টপিকঃ বিশ্বকাপ প্রাক-বাছাই ফুটবলঃ বাংলাদেশ (৩) - পাকিস্তান (০)
বর্তমানে মাঠে চরম বৃষ্টি হচ্ছে । আর বিটিভিতে দেখে মনে হচ্ছে যে খেলা নদীতে চলছে।
খেলার সর্বশেষ স্কোরঃ বাংলাদেশ (৩) - পাকিস্তান (০)
খেলার ৩৬ সেকেন্ডে গোল দেন জাহিদ হাসান এমিলি। মাঝমাঠের খেলোয়াড় মোনায়েম খান রাজু আড়াআড়িভাবে উঁচু করে বল ফেলেন প্রতিপক্ষের গোল মুখে। এমিলি মাথা দিয়ে বল পাঠিয়ে দেন জায়গা মতো।
২২ মিনিটে একক প্রচেষ্টায় গোল করে ব্যবধান বাড়ান জাহিদ হোসেন। মাঝমাঠে বল ধরে পাকিস্তানের দুই খেলোয়াড়কে কাটিয়ে বক্সের ঠিক সামনে পৌঁছেই তীব্র শট নেন তিনি। বল আশ্রয় নেয় জালে।