টপিকঃ কম্পিউটার জগতে ওপেনসোর্স নিয়ে কভার আর্টিকেল
আজ কলেজ থেকে আসার পথে কত্পউটার জগত ম্যাগাজিটটা চোখে পড়লো । কম্পিউটার জগতের এই সেপ্টেম্বর মাসের ইস্যুতে ওপেনসোর্স নিয়ে কভার আর্টিকেল করা হয়েছে। শিরোনাম "ওপেনসোর্স ভিত্তিক সফটওয়্যার ও তথ্যের স্বাধীনতা"
সেখানে ব্ক্তব্য দিয়েছেন ড.মুহম্মদ জাফর ইকবাল, সৌরভ কুমার রায় (এআইইউবি) , মুনির হাসান
ভালোই করেছে এমাসে এই আর্টিকেল টি দিয়ে। আর কদিন পরই তো সফটওয়্যার ফ্রিডম ডে
কিন্তু আর্টিকেলের শুরুতেই তারা লেখেছে দেখলাম ১৭ই সেপ্টেম্বর ওপেনসোর্স দিবস, তো সফটওয়্যার ফ্রিডম ডে এবং ওপেনসোর্স দিবস কি আলাদা আলাদা নাকি??
এছাড়া ভেতরে সাম্বা দিয়ে লিনাক্স ও উইন্ডোজের মধ্যে ফাইল শেয়ারিং এর টিউটোরিয়ার দেওয়া হয়েছে।
যা হোক এটা হচ্ছে সফটওয়্যার ফ্রিডম ডে ২০০৭ এর জন্য মার্কশাটলওর্থ এর ইন্টারভিউ
http://www.archive.org/details/Mark_Shuttleworth_SFD