিনিয়ে দিলেন স্বপ্নীল ভাই।
বন্ড ভাইরে রেপুটেশন দিতে চাই ... ইন্টারভিউ দিয়া কই চলে গেলো
দারুন। যতই পড়ছি ততই মুগ্ধ হচ্ছি। বন্ড ভাইকে তেমন চিনতাম না। এই এক পোস্টেই তাকে চিনিয়ে দিলেন স্বপ্নীল ভাই।
ধন্যবাদ মাটি ভাই।এটাই হচ্ছে আসল মজা।
বন্ড ভাইরে রেপুটেশন দিতে চাই ... ইন্টারভিউ দিয়া কই চলে গেলো
কমেন্ট করসে তো।আগের পেজে দেখেন (১৬ নং পোস্ট)
সবকিছু ঠিকই আছে স্বপ্নীল,
কিন্তু যার সাক্ষাৎকার নিচ্ছ তার সাথে পরিচিত হবার পাশাপাশি
তাকে দেখার ইচ্ছেটাও মনে জাগ্রত হয় (বিশেষ করে ব্যক্তিগতভাবে আমার )
তাই বলছিলাম কি তোমার অতিথিদের একটা সাম্প্রতিক ছবি সাথে দেয়া যায় না !
[তুমি চাও না/ নাকি তাদের দিতে অনীহা !! ~ কোনটা ?]
আমি কেন যেন আজ প্রজম্মতে আসতেই পারছি না । আসলেই সুধু হাসি পাইতেছে । আল্লায় কেন যে আমারে পুরুষ বানাইছে মাইয়া হইলে একটা কথা আছিল । এত শরম কই রাখি
সবকিছু ঠিকই আছে স্বপ্নীল,
কিন্তু যার সাক্ষাৎকার নিচ্ছ তার সাথে পরিচিত হবার পাশাপাশি
তাকে দেখার ইচ্ছেটাও মনে জাগ্রত হয় (বিশেষ করে ব্যক্তিগতভাবে আমার)
তাই বলছিলাম কি তোমার অতিথিদের একটা সাম্প্রতিক ছবি সাথে দেয়া যায় না !
[তুমি চাও না/ নাকি তাদের দিতে অনীহা !! ~ কোনটা ?]
অতিথি এর অনীহার কারণেই ছবি দেয়া হচ্ছে না মাসুদ ভাই।
আমি কেন যেন আজ প্রজম্মতে আসতেই পারছি না । আসলেই সুধু হাসি
পাইতেছে । আল্লায় কেন যে আমারে পুরুষ বানাইছে মাইয়া হইলে একটা কথা আছিল । এত শরম কই রাখি
হাহাহা..কেন কেন?কি হইছে??
সবকিছু ঠিকই আছে স্বপ্নীল,
কিন্তু যার সাক্ষাৎকার নিচ্ছ তার সাথে পরিচিত হবার পাশাপাশি
তাকে দেখার ইচ্ছেটাও মনে জাগ্রত হয় (বিশেষ করে ব্যক্তিগতভাবে আমার)
তাই বলছিলাম কি তোমার অতিথিদের একটা সাম্প্রতিক ছবি সাথে দেয়া যায় না !
[তুমি চাও না/ নাকি তাদের দিতে অনীহা !! ~ কোনটা ?]
মাসুদ ভাইয়ের ইচ্ছা পুরুন হোক ।
হেহেহে.. বাইচ্চাডা কেমুন কইরা তাকাইয়া আসে।কই শরম-টরম তো একদমই দেখতাছি না
হেহেহে.. বাইচ্চাডা কেমুন কইরা তাকাইয়া আসে।কই শরম-টরম তো একদমই দেখতাছি না hehe
তখন শরম কারে কয় কেউ জানে নাকি
তখন শরম কারে কয় কেউ জানে নাকি
শরমহীন কালের যখন একটা ছবি দিছেনই,তো এখন শরমকালের একটা ছবি দেন,আমরা দেখি
মাসুদ ভাইয়ের ইচ্ছা পুরুন হোক ।
ধন্যবাদ, আমার ইচ্ছা কিন্তু পূরণ হয় নাইক্যা !
আমি কইসিলামঃ সাম্প্রতিক ছবি'র কথা
অতিথি এর অনীহার কারণেই ছবি দেয়া হচ্ছে না মাসুদ ভাই।
যেরম ভাবে অজানা সব তথ্য টেনে বের করো,
চামে চিকনে ছবিও সেই ভাবে .....
আমি যখন এই্ কমেন্ট করছি, ঠিক তখন টপিকের ভোটাভুটিতে হ্যাঁ তে উত্তর পড়েছে ২৩টি এবং না তে ১টি!!
একটি গোপন কথা ফাঁস করি- "না" তে ভোট টা কিন্তু স্বপ্নীল ভাই দিয়েছেন!! ও হ্যাঁ! আরেকটা গোপন কথা ফাঁস করি, খবর বিক্রেতা কোন একদিন যেমন খবর হয়, ঠিক তেমনি এই উপস্থাপনকেরও একটা ইন্টারভিউ নেয়া হবে। সেই ইন্টারভিউ নেয়ার দায়িত্ব কিন্ত আমার!!!
এবারেরটাও বরাবরের মত চমৎকার হয়েছে!!
যেরম ভাবে অজানা সব তথ্য টেনে বের করো,
চামে চিকনে ছবিও সেই ভাবে .....
হাহাহা..সেই চেষ্টা করি না মনে করছেন,কিন্তু লাভ হয় না
জাস্ট ওয়াও টাইপের ইন্টারভিউ। অসাধারন হয়েছে স্বপ্নীল ভাই
শিমুল ইজ ব্যাক।ওয়াও!! থ্যাংকস ফর ফিরে আসা এবং কমেন্ট করার জন্যে
আমি যখন এই্ কমেন্ট করছি, ঠিক তখন টপিকের ভোটাভুটিতে হ্যাঁ তে উত্তর পড়েছে ২৩টি এবং না তে ১টি!!
একটি গোপন কথা ফাঁস করি- "না" তে ভোট টা কিন্তু স্বপ্নীল ভাই দিয়েছেন!! ও হ্যাঁ! আরেকটা গোপন কথা ফাঁস করি, খবর বিক্রেতা কোন একদিন যেমন খবর হয়, ঠিক তেমনি এই উপস্থাপনকেরও একটা ইন্টারভিউ নেয়া হবে। সেই ইন্টারভিউ নেয়ার দায়িত্ব কিন্ত আমার!!!
![]()
এবারেরটাও বরাবরের মত চমৎকার হয়েছে!!
তেব্র পরতিবাদ : "না" তে আমি ভোট দেই নাই, আমি হ্যা তে দিছি
তামিমের সম্ভবত প্রথম কমেন্ট এই সিরিজে,তাই তাকে একটু বেশি বেশি ধন্যবাদ
নিজের ইন্টারভিউয়ের কথা শুনলেই কেন যেন ভয় লাগে।উল্টা দিকে দৌড় দিতে ইচ্ছা করে
তেব্র পরতিবাদ : "না" তে আমি ভোট দেই নাই, আমি হ্যা তে দিছি
ছি: ভাই, নিজের ঢোল নিজে পেটাচ্ছেন, তাও আবার এই বিশ্বায়নের যুগে!
নিজের ইন্টারভিউয়ের কথা শুনলেই কেন যেন ভয় লাগে।উল্টা দিকে দৌড় দিতে ইচ্ছা করে
কেন ভাই, আজকে তো, হালকার উপর ঝাপসা একটা ইন্টারভিউ দিলেনই!!
আমি আজ চিংড়ি মাছ আর চিচিংগা ভাজি দিয়ে ভাত খেয়েছি,খুবই টেস্টি।কিছুক্ষণ পর শাক দিয়ে আবার ভাত খাব
স্বপ্নীল ভাই যে পোল ঝুলাইছেন এইটা আগে খিয়াল করি নাই ভোট দিলাম
ছি: ভাই, নিজের ঢোল নিজে পেটাচ্ছেন, তাও আবার এই বিশ্বায়নের যুগে!
কেন ভাই, আজকে তো, হালকার উপর ঝাপসা একটা ইন্টারভিউ দিলেনই!!
ইয়ে মানে..ঐটা স্বান্তনা ইন্টারভিউ
স্বপ্নীল ভাই যে পোল ঝুলাইছেন এইটা আগে খিয়াল করি নাই
ভোট দিলাম
হ..তুমি খালি ন্যানো সাইজের কমেন্ট আর ভুটাভুটিতেই ক্লিক করবা
ঠিক তেমনি এই উপস্থাপনকেরও একটা ইন্টারভিউ নেয়া হবে। সেই ইন্টারভিউ নেয়ার দায়িত্ব কিন্ত আমার!!!
![]()
এই কাজটা আমি করতে চাইসিলাম,
ঠিকাসে; আপ্নে যখন ঘোষণা দিয়েই দিসেন তখন কি আর করা !
আপডেটঃ জেমসবন্ডের সাম্প্রতিক কালের ছবি দেখসি,
অনুমতি চেয়েছি;
যদি অনুমতি পাই তাহলে এখানে পোষ্টানোর ইচ্ছা আছে
তামিম৬৯ লিখেছেন:ঠিক তেমনি এই উপস্থাপনকেরও একটা ইন্টারভিউ নেয়া হবে। সেই ইন্টারভিউ নেয়ার দায়িত্ব কিন্ত আমার!!!
![]()
এই কাজটা আমি করতে চাইসিলাম,
ঠিকাসে; আপ্নে যখন ঘোষণা দিয়েই দিসেন তখন কি আর করা !
আমি বোধহয় এইবার শেষ
bond ভাইরে প্লাস দিলাম অবশেষে।
হেহেহে...মিছন বন্ড সাকছেচফুল
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » কিছুক্ষণ উইথ স্বপ্নীল: পর্ব ৬ - অতিথি: jemsbond
০.০৯২০৬৩৯০৩৮০৮৫৯৪ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৫.১৬২৪৮০১৫২৪৮২ টি কোয়েরী চলেছে