Re: লিনাক্স-উইন্ডোজ: লেবু কচলানো
ভাই আপনি তো আমার উক্তিটার মর্মার্থই বুঝতে পারেন নাই বলে ধারনা হচ্ছে। ভাইরে এখানে খেয়াল করে একটু পড়লেই বুঝতে পারার কথা ছিলো যে ইন্টেলের এই উদ্যোগে আসলে লাভবান হবে কে? ক্রেতা ব্যবহারকারী নাকি কোন বিশেষ সফটওয়্যার কোম্পানী? একটা নির্দিষ্ট রেঞ্জের হার্ডওয়্যার কম্প্যাটিবিলিটির মধ্যে রাখা হবে এরপর থেকে কোন কোম্পানীন কোন ওএস টাকে?
ভাইয়া আমি বুজতে পেরেছিলাম, একারনেই তো AMD এর কথা বলছি, আশা করা যেতে পারে এটা ইন্টেলের মতো কোণ বিশেষ সফট কোম্পানীর সমর্থন দিবে না ! তবে করে ফেললে তো সর্বনাশ ! ! !
RUSSEL13 লিখেছেন:একারনেই AMD এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে ! ইন্টেলের মতো এতো ঝামেলা নাই এতে ! টাকা হলে আমিও একটা কিনবো !
এএমডি'র চেয়ে ইন্টেলের ওপেন সোর্স সাপোর্ট অনেক ভাল, আমার অভিজ্ঞতা।
আমি যদিও নিজে ব্যক্তিগত ভাবে AMD চালাই না, তাই এ ব্যাপারে ভালো বলতে পারছি না, তবে আমি জানতাম এটা বর্তমানে ইন্টেলের চেয়ে বেশ ভালো পারফর্মেন্স দেয়, একটা সাইটে amd vs intel নিয়ে চমৎকার একটা লেখা পরেছিলাম কিছুদিন আগে, সেটার লিঙ্ক হারিয়ে ফেলেছি, খুজে দেখছি পাই কিনা !
█ দেশ, দশ, দুনিয়া তথা বিশ্ব ব্রম্মান্ড হইতে নহে ষাইফ ঋাষেল আপাতত ফেসবুক হইতে আনা গাইয়েবুন