টপিকঃ "কিছুক্ষণ উইথ স্বপ্নীল" সিরিজের সব ইন্টারভিউ এক জায়গায় !!!
"কিছুক্ষণ উইথ স্বপ্নীল" একটি সাক্ষাৎকার/ইন্টারভিউ নেয়ার সিরিজ।এখানে বিভিন্ন মানুষের ছোটো-খাটো সাক্ষাৎকার নেয়ার চেষ্টা করা হয়। সিরিজটি শুরু হয়েছিল ফোরামের সালেহ আহমদ ভাইয়ের ইন্টারভিউ নেয়ার মাধ্যমে।পরবর্তীতে শিপলু ভাই সহ আরো বেশ কয়েকজনের ইন্টারভিউ নিয়ে ইতিমধ্যেই প্রজন্মে সেগুলো পাবলিশ করা হয়েছে
কোন মানুষের সাক্ষাৎকার নেয়াটা আমার কাছে কেন যেন বেশ চ্যালেঞ্জিং এবং কষ্টসাধ্য কাজ বলে মনে হয়।ইন্টারভিউদাতার সাথে আমার টাইম শিডিউল মেলানো,প্ল্যান করা,প্রশ্ন তৈরি ও সাজানো,বিভিন্ন রকম প্রশ্নের মাধ্যমে অতিথিকে যতটা সম্ভব তুলে ধরা,ইন্টারভিউ পরবর্তী বার বার ফাইনাল এডিট করা- সব মিলিয়ে ৫-৬ ঘন্টা বা তার চেয়েও বেশি সময় লেগে যায় যা বেশ কঠিন একটা দায়িত্ব বলে মনে হয়।তবে ইন্টারভিউ নেয়ার পর যে একটা অসাধারণ অনুভুতি হয় সেটা সব কষ্ট ভুলিয়ে দেয়।
আমার সাথে অতিথি বা ইন্টারভিউদাতাও অনেক শ্রম দেন যা আমি খুবই কৃতজ্ঞচিত্তে স্মরন করছি।তাদের মূল্যবান শ্রম থেকেই এত ভাল ভাল একেকটা ইন্টারভিউ বেড়িয়ে এসেছে,সেজন্য তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ
আমার কোন ঠিক ঠিকানা নাই কখন কার নাম মাথায় ঘুরপাক খাওয়া শুরু করে, আমি নিজে থেকে বা কারো পরামর্শ শুনে নিজের মনকে কারো ইন্টারভিউ নিতে হবে এমন বোঝাতে পারিনা।হঠাৎ করেই কিভাবে যেন সব হয়ে যায়।যার ইন্টারভিউ নেই সেই একমাত্র ব্যাপারটা কিছুটা বুঝতে পারে
ইন্টারভিউয়ের অর্ধেক প্রশ্ন আমার মাথার ভেতরেই হালকা পাতলা থাকে,ইন্টারভিউ শুরু হবার মাত্র ২০-৩০ মিনিট আগে আমি সেসব ফাইনাল করে টাইপ করতে থাকি,এর আগে কিছুতেই ফিক্স করতে পারিনা যে কি কি প্রশ্ন করব-অদ্ভুত এক সমস্যা
ইন্টারভিউ চলাকালীন সময় আমার নিজের অনেক বাড়তি প্রশ্ন ও অফ দা রেকর্ড কথা-বার্তা থাকে যেগুলো করা হয় অতিথির উত্তরগুলো ডিটেইলড বের করে নিয়ে আসার জন্যে,তবে মূল টপিকে সেগুলো উল্লেখ করা হয়না পুরো ইন্টারভিউটুকু সাজানোর সুবিধার্থে।ইন্টারভিউ শেষ হবার পর পুরো জিনিসটা সাজানো ও বারে বারে এডিট করতে অনেক সময় লেগে যায়-এটাই সম্ভবত সবচে কঠিন স্টেপ
ফরমেট ঠিক করা,কয়েকটা শব্দ এডিট করা,ইমোটিকন এড করা এসব বাদ দিলে আমি সবসময় প্রায় ১০০% সত্যিকার ইন্টারভিউটুকুই একদম হুবুহু তুলে দেই (যেটা অতিথি দিয়ে ভেরিফাই (যাচাই-বাছাই) করা হয় পাবলিশ করার আগে।
ইন্টারভিউগুলো বেশ ইন্টারএকটিভ ভাবে নেয়া হয়।মানে অতিথির উত্তর শুনে বেশির ভাগ প্রশ্নই প্রয়োজন অনুসারে তৈরি করা হয়। আরেকটি ব্যাপার খেয়াল রাখা হয় যেন অতিথি এবং আমি দুজনেই একটি সত্যিকার ইন্টারভিউ এর স্বাদ পেতে পারি ও পুরো ব্যাপারটুকু বেশ উপভোগ করতে পারি
এই ইন্টারভিউগুলো প্রজন্মের প্রিয় ফোরামিকদের মাঝে একটু ভিন্ন স্বাদ এনে দেয়ার প্রয়াস এবং আজীবন সেগুলো সবার মাঝে চমৎকার কিছু স্মৃতি হয়ে থাকবে বলেই আমি আশা করি।
সবার সুবিধার জন্য "কিছুক্ষণ উইথ স্বপ্নীল" সিরিজের সব ইন্টারভিউ এক জায়গায় করা হল যাতে সবার খুঁজে পেতে এবং পড়তে সুবিধা হয়।
"কিছুক্ষণ উইথ স্বপ্নীল" সিরিজের সব ইন্টারভিউয়ের তালিকা ও লিংক নিচে দেয়া হল :
কিছুক্ষণ উইথ স্বপ্নীল: পর্ব ১- অতিথি: সালেহ আহমদ
কিছুক্ষণ উইথ স্বপ্নীল: পর্ব ২- অতিথি: সমন্বয়ক শিপলু
কিছুক্ষণ উইথ স্বপ্নীল: পর্ব ৩- অতিথি: ছবি আপু
কিছুক্ষণ উইথ স্বপ্নীল: পর্ব ৪- অতিথি: আহমাদ মুজতবা
কিছুক্ষণ উইথ স্বপ্নীল: পর্ব ৫ - অতিথি: রূপসী-রাক্ষসী
কিছুক্ষণ উইথ স্বপ্নীল: পর্ব ৬ - অতিথি: jemsbond
কিছুক্ষণ উইথ স্বপ্নীল: পর্ব ৭ - অতিথি: অন্তিক
কিছুক্ষণ উইথ স্বপ্নীল (ঈদ স্পেশাল) : পর্ব ৮ - অতিথি: সমন্বয়ক উদাসীন