টপিকঃ উবুন্টু বনাম ম্যাক
আমি ম্যাক এর কোন ওএস সম্পর্কে কিছুই জানি না। তাই কোন তুলনা করতে পারলাম না। ভাই আপনারা যারা ম্যাক এবং উবুন্টু বা শুধুই ম্যাক চালান তারা আসেন দুইটার তুলনা করি।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » উবুন্টু বনাম ম্যাক
আমি ম্যাক এর কোন ওএস সম্পর্কে কিছুই জানি না। তাই কোন তুলনা করতে পারলাম না। ভাই আপনারা যারা ম্যাক এবং উবুন্টু বা শুধুই ম্যাক চালান তারা আসেন দুইটার তুলনা করি।
সাইফের সাথে কয়েকটা পয়েন্ট যোগ করি, আরো আছে, পরে লিখব।
#) অসাধারন মেমোরি ক্যাশিং সিস্টেম।
#) ইউনিভার্সাল বাইনারি সাপোর্ট।
#) ৬৪ বিট ও ৩২ বিট সিস্টেমে অন্য আর্কিটেকচারের প্রোগ্রাম চালানো যায়।
#) কোন প্রসেস হ্যাং করে ১০০% নিলেও ডেক্সটপ হ্যাং করে না।
ম্যাক চালানোর অভিজ্ঞতা নাই আর অত টাকাও নাই
। তবে যে সাধারন পার্থক্যটা বুঝি তা হল ম্যাক কিনতে টাকা লাগে আর উবুন্টু ফ্রি
- এই যা।
বেশকিছু পয়েন্ট সাইফ এবং সারিম বলেই দিয়েছে।
আমার যে জিনিসটা সবচেয়ে ভাল লাগে সেটা হল, ম্যাকের সফটওয়্যার ইন্সটল পদ্ধতি এবং ডিস্ক ইউটিলিটি। ম্যাকের ৯০% সফটওয়্যারি ইন্সটল করতে হয় না। জাস্ট কপি পেস্ট। আর পর্টিশন করা যে ম্যাকে কি সহজ সেটা যে ব্যবহার করে সেই জানে। একটা ফাইল স্প্লিট/মার্জ করার চেয়েও সহজ। অথচ লিনাক্সে পার্টিশন করতে গিয়ে ডাটা হারায় নাই এমন লোক খুজে পাওয়া মুশকিল।
আর একটা ব্যপার হচ্ছে ইউজার ফ্রেন্ডলিনেস। এটা অবশ্য একেক জনের কাছে একেক রকম। কারো কাছে উবুন্টর ইন্টারফেস ইউজার ফ্রেন্ডলি মনে হয় আবার কারো কাছে উইন্ডোজের। আমার নিজরটা বলি। আমার কম্পিউটার জীবন শুরু হয় উইন্ডোজ দিয়ে। প্রথম দিকে সাধারন ব্যাপার নিয়েও প্রচুর সমস্যায় পরতাম। সেরকম উবুন্টু ব্যবহার করতে গিয়েউ বিভিন্ন সমস্যা হত। নেটে কানেক্টেড হতে ৩ দিন লাগল। এরকম আরও অনেক সমস্যা নেট ঘেটে বা বন্ধুদের সাহাজ্য নিয়ে সমাধানও করতাম। কিন্তু বিশ্বাস করেন ম্যাকে আমি এমন কোন সমস্যায় পরিনাই যেটার জন্য আমাকে সারাদিন নেট ঘাটতে হয়েছে।
আর যেগুলো ভালো লাগে, দারুন সব সফটওয়্যার, ভাইরাসের ঝামেলা নাই, দেখতে চুইট , ডিস্ক ডিফ্রাগমেন্টের ঝামেলা নাই, হাজারটা এপ্লিকেশন ইন্সটল করলেও স্লোহয়ে পরে না...... এইতো।
ম্যাক হচ্ছে উবুন্টুর টাকা দেওয়া ভার্সন (দুটোই ইউনিক্স ভিত্তির) ! তবে উইন্ডোজের চেয়ে অনেক সস্তা। মাত্র ৩০ ডলার ! হার্ডওয়্যারটারই যা দাম। তবে জোস হার্ডওয়্যার।
ম্যাক ব্যাবহার করমু...
উবুন্টুর চেহারা তো আস্তে আস্তে কিউট হচ্ছে
বসের ব্লগে হ্যাকিনটোশ ইনস্টলের টিউটোরিয়াল আছে। আমার পিসির প্রসেসর ডুয়েল কোর ২.৭ গি.হা গিগাবাইট ৪১আরকিউ চিপসেটের মাদারবোর্ড। সাইফের ব্লগের হ্যাকিনটোশটা নামিয়েছিলাম। বুট করে দেখি বায়োস ইরর দেখায় ডিভিডির ২০ টাকাই জলে গেল। কারও কাছে কোন সাজেশন আছে নাকি?
এক কথায় ম্যাক
ভাই আপনেরা তো ঐ আগের মতই শুরু করলেন, চাইলাম দুইটা ওএস এর পার্থক্য আর লেখা শুরু করলেন ম্যাকের গুণগান। গুণগান গাওয়ার সময় যদি উবুন্টুর সাথে একটু পার্থক্য করতেন তাইলে অন্যরা বুঝত ম্যাক এই দিকয়ে সুবিধার উবুন্টু এই দিক দিয়ে।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » উবুন্টু বনাম ম্যাক
০.০৪৭৬৭৮৯৪৭৪৪৮৭৩ সেকেন্ডে তৈরী হয়েছে, ৬০.৪২২৭৮৪০৩৮৪০৪ টি কোয়েরী চলেছে