এতোদিন সময় পাই নাই তাই রিপ্লাই দিতে পারি নাই। যাই হোক লিনাক্স দিয়ে কি হয় আর উইন্ডোজ দিয়ে কি হয় তা আপনিও জানেন আমিও জানি। আমিও একজন লিনাক্স ব্যবহার কারি। আমি এবার মূল বিষয়ে চলে আসি। কথা হচ্ছিলো- লিনাক্স প্রমিকদের কথাবার্তার ধরন ধারন নিয়ে। এই নিয়েই আমি মন্তব্য করেছিলাম, ঘোরপেচে গিট্টু লেগে আবারো পুরানো ক্যাচাল শুরু হয়ে গিয়েছিলো- লিনাক্সের মহত্ত এবং উইন্ডোজের মহত্ত নিয়ে। এই প্যাচাল বাদ দেই। বাস্তবে চলে আসি।
প্রধান সমস্যা হচ্ছে উইন্ডোজ যারা ব্যবহার করছে তারা দেশের সুনামে লোডশেডিং ডেকে আনছে তাই বলছেন লিনাক্স ব্যবহার কারিরা। কিন্তু কেন উইন্ডোজ ব্যবহার করছে তা খতিয়ে দেখছেন না বরং নিজেদরকে সাধু সন্নাসির পদে বসিয়ে দিচ্ছেন। এটা উচিত নয়।
আসুন আমার লাইফে বলি কেন আমি উইন্ডোজ ছাড়তে পারবো না(পারসোনান না কর্মজীবন এর লাইফ)।
যারা কম্পিউটার ব্যবহার করছে তারা ক লিখতে কলম ভাংগে। তাদের নতুন করে শিখুনো বুঝানো আপনার মতো আইটির দ্ধারা সম্ভব হলেও আমার দ্ধারা সম্ভব নয়। আমার আইটি কাজ বাদেও আরোও কাজ আছে।
আমার অফিসের বেশিরবাভ সফটই ভিজুয়াল বেসিক না হলে একসেসে চলছে, এগুলো এখন লিনাক্সে চালানো যাবে কিনা তা জানা নাই এবং চালানো গেলেও ভালো রেসপন্স পাবো কিনা তাও জানা নাই। তাই হুট করে পরিবর্তন করে অফিসের কার্যক্রম বন্ধ করা সম্ভব নয়।
আমার কোম্পানী প্রতিমাসে কোটি কোটি টাকা ইনকাম করছে। এই কোম্পানীর পক্ষে লিনাক্সেই যে ব্যবহার করতে হবে এমন কোন ধরাবাধা নিয়ম নাই। যেটাটে তারা স্বাচ্ছন্দ বোধ করবে তাই তারা ব্যবহার করবে। সেটা লাখ টাকা দিয়ে কিনে নিতে হলে কিনবে।
এবার আসুন তাহলে কেন তবুও পাইরেসি করছি তা বলি।
একসময় দেশে আইন হলো প্রকাশ্যে ধুমপান করলে ৫০টাকা জরিমানা। তখন আইনের প্রয়োগও হলো। প্রকাশ্যে ধুমপান করা লোকজন ছেড়ে দিয়েছিলো। সেই সময় আপনি যদি কাউকে ধুমপান করতে দেখে ধমক দিতেন তাহলে সে হয়তো তা আরাল করতে চেষ্টা করতো নয়তো ফেলে দিতো। কিন্তু এখন বর্তমান যুগে সেই ৫০ টাকা বারিয়ে ১০০ টাকা করা হয়েছে কিন্তু তার প্রয়োগ নাই। এখন যদি কাউকে আপনি গিয়ে ধমক দেন ধুমপানের জন্য তাহলে হয় উল্টো ধমক খেয়ে আসবেন। আর ক্ষেত্র বিষেসে মাইরও খাওয়ার সমূহ সম্ভাবনা আছে। তাই আইন থাকলেও আপনার এখন ধমক দেবার অধিকার নাই, এটা হয়েছে আইনের প্রয়োগ নাই এই জন্যই।
এখন আপনারা বলছেন আইন আছে, আমিও জানি আইন আছে। আইন মানছে না বলে দেশের সুনাম ক্ষুন্ন হচ্ছে। আমিও জানি ক্ষুন্ন হচ্ছে। কিন্তু এখন আমার কিছুই করার নাই। আমি পারি না এখন উইন্ডোজের অর্জিনাল ভার্সন অফিসে দিয়ে একাউন্ট থেকে সেই টাকা নিতে। যদি ৩০টাকার সিডি আমি এখন ৮ হাজার টাকা দিয়ে কিনা তাহলে হয় আমাকে অফিসের লোকজন বলবে আমি ছাগল নয়তো পাগল হয়ে গিয়েছি। কারন যদি আইন এর প্রয়োগ নাই।
এখন বলবেন তাহলে টাকা দিয়ে না কিনে লিনাক্স ব্যবহার করুন। কিন্তু সেটা আমার দ্বারা সম্ভব নয়। আমার অফিসের লোকজন যেটাতে সাচ্ছন্দবোধ করবে আমি সেটাই তাকে দেব। হোক সেটা ম্যাক, হোক উইন্ডোজ, হোক লিনাক্স। কিনতে লাখ টাকা লাগলেও আমি তাকে সেটা দিবো। যদি আইনের প্রয়োগ হয় তাহলে লাখ টাকা দিয়ে কিনে দেব যদি আইনের প্রয়োগ না থাকে তাহলে তা ৩০ টাকার সিডি কিনে দেব। এই জন্য আমার বিন্দু পরিমান লজ্জা নাই।
আমাকে কোথাও পাবেন না।