Re: আমার সবচে প্রিয় গেমস - ৪ - ডুম থ্রি (রিভিউ)
এই ডুম গেম এর আগের একটা ভার্সন খেলে ডেস্কের সামনে অজ্ঞান হয়ে পরছিলাম..। কি ফাউল গ্রাফিক্স ছিল বলে বোঝাতে পারবো না।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » কম্পিউটার গেম » আমার সবচে প্রিয় গেমস - ৪ - ডুম থ্রি (রিভিউ)
এই ডুম গেম এর আগের একটা ভার্সন খেলে ডেস্কের সামনে অজ্ঞান হয়ে পরছিলাম..। কি ফাউল গ্রাফিক্স ছিল বলে বোঝাতে পারবো না।
এই ডুম গেম এর আগের একটা ভার্সন খেলে ডেস্কের সামনে অজ্ঞান হয়ে পরছিলাম..। কি ফাউল গ্রাফিক্স ছিল বলে বোঝাতে পারবো না।
ডুম টু এর গ্রাফিক্স সত্যি বেশ বাজে,অনেক আগের গেম তো তাই।কিন্তু ডুম থ্রি এর গ্রাফিক্স ফাটাফাটি-সেটা স্ক্রিনশটগুলো দেখলেই বুঝতে পারবেন ।
ডুম থ্রি খেলা হয়নি। তবে অনেক আগে ডুম টুঃ হেল অন আর্থ খেলেছিলাম।
ডুম থ্রি খেলা হয়নি। তবে অনেক আগে ডুম টুঃ হেল অন আর্থ খেলেছিলাম।
এখন খেলে দেখতে পারো,ভালই লাগবে বলে আমার বিশ্বাস।তবে প্রথম প্রথম ভয় পেয়ে একটু সমস্যা হতে পারে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে,সাউন্ড একটু কমাইয়া দিয়া খেলতে হবে যাতে ভয় কম লাগে
তোমার কাছে হরর মুভি বা গেম কেমন লাগে?
আমার খেলা সেরা হরর গেম Alan Wake এইটা খেলে আমি রাতে দুঃস্বপ্নও দেখসি। কিন্তু গেমটা এক্সবক্স এক্সক্লুসিভ
আমার খেলা সেরা হরর গেম Alan Wake এইটা খেলে আমি রাতে দুঃস্বপ্নও দেখসি। কিন্তু গেমটা এক্সবক্স এক্সক্লুসিভ
পাইসি তোমারে।এইটা নিয়া জলদি জলদি একটা গেম রিভিউ লেইখা ফালাও,বেশি প্ল্যান করার দরকার নাই,২০-৩০ মিনিটে যেরকম রিভিউ লেখা যায় সেরকম হইলেই হবে।কোনদিন দিতাছো?
অবশেষে খুজিতে খুজিত পাইলাম ডুম থ্রী এর জাভা মোবাইল ভার্সন ।পাবেনঃ এখানে
অবশেষে খুজিতে খুজিত পাইলাম ডুম থ্রী এর জাভা মোবাইল ভার্সন ।পাবেনঃ এখানে
এ!!তুমি মোবাইল ভারছনও পাইয়া ফালাইছ
ধুর,মোবাইল ভারছন ভুয়া
তোমার কাছে হরর মুভি বা গেম কেমন লাগে?
খুব বেশি ভাল লাগে না। তার উপর এখন আর কম্পিউটার গেম খেলা হয় না। শুধু কম্পিউটার গেম কেন, কোন ভিডিও গেমই খেলা হয় না চেস, সুডোকু প্রভৃতি ছাড়া।
স্বপ্নীল লিখেছেন:তোমার কাছে হরর মুভি বা গেম কেমন লাগে?
খুব বেশি ভাল লাগে না।
তার উপর এখন আর কম্পিউটার গেম খেলা হয় না। শুধু কম্পিউটার গেম কেন, কোন ভিডিও গেমই খেলা হয় না চেস, সুডোকু প্রভৃতি ছাড়া।
হুম..সময় পাওনা মনে হয় খুব একটা
হুম..সময় পাওনা মনে হয় খুব একটা
হুমম . . . ফোরামে ডিউটি করার পর আর সময় পাওয়া যায় না।
হায়রে ডুম থ্রি.............
গেমটা যখন নতুন বের হয় তখন গেমটা কম্পিউটারে আটকাতে চরম। সেই আটকানোর মধ্যেই গেম ওভার করেছি। প্রথম দিকে ভয়ের হলেও পরে পুরাই চরম একশন শুরু হয়ে যায়।
হায়রে ডুম থ্রি.............
গেমটা যখন নতুন বের হয় তখন গেমটা কম্পিউটারে আটকাতে চরম। সেই আটকানোর মধ্যেই গেম ওভার করেছি। প্রথম দিকে ভয়ের হলেও পরে পুরাই চরম একশন শুরু হয়ে যায়।
গেম অনেক আগের পুরনো পিসিতে আমারও আটকাতো,তবে এর একটা মজার সুবিধা ছিল যে কোন ভয়ংকর মনস্টার আসার আগে বেশি বেশি আটকে যেত আর বুঝে যেতাম সামনে কিছু একটা আসছে
আইহাই মোবাইল ভার্সনটা ওপেন দিলে কয় Aplication eror!ধূর !
আইহাই মোবাইল ভার্সনটা ওপেন দিলে কয় Aplication eror!ধূর !
ভুয়া মোভাইল ভারছন ..ভালো হইছে
আমার কাছে fifa-12 বেষ্ট।
আমার কাছে প্রিন্স অফ পারসিয়া গেমটি খুব ভালও লাগে!
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » কম্পিউটার গেম » আমার সবচে প্রিয় গেমস - ৪ - ডুম থ্রি (রিভিউ)
০.০৫৮২৪৭০৮৯৩৮৫৯৮৬ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮১.৮৮৭৫০৬৯৭৮৯৫৩ টি কোয়েরী চলেছে